হোপের উইকেট নিয়ে অভিযোগ নেই, তবে…
Published: 19th, October 2025 GMT
ড্যারেন স্যামি যেমন করে বলেছিলেন, ‘‘এমন কিছু জীবনেও দেখিনি’’ তেমন করে শেই হোপ মিরপুরের উইকেট নিয়ে কিছু বললেন না। তবে কালো উইকেট নিয়ে তার মূল্যায়নও খুব একটা ভালো নয়। অভিযোগ, অনুযোগ নেই। স্বাগতিক দল কেমন উইকেট দেবে তা নিয়ে আপত্তিও নেই। তার সাফ কথা, দুই দলের জন্যই প্রথম ওয়ানডের উইকেট কঠিন ছিল।
ভারসাম্যপূর্ণ লড়াই হওয়ার জন্য যা দরকার সেটাই ছিল। পার্থক্য গড়ে দিয়েছে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং। তার মতে, স্পিনাররাই মূলত ব্যবধান তৈরি করেছে। এই লড়াইয়েই বাংলাদেশ পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে। লো স্কোরিং ম্যাচে ৭৪ রানের ব্যবধানে হেরেছে অতিথিরা। ২০৮ রানের জবাব দিতে নেমে ১৩৩ রানে গুটিয়ে গেছে তারা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়ে শেই হোপ বলেছেন, ‘‘আসলে উইকেট কঠিনই ছিল। এমন ধরনের পিচে ব্যাটার হিসেবে কখনও পুরোপুরি থিতু মনে হয় না। তাই হ্যাঁ, এটা কঠিন ছিল দুই দলের জন্যই। পিচে খুব একটা পরিবর্তন হয়নি, একটুও বদলায়নি। কিন্তু বাংলাদেশের স্পিনাররা যেভাবে নিখুঁত লাইন–লেংথে বল করেছে, সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’’
রিশাদ একাই নিয়েছেন ৬ উইকেট। টানা ৭ ওভার এক প্রান্ত থেকে বোলিং করে স্রেফ এলোমেলো করেছেন ক্যারিবীয়ানদের ব্যাটিং অর্ডার। শুরুতে তারও একটু ছন্দ পেতে কষ্ট হচ্ছিল। কিন্তু সময়ের সাথে লাইন ও লেন্থ একই চ্যানেলে ধরে এগিয়ে যান। তাতে টপাটপ উইকেট পেয়ে যান।
নিজেদের ব্যাটিং ব্যর্থতা থেকে শেখার কথা বললেন ক্যারিবীয় অধিনায়ক, ‘‘এখন আমাদের শেখার বিষয় হলো, কীভাবে তাদের লাইন–লেংথ এলোমেলো করা যায়। একটু বেশি ইতিবাচকভাবে খেলতে হবে, যাতে তারা ছন্দ না পায়। মাঝের ওভারে আমরা সত্যিই ভুগেছি, এটা বাস্তবতা। এখন এই ম্যাচটা ভুলে যেতে হবে, পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসতে হবে।”
আগামী মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। উইকেট অনেকটাই এমনই হবে ধরে নেওয়াই যায়। সফরকারীদের সেই ম্যাচেও কঠিন পরীক্ষা দিতে হবে বলার অপেক্ষা রাখে না।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে গালাগাল, ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেন রাব্বি। অনেকদিন ধরেই বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে, বিদেশ যাত্রায় যে পরিমাণ টাকার প্রয়োজন, তা তার কাছে নেই।
বাধ্য হয়ে বিভিন্ন এনজিওসহ এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরলেও কেউ তাকে ঋণ দিয়ে সাহায্য করেননি। মানসিকভাবে ভেঙে পড়া এই ব্যক্তি ক্ষোভ থেকে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে প্রচার হলে তা মুহূর্তে ভাইরাল হয়।
আরো পড়ুন:
১৬ দিন ধরে বন্ধ আটলংকা বাজারের ২০টি দোকান
৩ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
গত শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে ৫০০ টাকায় মাইক ভাড়া করে এ কাণ্ড ঘটান রাব্বি। ফেসবুকে সেই ভিডিও নিজেই পোস্ট করেছেন তিনি।
ভিডিওতে রাব্বি অভিযোগ করেন, গত তিন-চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছেন। এক লাখ টাকা জোগাড় করতে না পারায় তিনি যেতে পারছেন না। বিভিন্ন সমিতির কাছে লোনের আবেদন করলেও কেউ দেয়নি। উল্টো তার নামে এলাকার মানুষজন খারাপ কথা ছড়িয়েছে।
রাব্বি দাবি করেন, এলাকার কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তার বিদেশযাত্রায় বাধা দিয়েছে। এজন্যই উত্তেজনার বশে তিনি মাইক ভাড়া করে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছেন।
অবশ্য, এরপর রাব্বি ভিডিওর ক্যাপশনে দুঃখ প্রকাশ করে বলেছেন, “প্রথমে ক্ষমা চাইছি- আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। আমি কেন এমন করেছি শুনুন।”
রাব্বি জানান, তিনি বিবাহিত, তার একটি ছোট ছেলে আছে। পরিবারের দেখাশোনা ও ছেলের ভবিষ্যৎ গড়ার আশায় বিদেশ যাওয়ার চেষ্টা করছেন।
ভিডিওতে তিনি ভিসার কাগজ দেখিয়ে জানান, ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। মানুষের কারণে আগে দুইবার ভিসা নষ্ট হয়েছে। বিদেশ যাওয়ার অর্থ জোগাড় করতে রাব্বি অটোরিকশা চালাচ্ছেন,পাশাপাশি বিকাশের কাজ করছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের অনেকে ভিডিওটি দেখে কিছুটা অপমানিত ও বিস্মিত হয়েছেন। কেউ কেউ আবার রাব্বির মানসিক কষ্ট ও পারিবারিক চাপের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন।
ঢাকা/রুমন/মাসুদ