পাটুরিয়া লঞ্চ ঘাটে ভাঙন, পদ্মার পেটে জেটি
Published: 6th, August 2025 GMT
পদ্মা নদীর প্রবল স্রোতে মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া লঞ্চ ঘাটে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে লঞ্চঘাটের জেটি নদীতে বিলীন হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং লঞ্চের শ্রমিক ও মালিকরা। দ্রুত ভাঙন প্রতিরোধে পদক্ষেপ না দিলে পুরো লঞ্চ ঘাট নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে লঞ্চ ঘাটের পশ্চিমে ২ নম্বর ফেরি ঘাটের পন্টুনে লঞ্চগুলোকে রাখা হয়েছে। সেখানে কোনোরকমে যাত্রীরা লঞ্চে ওঠানামা করছেন।
লঞ্চের মাস্টার ও সুকানিদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙন দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
সরেজমিনে বুধবার দুপুরে গিয়ে দেখা গেছে, পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে প্রবল স্রোত বইছে। পশ্চিম পাশের জেটির অধিকাংশ নদীতে বিলীন হয়ে গেছে। অপর জেটিও নড়বড়ে অবস্থায় আছে। এর সম্মুখভাগ পানিতে তলিয়ে গেছে। যেকোনো মুহূর্তে সেটিও নদীতে ধসে যাওয়ার উপক্রম হয়েছে। লঞ্চ ঘাট ভেঙে যাওয়ায় এর পশ্চিমে ২ নম্বর ফেরি ঘাটের পন্টুনে লঞ্চগুলোকে রাখা হয়েছে। সেখানেই লঞ্চে ওঠানামা করছেন যাত্রীরা।
পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দী বলেছেন, মঙ্গলবার বেলা ২টার দিকে তীব্র স্রোতে লঞ্চ ঘাটের জেটির নিচের মাটি সরে যায়। এর পরপরই একটি জেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে নদীতে। অপর জেটিও মারাত্মক ঝুঁকিতে পড়ে। সেটিতেও পানি উঠে গেছে। নদীতে প্রবল স্রোতের কারণে লঞ্চ ঘাটের একাংশ নদীতে বিলীন হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গতকাল বিকেলে লঞ্চগুলোকে পাটুরিয়া ২ নম্বর ফেরি ঘাটের পন্টুনে রাখা হয়। সেখানে কোনোরকমে যাত্রীদের লঞ্চে ওঠানো হচ্ছে।
তিনি বলেন, অধিকাংশ যাত্রী ফেরিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পারাপার হচ্ছেন। এতে লঞ্চের যাত্রী পারাপার কমে যাওয়ায় তাদের আয় কমে গেছে। যাত্রীরাও ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ২৪টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হয়। এর মধ্যে একটি লঞ্চের সুকানি কাজী শফিক বলেন, “যাত্রীদেরও ভোগান্তি হচ্ছে, আমাদেরও ভোগান্তি হচ্ছে। এক সপ্তাহ আগে লঞ্চ ঘাটে ভাঙন শুরু হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের লোকজন ঘাট পরিদর্শন করেছেন। বালুভর্তি ব্যাগ ফেললে ঘাটটি ভাঙত না।”
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা নদীবন্দরের উপ-পরিচালক সেলিম শেখ বলেছেন, গতকাল দুপুরে প্রবল স্রোতের কারণে লঞ্চঘাটটি ক্ষতিগ্রস্ত হয়। যাত্রী পারাপার ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত লঞ্চগুলো ২ নম্বর ফেরিঘাটে সরিয়ে নেওয়া হয়। বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। লঞ্চঘাটটি অন্যত্র কীভাবে স্থাপন করা যায় এবং কীভাবে টিকিয়ে রাখা যায়, তা নিয়ে প্রাকাজ চলছে।
ঢাকা/চন্দন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রবল স র ত
এছাড়াও পড়ুন:
সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আগামী সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এর আগেই ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। চীন ভোট দেওয়া থেকে বিরত থাকে। সিরিয়ার প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরেই সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের জন্য নিরাপত্তা পরিষদে চাপ দিয়ে আসছিল।
আহমেদ আল-শারার সংগঠন হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী বাহিনী গত বছরের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এর পর আহমেদ আল-শারা দেশটির প্রেসিডেন্ট হন।
আরও পড়ুনপ্রথম কোনো সিরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফর করবেন শারা০২ নভেম্বর ২০২৫এক সময় নুসরা ফ্রন্ট নামে পরিচিত এই এইচটিএস সিরিয়ায় আল-কায়েদার সহযোগী শাখা ছিল। ২০১৬ সালে তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ২০১৪ সালের মে মাস থেকে এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। তবে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে এটিকে বাদ দেয়।
আরও পড়ুনযে মার্কিন জেনারেল একদিন গ্রেপ্তার করেছিলেন, তাঁর সঙ্গে এক মঞ্চে বসে সাক্ষাৎকার দিলেন আল-শারা২৪ সেপ্টেম্বর ২০২৫