জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হওয়া মাজহারুল ইসলামকে নোয়াখালীতে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার বেলা ১১টায় মাজহারুলের আগের শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী জিলা স্কুলের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে মাজহারুল ইসলাম বলেন, ‘অনেকেই বিভিন্ন অনৈতিক কাজের জন্য উৎসাহিত করবেন। তাঁদের মুখের ওপর “না” বলতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে। স্বপ্ন দেখতে হবে আকাশসমান। শুধু সেই স্বপ্ন দেখে বসে থাকলে হবে না, স্বপ্নকে বাস্তবায়নের জন্য অনবরত ছুটে চলতে হবে।’

জাকসুর জিএস বলেন, ‘ছাত্র অবস্থায় অনেকেই না বুঝে বিভিন্ন গ্যাং কালচারে জড়িয়ে পড়ে। এতে করে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। কোনোভাবেই কোনো গ্যাং কালচারে জড়ানো যাবে না। খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।’

অনুষ্ঠানে জিলা স্কুলের প্রধান শিক্ষক মীর হোসেন বলেন, ‘আমরা চাই, আমাদের মাজহারুলের মতো আগামী দিনেও যাতে নোয়াখালী জিলা স্কুলের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের নেতৃত্ব দেয়।’

বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জিলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক শাহ আলম, সাবেক শিক্ষার্থী ও চিকিৎসক রায়হানুল আরেফিন, সাবেক শিক্ষার্থী ও ডেইলি স্টারের জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, জিএস মাজহারুলের ছোট ভাই হাসনাতুল ইসলাম ফাইয়াজ প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

৫৬ শতাংশ শিক্ষকের বাড়িভাড়া ১২ শতাংশের বেশি বাড়বে 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া তাদের মূলবেতনের ৫ শতাংশ বাড়ানো হয়েছে। তবে এই বৃদ্ধি ন্যূনতম ২ হাজার টাকা করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন।

আরো পড়ুন:

জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত ফাহিম

রাকসুতে ছাত্রদলের প্যানেলে খেলোয়াড় নার্গিস নির্বাচিত 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখন থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। তবে এই ভাতার সর্বনিম্ন পরিমাণ ধরা হয়েছে ২ হাজার টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারী উপকৃত হবেন।

রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, নতুন এই নিয়মে বেশিরভাগ শিক্ষকের বাড়িভাড়া ভাতা গড়ে ৮ দশমিক ৭ শতাংশের বেশি বাড়বে। ৫৬ শতাংশের ভাতা ১২ শতাংশের বেশি, ৭৫ শতাংশের ভাতা ৯ শতাংশের বেশি বাড়বে। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই ভাতা আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। একইসঙ্গে বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল অনুযায়ী ভবিষ্যতে এ ভাতা সমন্বয় করা হবে। তবে এমপিও নীতিমালার শর্তাবলী যথাযথভাবে অনুসরণ না করলে বকেয়া কোনো দাবি গ্রহণযোগ্য হবে না এবং বিধিভঙ্গ হলে দায়ী থাকবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

ঢাকা/এএএম/বকুল 

সম্পর্কিত নিবন্ধ