বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তির উপলক্ষকে স্মরণ করে উদযাপন করতে বড় আয়োজন হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল শনিবার থেকে পাঁচ বিভাগীয় শহর ও রাজধানী মিরপুরে হবে ‘ক্রিকেট কার্নিভ্যাল’ শীর্ষক সিক্স-এ-সাইড অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট। এক দিনব্যাপী এসব আয়োজনে থাকবে ছোট দৈর্ঘ্যের ম্যাচ ও চিত্র প্রদর্শনী। ‘তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার’ প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যও এই রজতজয়ন্তী উদ্যাপনকে কাজে লাগাতে চাইছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ‘প্যারেন্টাল/ফ্রি ফর অল কোচিং সেন্টার’ নামের আয়োজনের মাধ্যমে আগ্রহী অভিভাবকদের ক্রিকেট কৌশল ও খেলার মূল ধারণা সম্পর্কে ধারণা দেওয়া হবে।

২০০০ সালের ২৬ জুন দশম দল হিসেবে আইসিসি থেকে টেস্ট খেলার চূড়ান্ত অনুমোদন পেয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে নভেম্বরে ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে বাংলাদেশ। যে টেস্টে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন আমিনুল ইসলাম। কাকতলীয়ভাবে তার হাত ধরেই এবার রজতজয়ন্তী উদযাপন করবে বাংলাদেশ।

২১ জুন খুলনা থেকে শুরু হবে রজতজয়ন্তীর এই আয়োজন। পরবর্তীতে রাজশাহী (২২ জুন), সিলেট (২৩ জুন), চট্টগ্রাম (২৪ জুন), ঢাকার রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স (২৫ জুন) এবং রংপুর ও বরিশাল (২৮ জুন) পর্যন্ত ছড়িয়ে পড়বে এই উদযাপন।

একই সময়ে স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য পেসার ও স্পিনার হান্টের আয়োজনও করা হবে।শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে এতে অংশ নেওয়া যাবে। প্রতিটি ভেন্যুতে একটি করে কমেন্ট্রি বুথও থাকবে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্তের ভিডিওগুলো সেখানে উপস্থাপন করা হবে। আগ্রহী দর্শকরা চাইলে ভিডিওর ওপর ধারাভাষ্য দিতে পারবেন।

টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তগুলোর ছবি আঁকার জন্য একটি ছবি আঁকা প্রতিযোগিতারও আয়োজন করছে বিসিবি। দর্শকদের জন্য থাকবে হিট দ্য স্টাম্প চ্যালেঞ্জ। এ ছাড়া দর্শকরা চাইলে ‘গুড লাক উইশ’ বোর্ডে নিজেরা তাঁদের বিশেষ বার্তা ও শুভকামনা জানিয়ে যেতে পারবেন।

আগামী ২৬ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে কেন্দ্রীয় অনুষ্ঠান, নাম দেওয়া হয়েছে- ‘বাংলাদেশের ২৫ বছর টেস্ট ক্রিকেট যাত্রার উদযাপন’। সংবর্ধনা ছাড়াও প্রথম টেস্ট ঘিরে স্মৃতিচারণ করতে পারবেন সেই সময়কার খেলোয়াড় ও কর্মকর্তারা। এ উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে তাদের মতবিনিময় পর্বও থাকবে। উপস্থিত থাকবেন বাংলাদেশের হয়ে টেস্ট খেলা বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও। আয়োজনের অংশ হিসেবে হতে পারে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বা সঙ্গীতানুষ্ঠান।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর রজতজয়ন ত র জন য

এছাড়াও পড়ুন:

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির দুপক্ষের পৃথক বিজয় মিছিল, সংঘাতের শঙ্কা

গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে বিজয় মিছিল করার উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি। এর মধ্য দিয়ে জেলা বিএনপির বিভক্তি আবার প্রকাশ্যে এল। আগামীকাল বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। প্রায় একই সময়ে জেলা বিএনপির দুই পক্ষের দুটি মিছিল একই পথ দিয়ে যাওয়ায় সংঘাতের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির উভয় অংশের নেতা-কর্মীরা।

একটি মিছিলের নেতৃত্ব দেবেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া। অপর মিছিলের নেতৃত্ব দেবেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খানসহ আহ্বায়ক কমিটির পাঁচ যুগ্ম আহ্বায়ক।

বুধবার জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের নেতৃত্বে একটি মিছিল জেলা ও মহানগর বিএনপির ব্যানারে বিকেল চারটার দিকে শহরের ব্রহ্মসমাজ সড়কে অবস্থিত সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মুজিব সড়ক ধরে ইমাম উদ্দিন আহমাদ স্কয়ার হয়ে গোরস্তানের মোড়, হাজরাতলার মোড়, ভাঙ্গা রাস্তার মোড় দিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে একাত্তরের শহীদদের নামসংবলিত বেদির সামনে গিয়ে শেষ হওয়ার কথা।

অন্যদিকে পাঁচ যুগ্ম আহ্বায়কের নেতৃত্বের মিছিলটিও হবে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে। এটি বেলা তিনটার দিকে ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলের সামনে থেকে শুরু হওয়ার কথা। মিছিলটি মুজিব সড়ক ধরে জেনারেল হাসপাতালের সামনে দিয়ে জনতা ব্যাংকের মোড় হয়ে ইমামউদ্দিন আহমাদ স্কয়ারে গিয়ে শেষ হওয়ার কথা।

আয়োজনকারী দুটি মিছিলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুটি মিছিলেই কয়েক হাজার মানুষের সমাগম ঘটবে। প্রায় একই সময়ে বিএনপির দুই পক্ষের দুটি মিছিল নিয়ে সংঘর্ষ কিংবা সংঘাতের পরিবেশ সৃষ্টি হতে পারে বলে নেতা–কর্মীরা আশঙ্কা করছেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা বিএনপির বিভক্তির ইতিহাস অনেক পুরোনো। তবে কেন্দ্রীয় নির্দেশে গত ১২ জুলাইয়ের মধ্যে জেলার সম্মেলন আয়োজন করতে না পারায় এ বিরোধ আবার নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে।

গত ২ জুন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে চিঠি দিয়ে ইউনিটগুলোর সমন্বয়ে ১২ জুলাইয়ের মধ্যে জেলার সম্মেলন আয়োজনের নির্দেশ দেন। এবং এ আয়োজন ব্যর্থ হলে জেলা ও মহানগর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হবে বলে তিনি জানান। তবে ১২ জুলাইয়ের মধ্যে সম্মেলন আয়োজন করা যায়নি।

এ পরিপ্রেক্ষিতে ৩ আগস্ট জেলার সম্মেলন আয়োজনের জন্য তিন মাস সময় চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানান আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া। এর আগে গত ৬ জুলাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পাঁচ যুগ্ম আহ্বায়কসহ ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ১৫ জন সদস্য বিএনপির কমিটিকে ‘মেয়াদোত্তীর্ণ’ হিসেবে আখ্যায়িত করে জেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠনের অনুরোধ জানান। তবে কেন্দ্রীয় বিএনপি এ দুটি বিষয়ে আজ মঙ্গলবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

আগামীকাল বুধবার দুই ভাগে বিভক্ত হয়ে বিজয় মিছিল করার বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া বলেন, ‘এ বিজয় মিছিলের জন্য প্রস্তুতি সভা করেছি। সেখানে বিএনপির সব সহযোগী সংগঠনকে যোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছি। তারপরও একই নামে আরেকটি বিজয় মিছিলের আয়োজন কেন করা হলো তা আমার বোধগম্য নয়।’ তবে প্রায় একই সময়ে একই ব্যানারে দুটি মিছিলের আয়োজন করা হলেও কোনো সংঘাত কিংবা সহিংসতা ঘটবে না বলে তিনি মনে করেন।

পাঁচ যুগ্ম আহ্বায়কের একজন সৈয়দ জুলফিকার হোসেন বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ২ জুনের চিঠি অনুযায়ী ১২ জুলাইয়ের মধ্যে জেলা সম্মেলন আয়োজনে ব্যর্থ হওয়ায় জেলা বিএনপির কোনো অস্তিত্ব নেই। আমরা জেলা বিএনপির কমিটিকে বৈধ মনে করি না বিধায় পৃথক এ আয়োজন করেছি।’ প্রায় একই সময়ে দুটি মিছিল শহরের এক পথ দিয়ে গেলে সংঘাত হওয়ার সুযোগ থাকলেও সংঘাত হবে না বলে তিনি আশাবাদী।

সম্পর্কিত নিবন্ধ

  • রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে জুলাই গণঅভ্যুত্থান
  • গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির দুপক্ষের পৃথক বিজয় মিছিল, সংঘাতের শঙ্কা
  • জার্মানিতে বসবাসরত শাবিপ্রবি’র সাবেক শিক্ষার্থীদের পুর্নিমিলনী অনুষ্ঠিত
  • গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি-সমাজ ও সংস্কৃতির আকাঙ্ক্ষা
  • গণমাধ্যমগুলোতে মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে: টিআইবি
  • এনসিপি ‘কিংস পার্টি’, তাদের দুজন সরকারে: টিআইবির নির্বাহী পরিচালক
  • আইনের সংস্কার দূরে থাকুক, এ পর্যন্ত তথ্য ও মানবাধিকার কমিশন গঠিত হয়নি: ইফতেখারুজ্জামান
  • অনবদ্য গানে অমর কিশোর কুমার
  • জাবিতে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি নীতিমালা বাস্তবায়নের দাবি
  • চবি শিক্ষার্থীদের প্রত্যাশায় ছাত্র সংসদ