ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলের সঙ্গে যুক্ত হলেন নাসুম আহমেদ। এমনিতেই স্কোয়াডে তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ রয়েছেন। স্পিনে তাদের সঙ্গে হাত ঘোরাতে পারেন সাইফ হাসান ও শামীম হোসেন পাটোয়ারী। তাদের থাকার পরও স্পিনে শক্তি বাড়াতে নাসুমকে যুক্ত করা। কেননা মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে স্পিন দিয়ে ঘায়েল করতে চায় বাংলাদেশ।
প্রথম ম্যাচে রিশাদ হোসেন বাংলাদেশকে জিতিয়ে দেন ছয় উইকেট নিয়ে। মিরাজ ও তানভীরও পেয়েছেন উইকেটের স্বাদ৷ এই সিরিজ বাংলাদেশ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। এজন্য সিরিজ জিতে মরিয়া বাংলাদেশ স্পিনেই ফাঁদ পাতছে।
৩০ বছরের বয়সী নাসুম ১৮ ওয়ানডেতে ১৬ উইকেট নিয়েছেন ৪.
নাসুম খেলার ভিতরেই ছিলেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ সেরা হওয়ার পর দেশের এসে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে অংশ নেন। রংপুরের হয়ে পেয়েছেন শিরোপা স্বাদ। এবার হুট করেই তার আবার ডাক পড়ল ওয়ানডেতে।
আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের ম্যাচ ২৩ অক্টোবর। মিরপুরেই হবে বাকি দুই ওয়ানডে।
বাংলাদেশ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৫৬ শতাংশ শিক্ষকের বাড়িভাড়া ১২ শতাংশের বেশি বাড়বে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া তাদের মূলবেতনের ৫ শতাংশ বাড়ানো হয়েছে। তবে এই বৃদ্ধি ন্যূনতম ২ হাজার টাকা করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন।
আরো পড়ুন:
জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত ফাহিম
রাকসুতে ছাত্রদলের প্যানেলে খেলোয়াড় নার্গিস নির্বাচিত
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখন থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। তবে এই ভাতার সর্বনিম্ন পরিমাণ ধরা হয়েছে ২ হাজার টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারী উপকৃত হবেন।
রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, নতুন এই নিয়মে বেশিরভাগ শিক্ষকের বাড়িভাড়া ভাতা গড়ে ৮ দশমিক ৭ শতাংশের বেশি বাড়বে। ৫৬ শতাংশের ভাতা ১২ শতাংশের বেশি, ৭৫ শতাংশের ভাতা ৯ শতাংশের বেশি বাড়বে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই ভাতা আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। একইসঙ্গে বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল অনুযায়ী ভবিষ্যতে এ ভাতা সমন্বয় করা হবে। তবে এমপিও নীতিমালার শর্তাবলী যথাযথভাবে অনুসরণ না করলে বকেয়া কোনো দাবি গ্রহণযোগ্য হবে না এবং বিধিভঙ্গ হলে দায়ী থাকবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
ঢাকা/এএএম/বকুল