দিনাজপুরের বিরামপুরে এক অসহায় বৃদ্ধের শেষ সম্বল একটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গরু চোর ও কসাই দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। চোরাই গরুর মাংস পাওয়া গেছে কসাইয়ের ডিপ ফ্রিজে।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের জোয়াল কামরা গ্রাম থেকে চোর ও কসাইকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ফ্রিজ থেকে চোরাই গরুর গোটা মাংস, মাথা ও চামড়া জব্দ করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা, বিরামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জোয়াল কামরা গ্রামের মৃত আজহার আলীর দুই ছেলে মেহেদুল ইসলাম (৪২) ও রাজু (৩৫)। এদের মধ্যে মেহেদুল ইসলাম শহরের কলেজ বাজারে গরুর মাংস বিক্রি করে থাকে (কসাই)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, “তাদের এক ভাই চোর অপর ভাই কসাই। চোর গরু চুরি করে আর কসাই সেই গরু নিমিষেই জবাই করে বাজারজাত করে। মঙ্গলবার ভোররাতে পৌর শহরের বেগমপুর গ্রামের অসহায় বৃদ্ধ ইদ্রিস আলীর (৭৫) শেষ সম্বল একটি গরু চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গরুটি চুরি করেছে পার্শ্ববর্তী জোয়াল কামরা গ্রামের রাজু। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর রাজু এবং কসাই মেহেদুলকে গ্রেপ্তার করা হয়। কসাই মেহেদুলের ফ্রিজ থেকে কয়েক খণ্ড আকারে সম্পূর্ণ গরুর মাংস এবং ঘর থেকে গরুর মাথা ও চামড়া জব্দ করা হয়।”

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।

ঢাকা/মোসলেম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্ক

ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসে ভরপুর শ্রীলঙ্কা এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগমুহূর্তে বড় ধাক্কা খেল স্বাগতিকরা। ইনজুরির কারণে ছিটকে গেলেন দলের অন্যতম সেরা পারফর্মার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। বিস্তর সম্ভাবনা থাকলেও তাকে টি-টোয়েন্টি সিরিজে খেলানোর ঝুঁকি নেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ফলে আসন্ন সিরিজে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে চারিথ আসালাঙ্কার দলকে।

বিশেষ করে সিরিজের প্রথম ওয়ানডেতেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে দেন হাসারাঙ্গা। দুর্দান্ত সেই বোলিংয়ে দলে ফেরার জানান দিয়েছিলেন তিনি। তবে ইনজুরির কারণে থেমে গেল তার সেই গতি। বিস্ময়করভাবে, হাসারাঙ্গার পরিবর্তে স্কোয়াডে কাউকে যুক্ত করেনি এসএলসি। বর্তমানে কলম্বোর হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এই লেগস্পিনিং অলরাউন্ডার।

আরো পড়ুন:

কয়েকবার শর্ত বদল, তবুও টিভি স্বত্ব বিক্রি করতে পারছে না বিসিবি

তিনশোর নিচে লক্ষ্য রাখল বাংলাদেশ

এরইমধ্যে টি-টোয়েন্টি দলেও এসেছে কিছু পরিবর্তন। নিয়মিত খেলোয়াড়দের সঙ্গে দলে রাখা হয়েছে একাধিক সম্ভাবনাময় ক্রিকেটারকে। আসালাঙ্কার নেতৃত্বে মাঠে নামবে এই নতুন চেহারার শ্রীলঙ্কা।

তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে ১০ জুলাই, পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই ডাম্বুলার রঙগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১৬ জুলাই কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই সন্ধ্যায় মাঠে গড়াবে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, অবিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ