গবিতে ছাত্রদলের কমিটি: ‘রাজনীতি মুক্ত’ নীতির কার্যকারিতা নিয়ে বিতর্ক
Published: 9th, July 2025 GMT
‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’ নামে একটি কমিটির ঘোষণা ঘিরে ফের আলোচনায় এসেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ‘রাজনীতি মুক্ত’ নীতিমালা। প্রশাসন ইতোমধ্যে এ বিষয়ে নোটিশ জারি করেছে। তবে শিক্ষার্থীরা বলছেন, শুধু দায়সারা নোটিশ নয়, প্রয়োজন বাস্তব পদক্ষেপ।
জানা যায়, গত ১১ জুন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গণ বিশ্ববিদ্যালয় শাখা’ নামে ১২ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। তালিকায় সরাসরি বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করা হয়, যা প্রতিষ্ঠানটির প্রস্পেক্টাস, কনসেপ্ট পেপার ও নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
পরে ১৬ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন এক নোটিশে জানায়, গণ বিশ্ববিদ্যালয় রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। নাম বা লোগো ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। নীতিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ১৯ মার্চ এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসন তখনও সতর্কতা জারি করেছিল।
আরো পড়ুন:
আইএসইউ শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
আবাসন সংকটসহ ৫ দাবি রাবি গণতান্ত্রিক ছাত্র জোটের
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের লিখিতভাবে দলীয় রাজনীতি থেকে বিরত থাকার অঙ্গীকার করতে হয়। প্রস্পেক্টাসেও স্পষ্টভাবে বলা আছে, কোনো রাজনৈতিক সংগঠনে সম্পৃক্ত হওয়া যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের নাম বা লোগো ব্যবহার করে সংগঠন পরিচালনা করা যাবে না।
আইন বিভাগের শিক্ষার্থী তাওহীদ আহমদ সালেহিন বলেন, “একটি নীতিভঙ্গের পর শুধু নোটিশ দিয়ে দায়িত্ব শেষ করা যায় না। কার্যকর ব্যবস্থা না থাকলে এটা শিক্ষার্থীদের চোখে একপ্রকার উপহাসের মতো লাগে।”
তিনি আরো বলেন, “শিক্ষকরা, এমনকি রেজিস্ট্রার ও উপাচার্য আমাদের কথায় সহমত পোষণ করলেও মাঠে প্রশাসনিক স্তরে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”
গবি ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক মাহতাবুর রহমান সবুজ বলেন, “ছাত্র সংসদ না থাকায় একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, যা রাজনৈতিক সংগঠনগুলো কাজে লাগাচ্ছে। এখনই যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হত, তাহলে রাজনৈতিক সংগঠনের দরকার পড়ত না।”
তিনি আরো বলেন, “শিক্ষার্থীরা এখানে রাজনীতি করতে আসে না। তারা চায় শান্তিপূর্ণ পরিবেশে পড়তে। কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তা সেই পরিবেশকেই প্রশ্নবিদ্ধ করছে।”
তবে বিষয়টি নিয়ে ভিন্নমত পোষণ করে গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো.
শাখা ছাত্রশিবিরের কর্মীরা বলেন, “গণ বিশ্ববিদ্যালয় শুরু থেকেই রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন হিসেবে পরিচিত। আমরাও এই নীতিমালাকে সম্মান করে চলছি। আমাদের কার্যক্রম সবসময় ক্যাম্পাসের বাইরে। যদি কখনো বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রমের অনুমতি দেয়, তাহলেই আমরা কমিটি ঘোষণা করব, এখন নয়।”
তারা আরো বলেন, “গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রকাশ্য কমিটি ঘোষণাকে আমরা বিশ্ববিদ্যালয়ের নীতি ও পরিবেশের পরিপন্থি মনে করি। এখনই সময়, প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা গ্রহণ করে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা।”
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, “গণ বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা, এটি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে গড়া প্রতিষ্ঠান। উনি নিজেই রাজনীতি মুক্ত নীতিমালা তৈরি করে গেছেন। যারা সেটি লঙ্ঘন করছে, তারা আসলে ডা. জাফরুল্লাহর প্রতি অসম্মান দেখাচ্ছে। প্রশাসনের উচিত, ওই কমিটির কার্যক্রম থেকে সরে আসার আদেশ দেওয়া এবং ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন দিয়ে নেতৃত্ব চর্চার জায়গা তৈরি করা।”
তিনি আরো বলেন, “ছাত্ররাজনীতি গণতন্ত্র চর্চা ও নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখে। তবে গবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধ, তাই আমরা কখনো কমিটি দেইনি বা দেব না। আমরা চাই, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হোক এবং এর মাধ্যমেই নেতৃত্ব আসুক। সুস্থ ধারার রাজনীতি হোক, সেটাই ডা. জাফরুল্লাহর স্বপ্ন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতির সমালোচনা করে শিক্ষার্থীরা জানান, এটা ডা. জাফরুল্লাহ স্যারের স্বপ্নের প্রতিষ্ঠান। যেখানে কোনো রাজনৈতিক কার্যক্রমের স্থান নেই, সেখানে কিছু শিক্ষার্থী নিয়ম ভেঙে রাজনৈতিক কমিটি করছে। অথচ প্রশাসন চোখ বন্ধ করে আছে।
সাবেক শিক্ষার্থীরা জানান, ভর্তির সময় যেটা লিখে নেওয়া হয়েছে, আজ সেই চুক্তি কেউ মানছে না। এটা মেনে নেওয়া যায় না। আজ ছাত্রদল করলো, কাল অন্যরা করবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “ছাত্রদলের কমিটির বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ব্যারিস্টারের পরামর্শ অনুযায়ী প্রাথমিক নোটিশ জারি করেছি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরো বলেন, “নোটিশ সত্ত্বেও কেউ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সানজিদা/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট