বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি ‘কিছুক্ষণের মধ্যে’ ফের শুরু, বললেন বাফুফে কর্মকর্তা
Published: 25th, May 2025 GMT
বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ নেই। দেশের মাটিতে জাতীয় দলের খেলা, তাতে আবার হামজা চৌধুরী, শমিত সোমদের মাঠে দেখার সুযোগ—সব মিলিয়ে ১০ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে টিকিটের চাহিদা আকাশচুম্বী।
শনিবার রাত ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয় ওয়েবসাইট Tickify.
বিষয়টি নিয়ে আজ সকালে প্রথম আলোর কথা হয় বাফুফের কমপিটিশন কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউসের সঙ্গে। তিনি নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘গত সারা রাত আমরা এ নিয়ে কাজ করেছি। এখনো করছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা আজ সকাল ১১টার দিকে বলেছে—অনলাইনে আবার টিকিট কেনা যাবে দ্রুতই, আর কিছুক্ষণের মধ্যে তারা টিকিট বিক্রি শুরু করবে।’
কিন্তু সেই কিছুক্ষণ মানে কখন, কয় ঘণ্টা পর? এ নিয়ে প্রশ্ন করলে গোলাম গাউস পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি। শুধু বলেছেন কিছুক্ষণের মধ্যেই দেবে।
শনিবার রাতে পরিস্থিতি এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে, সঙ্গে সঙ্গে দুঃখপ্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের দাবি, সাইবার হামলার শিকার হয়েছে ওয়েবসাইটটি। তবে এই ‘সাইবার হামলা’ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা, শুধু বলেছে নতুন আপডেট খুব শিগগিরই দেওয়া হবে।
এদিকে ‘সাইবার ৭১’ এর ভাষ্য অনুযায়ী, কোনো অসাধু চক্র Tickify-এর সার্ভার নিয়ন্ত্রণে নিয়ে কালোবাজারে টিকিট বিক্রি করছে।’ তারা দাবি করেছে, Tickify প্ল্যাটফর্মে একসঙ্গে চার লাখ ব্যবহারকারী প্রবেশ করতে পারে। অথচ গতরাতে সর্বোচ্চ ৯,৭৮১ জন ব্যবহারকারী সার্ভারে ঢুকেছেন, কিন্তু ততক্ষণে বিক্রি হয়ে গেছে ১৭ হাজারের বেশি টিকিট।
সাইবার ৭১-র ভাষ্য, মোট টিকিট ছিল ২১,৭০০টি। এর মধ্যে বিক্রি হয়ে গেছে প্রায় ১৭,০০০। অথচ লগ ইন করেছে মাত্র ৯,৭৮১ জন। তাহলে অতিরিক্ত ৮,০০০ টিকিট কারা নিল? এটি পরিষ্কার ইঙ্গিত করে সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে কালোবাজারিদের মাধ্যমে টিকিট ছিনতাই হয়েছে। তারা বিষয়টি তদন্তের অনুরোধ জানিয়েছে বাফুফের প্রতি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিকিউরিটি আইন লঙ্ঘন: তানিয়া ও মাহবুব ৫ বছরের জন্য নিষিদ্ধ
সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া শারমিন এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেকপ্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ. মজুমদারকে ৫ বছরের জন্য পুঁজিবাজার সম্পর্কিত যেকোনো কার্যকলাপ থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রিং শাইন টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ইস্যু ব্যবস্থাপনা কার্যক্রমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর বিধানগুলো গুরুতর লঙ্ঘনের অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
গত ১০ জুলাই বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি নিষেধাজ্ঞার আদেশ জারি করা হয়েছে।
আরো পড়ুন:
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানিয়া শারমিন এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ. মজুমদারের কর্মকাণ্ড রিং শাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও ইস্যু ব্যবস্থাপনা কার্যক্রমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর বিধানগুলোর গুরুতর লঙ্ঘন করেছে। এই অধ্যাদেশের আরো লঙ্ঘন ঘটাতে পারে, যা বাংলাদেশের পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়নকে বিরূপভাবে প্রভাবিত করছে ও করবে।
যেহেতু কমিশন মনে করে, তানিয়া শারমিন এবং কর্মকর্তা মাহবুব এইচ. মজুমদারকে বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কিত যেকোনো কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
আদেশে আরো উল্লেখ করা হয়েছে, তানিয়া শারমিন এবং মাহবুব এইচ. মজুমদারকে এই আদেশ জারির তারিখ থেকে ৫ বছরের জন্য বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কিত যে কোনো দায়িত্ব বা কার্যকলাপ থেকে বিরত রাখার নির্দেশ দিচ্ছে। কমিশন বর্তমান বাজার মধ্যস্থতাকারী এবং ভবিষ্যতের যেকোনো মধ্যস্থতাকারী, তালিকাভুক্ত কোম্পানি বা ভবিষ্যতের তালিকাভুক্ত কোম্পানি এবং সিকিউরিটিজ আইন, নিয়ম ও প্রবিধানের তত্ত্বাবধানে থাকা অন্য যেকোনো ব্যবসায়িক সত্তাকে উক্ত সময়ের জন্য যেকোনো দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছে।
ঢাকা/এনটি/বকুল