জাপানে মেক্সট স্কলারশিপে উচ্চশিক্ষা, জিপিএ ২.৩০ হলে আবেদন
Published: 19th, October 2025 GMT
জাপানে বিনা মূল্যে উচ্চশিক্ষার জন্য সুযোগ নিয়ে এসেছে টোকিও বিশ্ববিদ্যালয়ের মেক্সট স্কলারশিপ। ২০২৬ সালের আবেদন প্রক্রিয়া ১৫ অক্টোবর শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রোগ্রামের মাধ্যমে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ মিলবে।
‘মেক্সট’ আসলে কীজাপানে পড়াশোনার জন্য অন্যতম একটি বৃত্তি হলো ‘মেক্সট’ (এমইএক্সটি)। শব্দটি প্রকৃতপক্ষে মিনিস্ট্রি অব এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমইসিএসএসটি)। বড়সড় শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো মেক্সট।
১৯৫৪ সাল থেকে শুরু করে বিশ্বের ১৬০টির মতো দেশ থেকে আসা ছাত্রদের জন্য এ বৃত্তি দেয় জাপান সরকার। জাপান সরকার প্রদত্ত বৃত্তিগুলোর মধ্যে এটি সবচেয়ে খ্যাতনামা আর সবচেয়ে সম্মানিত। এ বৃত্তির জন্য ভিসা পেলে ভিসায় লেখা থাকে ‘গভট.
টোকিও বিশ্ববিদ্যালয় জাপানের একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এখানে ১০টি ফ্যাকাল্টিতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যাঁর মধ্যে দুই হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী। কিউএস ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ২৪তম এবং টোকিওর শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান করছে।
আবেদনের যোগ্যতা—
জিপিএ কমপক্ষে ২.৩০ হতে হবে
২ এপ্রিল ১৯৯১ সালের পর জন্মগ্রহণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
আবেদনকারীর ইংরেজি বা জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে
আবেদনকারীকে ‘Student’ ভিসা নিয়ে নির্ধারিত তারিখে জাপানে যেতে হবে
পূর্বে মেক্সট বৃত্তি পাওয়া থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না
আবেদনকারী বর্তমানে জাপানে বসবাস বা অধ্যয়নরত হওয়া যাবে না।
বৃত্তির সুবিধা—
মাসিক ভাতা—
মাস্টার্স: ১৪৪,০০০ ইয়েন
পিএইচডি: ১৪৫,০০০ ইয়েন
অতিরিক্ত ভাতা: ২,০০০–৩,০০০ ইয়েন (গবেষণাভেদে)।
টিউশন ফি সম্পূর্ণ মওকুফ। নিজ দেশের নিকটবর্তী বিমানবন্দর থেকে জাপান পর্যন্ত ইকোনমি ক্লাসে যাতায়াত খরচ।
আরও পড়ুনগুগল স্টুডেন্ট রিসার্চার ইন্টার্নশিপ: বেতনসহ গবেষণার সুযোগ০৭ সেপ্টেম্বর ২০২৫প্রয়োজনীয় কাগজপত্রআবেদন ফরম (বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে)।
গবেষণা পরিকল্পনা ও স্টেটমেন্ট অব পারপাস।
ডিনের সুপারিশপত্র।
পাসপোর্ট সাইজের ছবি।
পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট।
ভাষাগত দক্ষতার প্রমাণ।
থিসিসের সারসংক্ষেপ।
স্নাতক সম্পন্নের বা সম্ভাব্য সম্পন্নের প্রমাণপত্র।
পাসপোর্টের কপি।
ফাইল ছবিউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কানাডার নতুন ঘোষণা: শিক্ষার্থীদের জন্য নতুন স্টাডি পারমিট সংখ্যা জানাল
কানাডা নতুন ইমিগ্রেশন পরিকল্পনা ঘোষণা করেছে। এ পরিকল্পনায় দেশটিতে আসা অর্থনৈতিক অভিবাসীর সংখ্যা বাড়ানো হবে এবং অস্থায়ী বাসিন্দার সংখ্যা—বিশেষ করে স্টুডেন্ট ভিসার মাধ্যমে আসা শিক্ষার্থীদের সংখ্যা—কমানো হবে।
ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬–২০২৮ পরিকল্পনায় জানিয়েছে, দেশটি ২০২৬ সালে ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে এবং কাজ ও পড়াশোনার উদ্দেশ্যে অস্থায়ীভাবে দেশে প্রবেশকারীদের সংখ্যা কমাবে।
আরও পড়ুনকানাডা ২০২৫ সালে স্টাডি পারমিটে আবেদনকারীর সংখ্যা জানাল২৩ জানুয়ারি ২০২৫বিবৃতিতে বলা হয়েছে, কানাডা এখন ‘স্থিতিশীলতার পর্যায়ে’ রয়েছে। দেশে বাড়ি, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত সক্ষমতার সঙ্গে জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে বেশি মানুষ আনার পরিকল্পনা নেই। ২০২৬ সালে আইআরসিসি মোট ৪ লাখ ৮ হাজার বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিট (পড়াশোনার অনুমতি) ইস্যু করবে বলে ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে—
১ লাখ ৫৫ হাজার—নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য
২ লাখ ৫৩ হাজার—বর্তমান ও ফিরে আসা শিক্ষার্থীদের জন্য এক্সটেনশন।
এই সংখ্যা ২০২৫ সালের ৪ লাখ ৩৭ হাজার টার্গেটের তুলনায় ৭ শতাংশ কম এবং ২০২৪ সালের ৪ লাখ ৮৫ হাজারের তুলনায় ১৬ শতাংশ কম। এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো দেশে অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমানো এবং অভিবাসনব্যবস্থাকে অধিক টেকসই করা। সরকারের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে অস্থায়ী বাসিন্দার সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশের নিচে নামিয়ে আনা।
আরও পড়ুনকৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে ব্রিটেনে কারিগরি শিক্ষার উত্থান৫ ঘণ্টা আগেমাস্টার্স–পিএইচডি শিক্ষার্থীদের জন্য বড় ছাড়ঘোষণায় বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২৬ থেকে পাবলিক ডিজাইনেটেড লার্নিং ইনস্টিটিউশনে (ডিএলআই) মাস্টার্স বা পিএইচডি করা শিক্ষার্থীদের স্টাডি পারমিট আবেদনের সময় আর প্রাদেশিক বা আঞ্চলিক অ্যাটেস্টেশন লেটার (PAL/TAL) লাগবে না।
২০২৬ সালে যেসব গ্রুপ PAL/TAL ছাড় পাবে—পাবলিক ডিএলআইতে মাস্টার্স ও ডক্টরাল শিক্ষার্থী
প্রাথমিক ও মাধ্যমিক (কিন্ডারগার্টেন থেকে গ্রেড ১২) শিক্ষার্থী
কানাডা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত ও ঝুঁকিপূর্ণ ক্যাটাগরি
একই ডিএলআই ও একই লেভেলে স্টাডি পারমিট এক্সটেনশন আবেদনকারী বিদ্যমান শিক্ষার্থী
ফাইল ছবি