হাজারো সাইট ও লিঙ্কে ক্লিক করার অভ্যাস থেকে বিরত থাকার চর্চা জরুরি। স্মার্টফোন মানেই লাখো অ্যাপের সমাহার। যেখানে প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় অ্যাপে সয়লাব হয়ে থাকে স্টোর। প্রতিদিন লিঙ্কের ফাঁদে লুকিয়ে থাকা ক্ষতিকর ভাইরাস ছড়ায়। নিজের অজান্তেই সব নিরাপত্তা ভেদ করে অনায়াসে ঢুকে পড়ে ক্ষতিকর সব সফটওয়্যার। সমস্যা থেকে প্রকৃত অর্থে মুক্তি পেতে বিশেষ পরামর্শ দিয়েছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে অন্তত কিছুদিন ফোন রিস্টার্টের অভ্যাস করা শ্রেয়। ফলে নিজের অজান্তে যে ভাইরাস স্মার্টফোনে লুকিয়ে আছে বা ম্যালিসিয়াস সফটওয়্যার চলছে, তা বন্ধ হয়ে যাবে। হ্যাকিং বা ফিশিংয়ের হাত থেকে নিজের স্মার্টফোনকে সুরক্ষা দিতে পারবেন সহজে। যদিও শুধু রিস্টার্ট করলেই কাজ শেষ নয়, মেনে চলতে হবে আরও কিছু সুনির্দিষ্ট কৌশল।
সিকিউরিটি এজেন্সির পরামর্শ, হ্যাকিং থেকে সুরক্ষার সবচেয়ে সহজ ও কার্যকর কৌশলই হচ্ছে প্রতিদিন নিজের ব্যবহৃত ফোনটি সুযোগ বুঝে কিছুটা সময় বন্ধ রাখা। ফলে সম্ভাব্য হ্যাকিং বাধাগ্রস্ত হবে। আবার ফোনে যদি কোনো লুকানো ভাইরাস সচল থাকে, তার অ্যাকসেস নিষ্ক্রিয় হয়ে পড়বে। ফলে ফোনের ওপর থেকে সাইবার চক্র আপাতত নিয়ন্ত্রণ হারাবে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে অন্তত কয়েকবার ফোন বন্ধ 
রাখলে অনাকাঙ্ক্ষিত বহু সমস্যা থেকে তাৎক্ষণিক রেহাই পাওয়া সম্ভব।
হ্যাকিং কাজে সফল হতে সাইবার চক্র বহুমাত্রিক কৌশলে ফাঁদ পেতে রাখে।
এখন ক্লিক ছাড়াই (জিরো ক্লিক) ম্যালিসিয়াস সফটওয়্যার ইনস্টল হয়ে পড়ে। আদতে ক্লিক ছাড়াই ভাইরাস ইনস্টল হয়ে যায়। ভাইরাসটি ফোনে একবার প্রবেশ করলে ক্ষতি প্রায় নিশ্চিত।
নিজের ফোনে থাকা নিরাপত্তা সিস্টেমকে পাশ কাটিয়ে ওয়াইফাই নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি অচল করে দেয়।
অন্যদিকে, অ্যাপে জমে থাকা মেসেজের ছবি
ও ভিডিও ফাইলে অতি গোপনে নজরদারি
শুরু করে ম্যালিসিয়াস অ্যাপ। এ থেকে পরিত্রাণ পেতে সপ্তাহে একবার ফোন রিস্টার্ট করার পরামর্শ দিয়েছে নিরাপত্তা সংস্থা। রিস্টার্ট করলে স্মার্টফোনে জমে থাকা ক্ষতিকর ভাইরাস নিষ্ক্রিয় হয়ে পড়ে। বিশেষ সুফল হচ্ছে, স্মার্টফোনে থাকা নিরাপত্তা সিস্টেম হ্যাকাররা কোনোভাবেই বাইপাস করার সুযোগ পাবে না। অন্যদিকে, অপারেটিং সিস্টেম সর্বশেষ সংস্করণ নিয়মিত আপডেট রাখার তাগিদ
দিয়েছেন বিশেষজ্ঞরা।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র মূল্যায়নের বিল এন্ট্রি ও বিল বিবরণী, ৯টি নিয়ম প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০২৩–এর বিল সফটওয়ারের মাধ্যমে প্রধান পরীক্ষক কর্তৃক উত্তরপত্র মূল্যায়নের বিল এন্ট্রি ও বিল বিবরণী পাঠানোর দরকারি ৯টি নিয়ম প্রকাশ করেছে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর।

বিল বিবরণী পাঠানোর নিয়ম

১. শুধু প্রধান পরীক্ষকেরা নিচের লিংকের মাধ্যমে সফটওয়ারে প্রবেশ করে প্রধান পরীক্ষকসহ তাঁর অধীনে নিরীক্ষক ও পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের বিল দাখিল করবেন।

২. প্রধান পরীক্ষক কর্তৃক বিল এন্ট্রি ও বিল বিবরণীর তথ্য পাঠানোর জন্য কলেজের নিবন্ধিত ই-মেইল Address ব্যবহার করে সফটওয়ারে প্রবেশ করতে হবে।

৩. URL Web Address:http://103.113.200.36/PAMS/CollegeLogin.aspx ব্যবহার করুন।

আরও পড়ুনপ্রাথমিকের সহকারী শিক্ষকেরা ১০ ও ১৬ বছর পূর্তিতে পাচ্ছেন উচ্চতর স্কেল ২২ ঘণ্টা আগে

8. Login করার পর মেনু অপশন থেকে Head Examiner Bill Submission select করে Head Examiner & Examiner এর বিলের তথ্যাবলি Update করতে হবে। Scrutinizer-এর বিল Add new-এ গিয়ে Entry করতে হবে। কোনো তথ্য ভুল হলে Confirm করার আগ পর্যন্ত Update করা যাবে।

৫. সব তথ্য সন্নিবেশিত হওয়ার পর Confirm করতে হবে। Confirm করার পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না।

৬. সব তথ্য Confirm করার পর বিল বিবরণী Download করে প্রিন্ট করে প্রধান পরীক্ষকের স্বাক্ষরিত কপি উপপরীক্ষা নিয়ন্ত্রক, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ শাখায় ডাকযোগে বা হাতে হাতে পাঠাতে হবে।

৭. বিল এন্ট্রি–সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য সংশ্লিষ্ট শাখায় বিষয়ভিত্তিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। সমাধান না হলে প্রয়োজনে উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম তালুকদার ০১৭১১৫৬২১২৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

আরও পড়ুন‘রাজার অতিথি’ হওয়ার সুযোগ কমনওয়েলথ স্কলারশিপে, আবেদন কীভাবে ২ ঘণ্টা আগে

৮. বিল পাঠানোর পর কোন প্রকার সংশোধন, সংযোজন বা পরিবর্তন করা যাবে না। ২৫ সেপ্টেম্বর হতে ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের বিল সফটওয়ারের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত তারিখের পর বিল এন্ট্রি সফটওয়ার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

৯.অবশ্যই সোনালী ব্যাংক হিসাব নম্বর (১৩ সংখ্যার) সচল থাকতে হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দিনে ২০০ টাকা ভাতা, সুযোগ পেতে করুন আবেদন৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র মূল্যায়নের বিল এন্ট্রি ও বিল বিবরণী, ৯টি নিয়ম প্রকাশ
  • ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চার পদে নিয়োগ