ইরানের সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা স্থাপনা ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক উপ-গভর্নর।

শনিবার এই তথ্য দিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স‌।

ইরানের ইসফাহান প্রদেশের আরও কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে বলে জানানো হলেও, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাদেশিক উপ-গভর্নরের বরাতে ফার্স‌ জানায়, ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশিরভাগ অংশ প্রতিহত করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ফার্স জানিয়েছে, বিস্ফোরণের শব্দের অধিকাংশই ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় প্রতিক্রিয়া থেকে এবং বাকিগুলো ছিল শত্রুপক্ষের হামলার।

নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা আরও জানান, হামলার কারণে কোনো ক্ষতিকর পদার্থের গ্যাস বা বিকিরণ ছড়ায়নি। তবে সাধারণ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে উদ্ধার ও জরুরি ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়।

আধা-সরকারি মেহের সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইসফাহানের গভর্নরের কার্যালয়ের নিরাপত্তা ও আইন প্রয়োগ বিষয়ক উপ-প্রধান আকবর সালেহি জানিয়েছেন, ইসরায়েল প্রদেশটির একাধিক স্থানে হামলা চালালেও তেল শোধনাগার লক্ষ্যবস্তু ছিল না।

প্রসঙ্গত, সংঘাতের শুরুতেই ইসরায়েল ইসফাহানের পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রে হামলা চালিয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তার দাবি অনুযায়ী, তখন ওই স্থাপনাটি ব্যাপক ক্ষতির শিকার হয়। তবে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ক্ষয়ক্ষতি সীমিত ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, সেখানে চারটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য ল ইসর য

এছাড়াও পড়ুন:

এনটিএমসির নতুন ডিজি মেজর জেনারেল ওসমান সরোয়ার

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক (ডিজি) হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার।

রবিবার (৯ নভেম্বর) তাকে এই পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরো পড়ুন:

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো জোরদারে আশাবাদী 

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

তিনি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন। মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লাকে এনটিএমসির মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ