নতুন ধরনের এক মহাজাগতিক ঘটনার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ফার্মি টেলিস্কোপের মাধ্যমে এখন পর্যন্ত ধারণ করা দীর্ঘ সময় পর্যন্ত গামা রশ্মি বিস্ফোরণের তথ্য সংগ্রহ করেছেন তাঁরা। বিজ্ঞানীদের তথ্যমতে, গত ২ জুলাই গামা রশ্মি বিস্ফোরণের সংকেত প্রথম শনাক্ত করা হয়। ‘জিআরবি ২৫০৭০২বি’ নামের সংকেতটি প্রথম দেখার পর প্রায় সাত ঘণ্টা ধরে জ্বলজ্বল করেছে।

গামা রশ্মি বিস্ফোরণ মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ। প্রায়ই এক্স-রে, অপটিক্যাল ও রেডিও তরঙ্গদৈর্ঘ্যে গামা রশ্মি বিস্ফোরণের তথ্য ধরা পড়ে। কোনো তারা একটি কৃষ্ণগহ্বরের মধ্যে প্রবেশের সময় অত্যন্ত শক্তিশালী আলোর বিস্ফোরণ ঘটে। এটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এবারের গামা রশ্মি বিস্ফোরণের আলোর সংকেত প্রায় সাত ঘণ্টা পর্যন্ত দেখা গেছে।

যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড্যানিয়েল পার্লি জানিয়েছেন, বিজ্ঞানীরা নতুন গামা রশ্মি বিস্ফোরণের উচ্চ রেঞ্জে ফোটন শনাক্ত করেছেন। জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে সেখানে কোনো উজ্জ্বল সুপারনোভা দেখা যায়নি। হিলিয়াম মার্জিংয়ের কারণে এই গামা রশ্মি বিস্ফোরণ অতি দীর্ঘ সময় ধরে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ সময় পর্যন্ত গামা রশ্মি বিস্ফোরণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। বিজ্ঞানীদের অনেকেই কৃষ্ণগহ্বরের ভেতরে তারা প্রবেশের সময় এই গামা রশ্মি বিস্ফোরণ ঘটেনি বলে ধারণা করছেন।

সূত্র: আর্থ ডটকম

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘ সময়

এছাড়াও পড়ুন:

ট্রাম্পের বরাদ্দ কমানোর পদক্ষেপের মধ্যেও রেকর্ড আয় যেভাবে করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর শিক্ষা নিয়ে নানা পদক্ষেপ নেয়। এর মধ্য অন্যতম একটি বিশ্ববিদ্যালয়গুলোর তহবিল কমানো। তহবিল কমানো নিয়ে ট্রাম্পের সঙ্গে সবচেয়ে বেশি তর্ক-বিতর্ক হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ব্যাপারটি আদালত পর্যন্ত গড়িয়েছে। ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের গবেষণা তহবিলে বরাদ্দ কমানোর পদক্ষেপের মধ্যেও বিশ্ববিদ্যালয়টি ঘুরে দাঁড়িয়েছে। ২০২৫ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টির তহবিল প্রায় ৪০০ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে।

বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ শাখা হার্ভার্ড ম্যানেজমেন্ট কোম্পানি (এইচএমসি) গত বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৫ অর্থবছরে (৩০ জুন পর্যন্ত) ১১ দশমিক ৯ শতাংশ বিনিয়োগ রিটার্ন অর্জন করেছে। বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, এই রিটার্ন বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি ৮ শতাংশ লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। ২০২৪ অর্থবছরে হার্ভার্ডের তহবিল ৯ দশমিক ৬ শতাংশ রিটার্ন পেয়ে মোট ৫৩ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল।

আরও পড়ুনজাপানে মেক্সট স্কলারশিপে উচ্চশিক্ষা, জিপিএ ২.৩০ হলে আবেদন ৩ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ৬০০ মিলিয়ন ডলারের অনুদান পেয়েছে। অনুদান হিসেবে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। ট্রাম্প প্রশাসনের বরাদ্দ কমানোর সিদ্ধান্তের পরই অনুদান বেড়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।

হার্ভার্ড ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী এন পি নারভেকার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের তহবিলের ৪১ শতাংশ প্রাইভেট ইকুইটিতে, ৩১ শতাংশ হেজ ফান্ডে এবং ১৪ শতাংশ পাবলিক ইকুইটিতে বিনিয়োগ করা হয়েছে, যা আগের বছরের মতোই অপরিবর্তিত রয়েছে।

হার্ভার্ডের মতো আইভি লিগ স্কুলগুলোর আয়ের ওপর কড়া নজর রাখার কারণে হেজ ফান্ড এবং প্রাইভেট ইকুইটি ফান্ড ব্যবহারের পথিকৃৎ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বর্তমান রাজনৈতিক অবস্থার কারণে এগুলো আরও বেশি তদন্তের আওতায় রয়েছে।

হার্ভার্ডের সভাপতি অ্যালান গার্বার ট্রাম্পের নাম না করেই এক বার্তায় লিখেছেন, ‘আমরা অনিশ্চয়তা ও রাজস্বের উৎসের হুমকির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলছি।’

আরও পড়ুনইউএনডিপিতে ইন্টার্নশিপ, যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ১৮ অক্টোবর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও যুদ্ধের সময় হার্ভার্ড ক্যাম্পাসে ইহুদি-বিরোধিতাকে (অ্যান্টিসেমিটিজম) উৎসাহিত করা হয়েছে। তবে সমালোচকেরা বলেন, এটি আসলে ট্রাম্পের বিশ্ববিদ্যালয়গুলোয় তথাকথিত বামপন্থী পক্ষপাতিত্ব দমন করার একটি অজুহাতমাত্র। এরপরে তহবিল বন্ধ হয় নানা উদ্যোগ নেয় ট্রাম্প। বিষয়টি এখন আদালতে গড়িয়েছে। ফেডারেল সরকারের গবেষণা তহবিল হ্রাস এবং বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সীমিত করার পদক্ষেপের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতে লড়ছে।

আরও পড়ুন৩ ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে ভর্তিতে ইউজিসির সতর্কতা১৮ ঘণ্টা আগেআরও পড়ুনআধুনিক ভাষা ইনস্টিটিউটে ১৪টি ভাষা শিক্ষার কোর্স, আবেদন এইচএসসি পাসে২০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ