চিত্রাঙ্গদা সিংকে আগে ভাবগম্ভীর চরিত্রেই দেখা যেত বেশি, তবে সম্প্রতি হালকা মেজাজের বাণিজ্যিক ছবিতেও ধরা দিচ্ছেন তিনি। অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ ছবিতে হাজির হয়ে দর্শককে চমকে দিয়েছিলেন। এবার তাঁকে দেখা যাবে সালমান খানের ‘ব্যাটেল অব গেলওয়ান’ ছবিতে। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা জানিয়েছেন, এবার তিনি মূলধারার বাণিজ্যিক সিনেমার পথে এগোচ্ছেন। আর এই পথচলায় তাঁকে অনুপ্রেরণা দিয়েছেন স্বয়ং সালমান খান।

চিত্রাঙ্গদা সিং। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিমানবন্দরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ এয়ারলাইন্স থেকে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশমালা তৈরির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।

আরো পড়ুন:

ধামরাইয়ে ইনসেপটা ফার্মায় অগ্নিকাণ্ড

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের পোশাক কারখানার আগুন

সাত সদস্যের কমিটির প্রধান করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফকে (ফ্লাইট সেফটি)। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ক্ষয়ক্ষতি নিরূপণে সরকারি কমিটি: অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আরও একটি কমিটি গঠন করেছে।

পাঁচ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে। 

এছাড়া, ফায়ার সার্ভিস থেকে আগুন লাগার কারণ কারণ জানতে তদন্ত কমিটি ঘটন করেছে বলে জানা গেছে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের যে অংশে কুরিয়ারের কাজকর্ম চলে সেখানে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, আনসার, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী সদস্যরাও যোগ দেন অগ্নি নির্বাপণের কাজে।

অভ্যন্তরীণ ও বিদেশ থেকে যেসব ফ্লাইট ঢাকায় নামার কথা, সেগুলোকে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে যেতে বলা হয়। ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে চলে যায় এক ডজনের বেশি ফ্লাইট।

ঢাকা/এমআর/ইভা 

সম্পর্কিত নিবন্ধ