ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
Published: 23rd, June 2025 GMT
পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি অর্ধবার্ষিক (২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর, ২০২৫) সময়ের জন্য মুনাফা বা কুপুন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।
সোমবার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (২২ জুন) ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি কমিটির অনুষ্ঠিত বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।
তথ্য মতে, ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৫ সালের ২৮ জুন থেকে ওই বছরের ২৭ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। অর্থাৎ উল্লিখিত হারে রিটার্ন পাবেন ব্যংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের ইউনিটধারীরা। বন্ডটির কুপন পেমেন্টের তারিখ চলতি বছরের ২৮ ডিসেম্বর।
ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়নি। রেকর্ড তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ওই তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে বন্ড থাকবে তারা ঘোষিত সুদ পাবেন।
কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে সোমবার পারপেচ্যুয়াল বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না।
ঢাকা/এনটি/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ১২ আগস্ট
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ আগস্ট বিকেল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে প্রথম এবং ৩০ জুন, ২০২৫ তারিখে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-২৫ থেকে জুন-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা/এনটি/ইভা