স্ট্যান্ডার্ড সিরামিকের ৯ মাসে লোকসান কমেছে ১৯.৭৯ শতাংশ
Published: 18th, June 2025 GMT
পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) ও নয় মাসে (জুলাই, ২০২৪ থেকে মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নয় মাসে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে ১৯.
বুধবার (১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (১৭ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৩২) টাকা। আগের অর্থবছরের একই সঙ্গে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (৩.২৬) টাকা। ফলে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে (০.৯৪) টাকা বা ২৮.৮৩ শতাংশ।
এদিকে, তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১২.২৮) টাকা। আগের অর্থবছরের একই সঙ্গে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১৫.৩১) টাকা। ফলে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে (৩.০৩) টাকা বা ১৯.৭৯ শতাংশ।
২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৫০.১২)।
ঢাকা/এনটি/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্র্যাকে জেলা পর্যায়ে ম্যানেজার নিয়োগ, স্নাতকে আবেদন
দেশের অন্যতম বড় বেসরকারি সংস্থা ব্র্যাক জেলা পর্যায়ে নতুন ম্যানেজার নিয়োগ দেবে। সংস্থাটি তাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিটেইল সেলস বিভাগে ‘ডিস্ট্রিক্ট ম্যানেজার’ পদে জনবল নেবে। পদের সংখ্যা নির্ধারিত না হলেও নারী ও পুরুষ উভয় প্রার্থীকেই আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরিটি পূর্ণকালীন ও দেশের যেকোনো জেলায় কর্মস্থল হতে পারে। বয়সসীমা নির্ধারণ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
উল্লেখ্য, ব্র্যাক দেশে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
একনজরে চাকরির বিবরণপ্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
বিভাগের নাম: রিটেইল সেলস, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম
পদের নাম: ডিস্ট্রিক্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৩ বছর
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদনের নিয়ম: এই লিংকে ক্লিক করে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
আবেদনের শেষ সময়: ৭ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুন৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে৩১ জুলাই ২০২৫