জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ২৩ জুন শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব-২০২৫ ’। যৌথভাবে আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই উৎসবের প্রতিপাদ্য বিষয়, ‘হয়ার স্টোরিজ টেক ফ্লাইট’। উৎসবে ৬৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

তিন দিনব্যাপী এই উৎসব জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ ছাড়া গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি ভেন্যুতেও রয়েছে বিশেষ প্রদর্শনী। প্রতিযোগিতা বিভাগে থাকবে ২টি ক্যাটাগরি এবং দেওয়া হবে ৩টি পুরস্কার। একই সঙ্গে থাকবে অপ্রতিযোগিতা বিভাগের ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শন। এ ছাড়া থাকছে চলচ্চিত্রবিষয়ক ২টি মাস্টারক্লাস।
প্রতিযোগিতা বিভাগের ১৫ মিনিটের দৈর্ঘ্য বিভাগে ৩৯টি এবং ৫ মিনিটের দৈর্ঘ্য বিভাগে ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং অপ্রতিযোগিতা বিভাগে ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। দুটি প্রতিযোগিতা ক্যাটাগরিতে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং একটি ক্যাটাগরিতে সেরা পরিচালককে পুরস্কৃত করা হবে। বিচারক হিসেবে আছেন চলচ্চিত্র–বিশ্লেষক বিধান রিবেরু, পরিচালক ও লেখক সৈয়দ আহমেদ শাওকী এবং চলচ্চিত্র–বিশ্লেষক ও সাংবাদিক সাদিয়া খালেদ।
২৩ জুন ‘প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব-২০২৫’–এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটরিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানের পরবর্তী সময়ে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত প্রদর্শিত হবে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্টের ভিসি রুমে প্রদর্শিত হবে নির্বাচিত সিনেমা।
২৪ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটরিয়ামে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্টের ভিসি রুমে চলবে চলচ্চিত্রবিষয়ক মাস্টারক্লাস। মাস্টারক্লাসটি পরিচালনা করবেন তরুণ নারী নির্মাতা রাকা নোশিন।

আরও পড়ুনকার্লোভি ভেরি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বালুর নগরীতে’০৪ জুন ২০২৫

২৫ জুন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চলবে ‘প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব-২০২৫’–এর সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে থাকছে পুরস্কার বিতরণী এবং বিজয়ী চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্র ব্যক্তিত্বরা। এ ছাড়া সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভেন্যুতে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর বিশেষ প্রদর্শনী।
উৎসব কমিটির সভাপতি হিসেবে আছেন জবি চলচ্চিত্র সংসদের সভাপতি আদনান মাহমুদ সৈকত, উৎসব পরিচালক হিসেবে আছেন জবি চলচ্চিত্র সংসদের কোষাধ্যক্ষ রাগীব শাহরিয়ার সৈকত এবং প্রধান সমন্বয়ক হিসেবে আছেন জবি চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চলচ চ ত র প রদর শ চলচ চ ত র উৎসব ল দ শ শ ল পকল অন ষ ঠ ন এক ড ম

এছাড়াও পড়ুন:

বেসরকারি ব্যাংকে নিয়োগ, স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদন

বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার টু ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট’ পদে জনবল নিয়োগ দেবে। ট্রেজারি ব্যাক অফিসার বিভাগের নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি গতকাল সোমবার (৪ আগস্ট) প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি সিনিয়র এক্সিকিউটিভ অফিসার টু ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কতজন নেবে তা নির্ধারিত নয়।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

অভিজ্ঞতা: ৮ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

আবেদনে বয়স: ৪৫ বছর

কর্মস্থল: ঢাকা

আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, ১৯০ পদে আবেদন শুরু০৪ আগস্ট ২০২৫

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক https://jobs.bdjobs.com/jobdetails/?id=1392697&fcatId=2&ln=1 করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরও পড়ুনপূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার০৩ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নিয়োগ, ৫ পদে নেবে ১৫৫ জন
  • আজ টিভিতে যা দেখবেন (৬ আগস্ট ২০২৫)
  • অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার সম্মানে ‘রেভফেস্ট-২০২৫’ কনসার্ট
  • বেসরকারি ব্যাংকে নিয়োগ, স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদন
  • অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ
  • প্রত্যাশা কি মেটাতে পারছেন রাজনীতিবিদেরা
  • আড়াইহাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা
  • ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানকে তারুণ্যের উৎসব পালনে নির্দেশনা
  • তারুণ্যের উৎসবে যোগ দিতে সব ব্যাংককে নির্দেশ
  • ৫ আগস্ট বন্ধ থাকবে পোশাক কারখানা