পুতিনের সমালোচনা করার একদিন পর ইউক্রেন ব্যাপক ড্রোন হামলা
Published: 9th, July 2025 GMT
রাশিয়া রেকর্ড ৭২৮টি ড্রোন দিয়ে বুধবার ভোরে ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরো অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনা করার কয়েক ঘন্টা পরে এই হামলা চালানো হলো।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ড্রোন ও বিমান হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়অ। রাশিয়ার এই তীব্র হামলা যুদ্ধের এক বিপজ্জনক মুহূর্তে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মধ্যে ফেলেছে।
বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত ইউক্রেনীয় টেলিভিশনে জানিয়েছেন, কিয়েভের সামরিক বাহিনী প্রায় সব ড্রোন ভূপাতিত করেছে। তবে রাশিয়ার ছোড়া ছয়টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েকটি অনির্দিষ্ট ক্ষতি করেছে।
কর্মকর্তারা পশ্চিম ইউক্রেনে ড্রোনের হামলায় একজন নিহত হওয়ার খবর জানিয়েছেন। দোনেতস্ক অঞ্চলের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশে ড্রোন এবং বোমায় আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সামরিক বিমানঘাঁটিতে আঘাত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছিলেন, তিনি রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি বিলকে সমর্থন করার কথা বিবেচনা করছেন, যার মধ্যে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য রপ্তানি কিনবে এমন দেশগুলোর উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫