দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছেন সচিবালয়ের আন্দোলনকারী কর্মচারীরা
Published: 23rd, June 2025 GMT
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা।
আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে। আজ সোমবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তাঁরা।
কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থান নিয়ে অধ্যাদেশ বাতিলের দাবিতে বক্তব্য দিচ্ছেন। এখান থেকে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তাঁরা।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে গত ২৪ মে থেকে আন্দোলন করছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
আন্দোলন চলার মধ্যেই ২৫ মে অধ্যাদেশটি জারি করে সরকার। এরপর থেকে বিক্ষোভ, কর্মবিরতি ও স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী কর্মচারীরা।
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে অফিস খোলার এক দিন পর গত সোমবার থেকে আন্দোলনকারী কর্মচারীরা আবার সচিবালয়ের ভেতর টানা বিক্ষোভ করে আসছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞাসহ মৌলিক পরিবর্তন এনে টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া প্রকাশ
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রস্তুতকৃত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট অংশীজন এবং সর্বসাধারণের অবগতি ও মতামত দেওয়ার উদ্দেশ্যে খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত নতুন এই অধ্যাদেশে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞাসহ বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকারের সুরক্ষা আরও শক্তিশালী হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অধ্যাদেশের খসড়া নিয়ে জনগণ ও অংশীজনরা ১৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে মতামত পাঠাতে পারবেন। মতামত পাঠানোর যাবে [email protected] ই মেইলে অথবা সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এই ঠিকানায়।
ঢাকা/এএএম/ইভা