জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল
Published: 23rd, June 2025 GMT
প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব ২০২৫–এর পর্দা উঠেছে আজ। আজ সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়।
তিন দিনের এ উৎসবের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, সহযোগিতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উদ্বোধনের পর বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শরীফ সিরাজ এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের খণ্ডকালীন শিক্ষক সামিউন হক। এ ছাড়া উৎসবে অংশগ্রহণকারী নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর পরিচালকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উৎসবের সভাপতি আদনান মাহমুদ সৈকত বলেন, ‘এই উৎসবের মাধ্যমে আমরা দেশজুড়ে উদীয়মান নির্মাতাদের গল্প বলার একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি। এটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের ফল।’
উৎসবের পরিচালক রাগীব শাহরিয়ার সৈকত জানান, ‘সারা দেশের শিক্ষার্থী ও উদীয়মান নির্মাতাদের কাছ থেকে জমা পড়া ৭০টির বেশি চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনীর মাধ্যমে আমাদের এই আয়োজন শুরু হলো।’
সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক বলেন, ‘উৎসব ঘিরে দীর্ঘদিন ধরে আমরা নিরলস পরিশ্রম করেছি। চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে।’
এই উৎসবের বিচারক প্যানেলে রয়েছেন বিধান রিবেরু, সৈয়দ আহমেদ শাওকী ও সাদিয়া খালিদ ঋতি।
উৎসব চলবে ২৫ জুন পর্যন্ত। আগামীকাল ২৪ জুন অনুষ্ঠিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী এবং বেলা সাড়ে ৩টায় থাকবে মাস্টারক্লাস—পরিচালনা করবেন নির্মাতা রাকা নোশিন নাওয়ার।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উৎসব র
এছাড়াও পড়ুন:
বিএসইসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (৬ আগস্ট) বিএসইসির উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
বিএসইসির বিনিয়োগ শিক্ষা লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত
সহযোগী কোম্পানির মালিকানা বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
উদ্বোধনী বক্তব্য শেষে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কমিশনার, নির্বাহী পরিচালক, পরিচালক ও কর্মকর্তা–কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব’ উদযাপন কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ ও প্রজন্মবান্ধব পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএসইসি।
ঢাকা/এনটি/এসবি