শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি–সমর্থিত আইনজীবীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিএনপির নেতা-কর্মীদের বাধার মুখে আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার আইনজীবী সমিতির মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে বিএনপি–সমর্থিত প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম সভাপতি ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুল হাসান সাধারণ সম্পাদক হন।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। জেলা আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে নির্বাচন কমিশনের সদস্যরা সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেন। যাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাঁদের সেখানে গিয়ে কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির নেতা-কর্মীদের বাধার মুখে অন্য কেউ মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল থেকে আইনজীবী সমিতির ক্যাম্পাসে অবস্থান নেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা সমিতিতে প্রবেশের সব রাস্তার মুখে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। অভিযোগ ওঠে, বিএনপির একটি পক্ষ সমিতির সব সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগ–সমর্থিত সভাপতি প্রার্থী হানিফ মিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী আলমগীর হোসেন হাওলাদারকে সমিতি ভবনে তাঁদের কক্ষে অবরুদ্ধ করে রাখে ওই পক্ষ।

আইনজীবী সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে খবর ছিল, আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। তাঁরা বিষয়টি নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও সেনাবাহিনীকে লিখিতভাবে দুদিন আগেই জানিয়েছিলেন। কিন্তু কোনো পক্ষই সাহায্যে এগিয়ে আসেনি। ওই সুযোগে বিএনপির নেতা-কর্মীরা সমিতির ক্যাম্পাস দখল করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

আওয়ামীপন্থী সভাপতি প্রার্থী ও বর্তমান কমিটির সভাপতি হানিফ মিয়া বলেন, ‘আমাদের বাধা দিতে পারে, এমন তথ্য জেনে সকালেই সমিতিতে প্রবেশ করি। এরপর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা আমাদের ভবন থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। দীর্ঘ সময় আমাদের চেম্বারে অবরুদ্ধ করে রাখেন। নির্বাচনের প্রক্রিয়াটি অনৈতিক ও অবৈধ হয়েছে। ভোটাধিকার হরণ করায় সাধারণ আইনজীবীরা এ ঘটনা পছন্দ করেননি।’

সাধারণ সম্পাদক প্রার্থী আলমগীর হোসেন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আমাকে চেম্বারে অবরুদ্ধ করে রাখা হয়, যাতে আমি মনোনয়নপত্র জমা দিতে না পারি। সকালে আমাদের এক আইনজীবীকে মারধর করা হয়। এরপর আমরা আতঙ্কিত হয়ে পড়ি। সমিতি প্রতিষ্ঠার পর এমন ঘটনা কখনো ঘটেনি।’

এ বিষয়ে কথা বলতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের চেম্বারে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। মুঠোফোনে কল করলে ‘আদালতে ব্যস্ত আছেন, এ বিষয়ে পরে কথা বলবেন’ বলে জাহাঙ্গীর আলম ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আর কামরুল হাসান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল হক আকন প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। কোনো পক্ষ বাধা দিয়েছে, এমন অভিযোগ কেউ করেননি। আইনজীবী সমিতির ক্যাম্পাসের বাইরে কী ঘটেছে, তাঁরা বলতে পারবেন না।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা ঘটেছে, এমন তথ্য তাঁদের কাছে নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিধি মেনে আদালত এলাকার অদূরে পুলিশ মোতায়েন করা ছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র ন ত সমর থ ত আইনজ ব আম দ র আওয় ম

এছাড়াও পড়ুন:

ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবীর জামিন

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ জামিন দেন।

বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ২০২১ সালে হাইকোর্টে আপিল করেন ফারাবী। ২০২২ সালের ৪ আগস্ট হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন। বিচারাধীন আপিলে জামিন চেয়ে আবেদন করেন ফারাবী, যা আজ আদালতের কার্যতালিকায় ১৭৯ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে ফারাবীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান।

পরে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘২০১৫ সালের ৩ মার্চ থেকে কারাগারে আছেন ফারাবী। ফারাবী ১৬৪ ধারায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। মামলায় চারজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের কেউই ফারাবীর নাম উল্লেখ করেননি। তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীর বক্তব্যেও তাঁর নাম আসেনি। এসব যুক্তিতে ফারাবীর জামিন চাওয়া হয়। বিচারাধীন আপিলে ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।’

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হন। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৯ সালের ৬ আগস্ট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় ২৮ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

এই মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান রায় দেন। রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং এক আসামিকে (শফিউর রহমান ফারাবী) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে আপিল করেন ফারাবী।

সম্পর্কিত নিবন্ধ

  • দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না
  • রাকসু নির্বাচনের আচরণবিধি প্রকাশ, প্রার্থী হলে করাতে হবে ডোপ টেস্ট
  • হতাহতের ছবি-ভিডিও সরাতে ও ছড়িয়ে পড়া বন্ধে পদক্ষেপ চেয়ে রিট, আদেশ ৩ আগস্ট
  • এক-এগারোর মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়
  • তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ১৩ আগস্ট
  • প্রার্থীদের ডোপ টেস্টের বিধান রেখে রাকসুর আচরণবিধি প্রকাশ
  • নারায়ণগঞ্জে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শপথ আইনজীবীদের
  • শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা আইনজীবী ফোরামের পদযাত্রা
  • ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবীর জামিন
  • সুরাইয়া মতিনের মৃত্যুতে ফতুল্লা প্রেসক্লাবের শোক