হাজারো সাইট ও লিঙ্কে ক্লিক করার অভ্যাস থেকে বিরত থাকার চর্চা জরুরি। স্মার্টফোন মানেই লাখো অ্যাপের সমাহার। যেখানে প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় অ্যাপে সয়লাব হয়ে থাকে স্টোর। প্রতিদিন লিঙ্কের ফাঁদে লুকিয়ে থাকা ক্ষতিকর ভাইরাস ছড়ায়। নিজের অজান্তেই সব নিরাপত্তা ভেদ করে অনায়াসে ঢুকে পড়ে ক্ষতিকর সব সফটওয়্যার। সমস্যা থেকে প্রকৃত অর্থে মুক্তি পেতে বিশেষ পরামর্শ দিয়েছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে অন্তত কিছুদিন ফোন রিস্টার্টের অভ্যাস করা শ্রেয়। ফলে নিজের অজান্তে যে ভাইরাস স্মার্টফোনে লুকিয়ে আছে বা ম্যালিসিয়াস সফটওয়্যার চলছে, তা বন্ধ হয়ে যাবে। হ্যাকিং বা ফিশিংয়ের হাত থেকে নিজের স্মার্টফোনকে সুরক্ষা দিতে পারবেন সহজে। যদিও শুধু রিস্টার্ট করলেই কাজ শেষ নয়, মেনে চলতে হবে আরও কিছু সুনির্দিষ্ট কৌশল।
সিকিউরিটি এজেন্সির পরামর্শ, হ্যাকিং থেকে সুরক্ষার সবচেয়ে সহজ ও কার্যকর কৌশলই হচ্ছে প্রতিদিন নিজের ব্যবহৃত ফোনটি সুযোগ বুঝে কিছুটা সময় বন্ধ রাখা। ফলে সম্ভাব্য হ্যাকিং বাধাগ্রস্ত হবে। আবার ফোনে যদি কোনো লুকানো ভাইরাস সচল থাকে, তার অ্যাকসেস নিষ্ক্রিয় হয়ে পড়বে। ফলে ফোনের ওপর থেকে সাইবার চক্র আপাতত নিয়ন্ত্রণ হারাবে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে অন্তত কয়েকবার ফোন বন্ধ 
রাখলে অনাকাঙ্ক্ষিত বহু সমস্যা থেকে তাৎক্ষণিক রেহাই পাওয়া সম্ভব।
হ্যাকিং কাজে সফল হতে সাইবার চক্র বহুমাত্রিক কৌশলে ফাঁদ পেতে রাখে।
এখন ক্লিক ছাড়াই (জিরো ক্লিক) ম্যালিসিয়াস সফটওয়্যার ইনস্টল হয়ে পড়ে। আদতে ক্লিক ছাড়াই ভাইরাস ইনস্টল হয়ে যায়। ভাইরাসটি ফোনে একবার প্রবেশ করলে ক্ষতি প্রায় নিশ্চিত।
নিজের ফোনে থাকা নিরাপত্তা সিস্টেমকে পাশ কাটিয়ে ওয়াইফাই নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি অচল করে দেয়।
অন্যদিকে, অ্যাপে জমে থাকা মেসেজের ছবি
ও ভিডিও ফাইলে অতি গোপনে নজরদারি
শুরু করে ম্যালিসিয়াস অ্যাপ। এ থেকে পরিত্রাণ পেতে সপ্তাহে একবার ফোন রিস্টার্ট করার পরামর্শ দিয়েছে নিরাপত্তা সংস্থা। রিস্টার্ট করলে স্মার্টফোনে জমে থাকা ক্ষতিকর ভাইরাস নিষ্ক্রিয় হয়ে পড়ে। বিশেষ সুফল হচ্ছে, স্মার্টফোনে থাকা নিরাপত্তা সিস্টেম হ্যাকাররা কোনোভাবেই বাইপাস করার সুযোগ পাবে না। অন্যদিকে, অপারেটিং সিস্টেম সর্বশেষ সংস্করণ নিয়মিত আপডেট রাখার তাগিদ
দিয়েছেন বিশেষজ্ঞরা।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

টেকনোনেক্সট সফটওয়্যারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়

ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে জরুরিভিত্তিতে শতাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়োগ করা হবে। 

প্রাসঙ্গিক শিক্ষাগত পটভূমিসহ ডোমেইনের তালিকা:

১. হোটেল বুকিং প্ল্যাটফর্ম
২. ই-কমার্স প্ল্যাটফর্ম (B2B এবং B2C)
৩. রিটেইল সফটওয়্যার
৪. হোম সার্ভিসেস প্ল্যাটফর্ম
৫. রিয়েল এস্টেট পোর্টাল
৬. লজিস্টিকস ম্যানেজমেন্ট সিস্টেম
৭. ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম (ক্রয়, বিক্রয়, সঞ্চয়)
৮. রেমিট্যান্স সফটওয়্যার
৯. অনলাইন স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম
১০. পেমেন্ট গেটওয়ে সিস্টেম (PSO/PSP)
১১. অ্যাকাউন্টিং এবং MIS সফটওয়্যার
১২. এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার
১৩. অনলাইন ফার্মেসি (B2B এবং B2C)
১৪. ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যাটফর্ম
১৫. হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার
১৬. এগ্রিটেক পোর্টাল

পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সফটওয়্যার ইঞ্জিনিয়ার 
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক (বিএসসি)/ তথ্য প্রযুক্তি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক
অভিজ্ঞতা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২-৪ বছরের অভিজ্ঞতা

পদের নাম: সিনিয়র বিজনেস এনালিস্ট 
শিক্ষাগত যোগ্যতা: পদ: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। 
অভিজ্ঞতা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা

পদের নাম: বিজনেস এনালিস্ট 
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। 
অভিজ্ঞতা: সফটওয়্যার ইঞ্জিনিয়ার অভিজ্ঞতার প্রয়োজন নেই

১ থেকে ১১ নাম্বার ডোমেইন লিস্টের জন্য মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।

১২ নাম্বার ডোমেইন লিস্টের জন্য মানব সম্পদে স্নাতক ডিগ্রি, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখা
১৩ নং ডোমেইন লিস্ট এর জন্য-বিজ্ঞাপন, ফার্মেসি অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৪ নাম্বার ডোমেইন লিস্টের জন্য বিজ্ঞাপন, ব্যাংকিং এবং বীমা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৫ নাম্বার ডোমেইন লিস্টের জন্য বিজ্ঞাপন, হাসপাতাল ব্যবস্থাপনা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৬ নাম্বার ডোমেইন লিস্টের জন্য কৃষি, পশুচিকিৎসা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি

চাকরির অবস্থা: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে কর্মরত
কর্মক্ষেত্র: ঢাকা

সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সফট ওয়্যার ইঞ্জিনিয়ার এর জন্য এপ্লিকেশন লিংক:  
https://forms.gle/xCqWEuf6n4PhPseHA

সিনিয়র বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক: 
https://forms.gle/Fax2bDPKHbjjzEwQ8

বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক:  
https://forms.gle/9R5sXxFxpy1VcaSp9

আপনি কেন টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে যোগ দিবেন?
প্রতিযোগিতামূলক বেতন (দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে) 
ব্রেকফাস্ট এবং লাঞ্চ সম্পূর্ণ ফ্রি 
বার্ষিক বেতন পর্যালোচনা (পারফরমেন্স-ভিত্তিক) 
উৎসব বোনাস: প্রতি বছর ২টি 
স্বাস্থ্য বীমা (পারিবারিক কভারেজ) 
শিক্ষাবান্ধব পরিবেশ 
সপ্তাহান্তে ছুটি: শুক্র এবং শনিবার 
ছুটির নীতি (অর্জিত, অসুস্থ এবং নৈমিত্তিক ছুটি ইত্যাদি)

তারা//

সম্পর্কিত নিবন্ধ

  • প্রাইডসিস আইটির তৈরি ইআরপি সফটওয়্যার ব্যবহার করবে কারুপণ্য রংপুর
  • ইবিতে স্নাতক পাসের ১ বছর পরও মিলছে না নম্বরপত্র
  • টেকনোনেক্সট সফটওয়্যারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়