মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক দেওয়ান (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক সদর উপজেলার পাছবারইল গ্রামের আশকর দেওয়ানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালেক দেওয়ান ও তার ভাই হেকমতসহ চার শ্রমিক গত দেড় মাস ধরে দৈনিকভিত্তিক মজুরিতে কলেজ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন।

আরো পড়ুন:

‘জীবন গাড়ির নাইরে ব্যাকগিয়ার’ 

গফরগাঁওয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করেনি কলেজ কর্তৃপক্ষ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই ছাদে পরিষ্কার কাজ চলছিল। একপর্যায়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল খালেক। সহকর্মীরা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/চন্দন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ন কগঞ জ

এছাড়াও পড়ুন:

৩০০ এজেন্ট নিয়ে ইউএস-বাংলার ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’ অনুষ্ঠিত

বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ট্রাভেল এজেন্টদের নিয়ে মালদ্বীপে আয়োজন করেছে তিন দিনব্যাপী বিশেষ সম্মেলন পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫।

গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে অনুষ্ঠিত এই আয়োজন। অনুষ্ঠানে প্রথমবারের মতো কোনো নির্দিষ্ট দেশের একক এয়ারলাইন্স বিদেশে নিয়ে গেছে ৩০০-এর অধিক ট্রাভেল এজেন্ট। অংশগ্রহণকারীরা এসেছিলেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে।

গত ১৯ সেপ্টেম্বর ইউএস-বাংলার দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে তারা ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান। তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে সাই লেগুন কনভেনশন হলে অনুষ্ঠিত হয় বিশেষ পুরস্কার বিতরণী।

পারফরম্যান্সের ভিত্তিতে ৪০ জন ট্রাভেল এজেন্টকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

উপস্থিত ছিলেন দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও ইউএস-বাংলার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শফিকুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

এবারের সম্মেলনে পুরস্কৃতদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, দ্বিতীয় স্থান শেয়ার ট্রিপ লিমিটেড এবং তৃতীয় স্থান গোযায়ান লিমিটেড। 

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ