ফতুল্লা বাজার পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
Published: 5th, October 2025 GMT
পরিস্কার পরিচ্ছন্নতা, আধুনিকীকরণ, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে ফতুল্লা বাজার পরিচালনা কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হাজী রহমতুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, দীর্ঘদিন একটি মহল নিজেদের স্বার্থ হাসিলে ফতুল্লা বাজার কে পুঁজি করে নিজেদের ভাগ্য উন্নয়ন করলেও বাজারের ব্যবসায়ীদের এবং বাজারের অবকাঠামোর কোন উন্নয়ন হয়নি।
কমিটিতে থাকা শির্ষস্থানীয় কর্তারা বিচারের নামে ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করেছে। ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে রোদে পুরে, বৃস্টিতে ভিজে দোকানদারি করেছে। অথচ সরকার লাখ লাখ টাকা ব্যয় করে ব্যবসায়ীদের বসার জন্য স্থান(শেড) করে দিয়েছিলো তবে তা পরিকল্পনাহীন ছিলো।
দোকানীরা যাতে ঠিক মতো বসে ব্যবসা করতে পারে পরিকল্পনামতো বসার স্থান নির্মানের জন্য সরকারি কতৃপক্ষের সাথে আলোচনা করে তা করা হবে ব্যবসায়ীদের আশ্বাস দেন।
তাছাড়া জেলা প্রশাসক কতৃক ময়লা ফেলার জন্য যে ডাম্ফ বা স্থান করা হয়েছে বাজারের ময়লাগুলো সেখানেই ফেলানোর জন্য অনুরোধ করে বলেন বাজার পরিস্কার পরিচ্ছন্নতা রাখার দ্ধায়িত্ব প্রতিটি দোকানদার ও ব্যবসায়ীদের নিতে হবে।
একই সাথে অতিতের মতো যাতে দোকানগুলোতে যাতে চুরি না হয় সে জন্য আলোচনা করে নিরাপত্তা জোরধারের পাশাপাশি পুরো বাজার এলাকা কে সিসিটিভির আওতায় আনা হবে।
সভায় বাজার অবকাঠামো সংস্কার, পরিচ্ছন্নতা, কমিটি গঠন,বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা, নির্বাচন সহ সামগ্রিক ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভায় বাজারের বিভিন্ন দোকানিরা তাদের অভিযোগ তুলে ধরে বলেন,শেডগুলো এমন ভাবে তৈরি করেছে যেখানে বসার কোন উপক্রম নেই। নতুন শেড তৈরি করার ফলে ব্যবসায়ীদের জায়গা ছোট হয়ে গেছে। ফলে চার বছরের ও বেশী সময় ধরে ব্যবসায়ীরা রোদে পুরে ও বৃস্টিতে ভিজে শেডের বাইরে দোকানি করে আসছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরু,ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, জুয়েল চৌধুরী, দোকান জায়গার মালিক শরিফ চোধুরী,ব্যবসায়ী দিপু চৌধুরী, ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, মোঃ জাকির চৌধুরী, মোঃ জহিরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, হাজী মোঃ বাদল, মোঃশফিউল্লাহ ভান্ডারী, মোঃ বিল্লাল হোসেন, সঞ্চলনায় আনোয়ার হোসেন সজিব।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব যবস য় দ র ল ইসল ম কম ট র র জন য
এছাড়াও পড়ুন:
গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের নির্মাণকাজ চলাকালে পাঁচতলা থেকে পড়ে মো. রাসেল (২৫) নামের এক শ্রমিক মারা গেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় জামিয়া আহমাদিয়া এতিমখানা মাদ্রাসার ভবন থেকে পড়ে যান তিনি। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাসেল মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদী গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার সিঅ্যান্ডবি মোড়ের কাছে ভাড়া বাসায় থেকে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
রাসেলের বাবা দুলাল মিয়া জানিয়েছেন, তার ছেলে আরো পাঁচজন শ্রমিকের সঙ্গে ঠিকাদার রফিকের অধীনে কাজ করছিলেন। হঠাৎ নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন রাসেল। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।ঠি
কাদার মো. রফিক বলেছেন, “অন্য শ্রমিকদের সঙ্গে রাসেলও কাজ করছিল। হঠাৎ মাচা ভেঙে পড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মাদ্রাসার মুহতামিম মুফতি হুসাইন আহমাদ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে শিক্ষক–শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম বলেছেন, নিহত ব্যক্তির স্বজনেরা থানায় এসেছেন। ময়নাতদন্তের জন্য হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকা/রফিক সরকার/রফিক