কেনিয়ায় আদি মানুষের পায়ের ছাপ আবিষ্কার
Published: 19th, October 2025 GMT
উত্তর কেনিয়ার তুর্কানা হ্রদের আশপাশে আদিম মানুষের পায়ের ছাপ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। আগ্নেয়গিরির ছাইয়ের স্তরের নিচে থাকা পায়ের ছাপগুলো প্রায় ১৫ লাখ ২০ হাজার বছর আগের বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীদের তথ্যমতে, একই এলাকায় আকারে বড় পাখিসহ বিভিন্ন প্রাণীর পায়ের ছাপও পাওয়া গেছে।
নতুন এ আবিষ্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের প্রোগ্রাম পরিচালক রেবেকা ফেরেল জানান, জৈবিক নৃবিজ্ঞানে আমরা সব সময় জীবাশ্ম থেকে তথ্য খুঁজে বের করতে আগ্রহী। সে ক্ষেত্রে একটি দুর্দান্ত নমুনা আমরা আবিষ্কার করেছি। পায়ের ছাপ শনাক্ত করার জন্য অত্যাধুনিক থ্রিডি ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মানব বিবর্তন ও আমাদের বিবর্তনমূলক যাত্রা সম্পর্কে জানতে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে। একটি পা কীভাবে চলার সময় চাপ দেয়, স্লাইড করে ও চলে, তার যান্ত্রিকতা জানার সুযোগ পেয়েছি আমরা।
রাটগার্স স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের আর্থ অ্যান্ড প্ল্যানেটরি সায়েন্সেস এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রেগ ফেইবেল বলেন, একই আবাসস্থল ব্যবহার করে দুটি প্রজাতির আদিম মানুষ হ্রদের আশপাশে বসতি স্থাপন করেছিল। হোমো ইরেক্টাস সম্ভবত আরও আধুনিক ছিল। তারা অনেক দূরত্বে চলাফেরা করত। তবে প্যারানথ্রোপাস বোয়েসি শক্তিশালী হলেও দীর্ঘ ভ্রমণ করত না।
সূত্র: আর্থ ডটকম
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারীদের ক্রিকেট ম্যাচ
কেউ বল হাতে ছুটছেন আবার কেউ ব্যাট হাতে প্রস্তুতি নিচ্ছেন। চারদিক থেকে ভেসে আসছে দর্শকের উচ্ছ্বাস। তাঁদের কেউ ছবি তুলছেন আবার কেউ হাততালি দিচ্ছেন। সব মিলিয়ে যেন উৎসবমুখর পরিবেশ।
এত কিছুর উপলক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারীদের ক্রিকেট খেলা ঘিরে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন টেনিস কোর্টে আজ রোববার বিকেলে এ খেলার আয়োজন হয়। এতে বাংলাদেশ অনূর্ধ্ব মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় ঈশা রহমানও অংশ নেন। খেলাটির আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠক ও ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আজহারুল ইসলাম। তিনি চাকসু নির্বাচনে ছাত্রদল–সমর্থিত প্যানেলের খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক প্রার্থী ছিলেন।
আয়োজক ও অংশ নেওয়া খেলোয়াড়েরা জানান, খেলায় অংশ নেওয়া অধিকাংশ শিক্ষার্থীর উপযুক্ত পরিবেশের অভাবে আগে খুব একটা খেলা হয়নি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে তেমন আয়োজনও ছিল না। এখন সুযোগ পেয়ে খেলায় অংশ নিয়েছেন। এ কারণে খেলায় অনেক ভুল করেছেন। এরপরও হাসিঠাট্টা আর ছুটে চলায় পুরো খেলাটিতে উৎসবমুখর পরিবেশ ছিল। খেলায় চাকসুর সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুবের দল জয় পায়। খেলাটি ১০ জন করে ২টি দলে হয়।
জানতে চাইলে খেলার আয়োজক আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই ম্যাচের মূল উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের খেলাধুলায় সম্পৃক্ত করা। এ ছাড়া ক্রীড়ার মাধ্যমে পারস্পরিক বন্ধুত্ব ও ঐক্য বৃদ্ধি করা। সামনেও আমরা এ ধরনের আয়োজন করব।’
খেলায় অংশ নেওয়া নবনির্বাচিত সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রথম আলোকে বলেন, ‘পুরো আয়োজন অনেক সুন্দর ছিল। ক্যাম্পাসে এ রকম আয়োজন যেন বারবার হয়, এমন চাচ্ছি আমরা। এমনভাবে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার চেষ্টার জন্যই আমাদের কার্যক্রম চলবে।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় ঈশা রহমান প্রথম আলোকে বলেন, ‘এমন আয়োজন ছাত্রীদের জন্য প্রয়োজন। শিক্ষার্থীরা ফোন ব্যবহার করে যেন সময় অপচয় না করে, সে কারণে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের এত ছাত্রী খেলাধুলা নিয়ে আগ্রহী, তা ভাবিনি। এমন আয়োজনে আসতে পেরে ভালো লাগছে।’