বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ নেই। দেশের মাটিতে জাতীয় দলের খেলা, তাতে আবার হামজা চৌধুরী, শমিত সোমদের মাঠে দেখার সুযোগ—সব মিলিয়ে ১০ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে টিকিটের চাহিদা আকাশচুম্বী।

শনিবার রাত ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয় ওয়েবসাইট Tickify.

live-এ। কিন্তু বিক্রির শুরুতেই দেখা দেয় জটিলতা। ওয়েবসাইটে ঢুকে বেশির ভাগ দর্শকই পরের ধাপে যেতে পারেননি। কাউকে আবার ঢুকতেই একাধিকবার চেষ্টা করতে হয়েছে। সবার একই অভিজ্ঞতা—সাদা পর্দায় ভেসে উঠেছে বার্তা: ‘503 Service Temporarily Unavailable’।

বিষয়টি নিয়ে আজ সকালে প্রথম আলোর কথা হয় বাফুফের কমপিটিশন কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউসের সঙ্গে। তিনি নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘গত সারা রাত আমরা এ নিয়ে কাজ করেছি। এখনো করছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা আজ সকাল ১১টার দিকে বলেছে—অনলাইনে আবার টিকিট কেনা যাবে দ্রুতই, আর কিছুক্ষণের মধ্যে তারা টিকিট বিক্রি শুরু করবে।’

কিন্তু সেই কিছুক্ষণ মানে কখন, কয় ঘণ্টা পর? এ নিয়ে প্রশ্ন করলে গোলাম গাউস পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি। শুধু বলেছেন কিছুক্ষণের মধ্যেই দেবে।
শনিবার রাতে পরিস্থিতি এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে, সঙ্গে সঙ্গে দুঃখপ্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের দাবি, সাইবার হামলার শিকার হয়েছে ওয়েবসাইটটি। তবে এই ‘সাইবার হামলা’ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা, শুধু বলেছে নতুন আপডেট খুব শিগগিরই দেওয়া হবে।

এদিকে ‘সাইবার ৭১’ এর ভাষ্য অনুযায়ী, কোনো অসাধু চক্র Tickify-এর সার্ভার নিয়ন্ত্রণে নিয়ে কালোবাজারে টিকিট বিক্রি করছে।’ তারা দাবি করেছে, Tickify প্ল্যাটফর্মে একসঙ্গে চার লাখ ব্যবহারকারী প্রবেশ করতে পারে। অথচ গতরাতে সর্বোচ্চ ৯,৭৮১ জন ব্যবহারকারী সার্ভারে ঢুকেছেন, কিন্তু ততক্ষণে বিক্রি হয়ে গেছে ১৭ হাজারের বেশি টিকিট।

সাইবার ৭১-র ভাষ্য, মোট টিকিট ছিল ২১,৭০০টি। এর মধ্যে বিক্রি হয়ে গেছে প্রায় ১৭,০০০। অথচ লগ ইন করেছে মাত্র ৯,৭৮১ জন। তাহলে অতিরিক্ত ৮,০০০ টিকিট কারা নিল? এটি পরিষ্কার ইঙ্গিত করে সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে কালোবাজারিদের মাধ্যমে টিকিট ছিনতাই হয়েছে। তারা বিষয়টি তদন্তের অনুরোধ জানিয়েছে বাফুফের প্রতি।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি ‘কিছুক্ষণের মধ্যে’ ফের শুরু, বললেন বাফুফে কর্মকর্তা

বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ নেই। দেশের মাটিতে জাতীয় দলের খেলা, তাতে আবার হামজা চৌধুরী, শমিত সোমদের মাঠে দেখার সুযোগ—সব মিলিয়ে ১০ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে টিকিটের চাহিদা আকাশচুম্বী।

শনিবার রাত ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয় ওয়েবসাইট Tickify.live-এ। কিন্তু বিক্রির শুরুতেই দেখা দেয় জটিলতা। ওয়েবসাইটে ঢুকে বেশির ভাগ দর্শকই পরের ধাপে যেতে পারেননি। কাউকে আবার ঢুকতেই একাধিকবার চেষ্টা করতে হয়েছে। সবার একই অভিজ্ঞতা—সাদা পর্দায় ভেসে উঠেছে বার্তা: ‘503 Service Temporarily Unavailable’।

বিষয়টি নিয়ে আজ সকালে প্রথম আলোর কথা হয় বাফুফের কমপিটিশন কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউসের সঙ্গে। তিনি নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘গত সারা রাত আমরা এ নিয়ে কাজ করেছি। এখনো করছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা আজ সকাল ১১টার দিকে বলেছে—অনলাইনে আবার টিকিট কেনা যাবে দ্রুতই, আর কিছুক্ষণের মধ্যে তারা টিকিট বিক্রি শুরু করবে।’

কিন্তু সেই কিছুক্ষণ মানে কখন, কয় ঘণ্টা পর? এ নিয়ে প্রশ্ন করলে গোলাম গাউস পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি। শুধু বলেছেন কিছুক্ষণের মধ্যেই দেবে।
শনিবার রাতে পরিস্থিতি এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে, সঙ্গে সঙ্গে দুঃখপ্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের দাবি, সাইবার হামলার শিকার হয়েছে ওয়েবসাইটটি। তবে এই ‘সাইবার হামলা’ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা, শুধু বলেছে নতুন আপডেট খুব শিগগিরই দেওয়া হবে।

এদিকে ‘সাইবার ৭১’ এর ভাষ্য অনুযায়ী, কোনো অসাধু চক্র Tickify-এর সার্ভার নিয়ন্ত্রণে নিয়ে কালোবাজারে টিকিট বিক্রি করছে।’ তারা দাবি করেছে, Tickify প্ল্যাটফর্মে একসঙ্গে চার লাখ ব্যবহারকারী প্রবেশ করতে পারে। অথচ গতরাতে সর্বোচ্চ ৯,৭৮১ জন ব্যবহারকারী সার্ভারে ঢুকেছেন, কিন্তু ততক্ষণে বিক্রি হয়ে গেছে ১৭ হাজারের বেশি টিকিট।

সাইবার ৭১-র ভাষ্য, মোট টিকিট ছিল ২১,৭০০টি। এর মধ্যে বিক্রি হয়ে গেছে প্রায় ১৭,০০০। অথচ লগ ইন করেছে মাত্র ৯,৭৮১ জন। তাহলে অতিরিক্ত ৮,০০০ টিকিট কারা নিল? এটি পরিষ্কার ইঙ্গিত করে সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে কালোবাজারিদের মাধ্যমে টিকিট ছিনতাই হয়েছে। তারা বিষয়টি তদন্তের অনুরোধ জানিয়েছে বাফুফের প্রতি।

সম্পর্কিত নিবন্ধ