গরু চোর-কসাই গ্রেপ্তার, মাংস মিললো ফ্রিজে
Published: 9th, July 2025 GMT
দিনাজপুরের বিরামপুরে এক অসহায় বৃদ্ধের শেষ সম্বল একটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গরু চোর ও কসাই দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। চোরাই গরুর মাংস পাওয়া গেছে কসাইয়ের ডিপ ফ্রিজে।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের জোয়াল কামরা গ্রাম থেকে চোর ও কসাইকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ফ্রিজ থেকে চোরাই গরুর গোটা মাংস, মাথা ও চামড়া জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা, বিরামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জোয়াল কামরা গ্রামের মৃত আজহার আলীর দুই ছেলে মেহেদুল ইসলাম (৪২) ও রাজু (৩৫)। এদের মধ্যে মেহেদুল ইসলাম শহরের কলেজ বাজারে গরুর মাংস বিক্রি করে থাকে (কসাই)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, “তাদের এক ভাই চোর অপর ভাই কসাই। চোর গরু চুরি করে আর কসাই সেই গরু নিমিষেই জবাই করে বাজারজাত করে। মঙ্গলবার ভোররাতে পৌর শহরের বেগমপুর গ্রামের অসহায় বৃদ্ধ ইদ্রিস আলীর (৭৫) শেষ সম্বল একটি গরু চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গরুটি চুরি করেছে পার্শ্ববর্তী জোয়াল কামরা গ্রামের রাজু। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর রাজু এবং কসাই মেহেদুলকে গ্রেপ্তার করা হয়। কসাই মেহেদুলের ফ্রিজ থেকে কয়েক খণ্ড আকারে সম্পূর্ণ গরুর মাংস এবং ঘর থেকে গরুর মাথা ও চামড়া জব্দ করা হয়।”
তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।
ঢাকা/মোসলেম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিআরইউর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানিয়ে সংগঠনের দায়িত্ব নিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কমিটি।
রবিবার (৭ ডিসেম্বর) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২৬) কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী কমিটি।
ডিআরইউর পুনঃনির্বাচিত সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা বিদায়ী কমিটির নেতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।
নতুন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সগম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), নারীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া এবং কল্যাণ সম্পাদক রফিক মৃধা।
নতুন কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী, মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম নির্বাচিত হন।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের সময় বক্তব্য রাখেন ডিআরইউর সাবেক সভাপতি এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম মিঠু, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা।
ঢাকা/নাজমুল/রফিক