মেক্সিকো ও ইইউ-এর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
Published: 12th, July 2025 GMT
সপ্তাহব্যাপী আলোচনার পর বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানির উপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে শনিবার জানিয়েছেন ট্রাম্প।
শনিবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা পৃথক চিঠিতে নতুন শুল্ক ঘোষণা করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন।
২৭টি দেশের ব্লক ইইউ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আশা করেছিল।
সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রসারের পর, ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের চিঠির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর আগে, তারা শিল্প পণ্যের উপর শূন্যের বিনিময়ে শূন্যের শুল্কসহ একটি বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আশা করেছিল। কিন্তু কয়েক মাস ধরে চলা কঠিন আলোচনার পরে স্পষ্ট হয়েছে যে, সম্ভবত বিষয়টি একটি অন্তর্বর্তীকালীন চুক্তির মাধ্যমে মীমাংসা করতে হবে এবং আশা করা হচ্ছিল, আরো ভাল কিছু নিয়ে আলোচনা করা যেতে পারে।
২৭টি দেশের এই ব্লকটি পরস্পরবিরোধী চাপের মধ্যে রয়েছে। কারণ শক্তিশালী জার্মানি তার শিল্পকে সুরক্ষিত করার জন্য দ্রুত চুক্তির আহ্বান জানিয়েছে, অন্যদিকে ফ্রান্সের মতো অন্যান্য ইইউ সদস্যরা জানিয়েছে, ইইউ আলোচকদের মার্কিন শর্তে একতরফা চুক্তিতে আবদ্ধ হওয়া উচিত নয়।
হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের শুল্ক আদেশের ধারাবাহিকতা মার্কিন সরকারের জন্য প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার নতুন রাজস্ব তৈরি করতে শুরু করেছে। শুক্রবার মার্কিন ট্রেজারির তথ্য অনুসারে, জুন পর্যন্ত ফেডারেল অর্থবছরে মার্কিন শুল্ক রাজস্ব ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘বাবা বলে গেছেন, তাড়াতাড়ি ফিরে আসবেন’
‘বাবা হাসি মুখে বলে গেছেন, তাড়াতাড়ি ফিরে আসবেন। কিন্তু আর জীবিত ফিরে আসেননি।’ শনিবার সকালে বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়া গ্রামে গেলে এ সব কথা বলে সোহান (১০)। সে ঢাকার মিটফোর্ডে নৃশংস হত্যার শিকার লাল চাঁদ ওরফে সোহাগের ছেলে।
বাবার কবরের পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে সোহান আরও বলে, ‘পাথর দিয়ে বাবাকে যেভাবে মারা হয়েছে, আমরা তো সেভাবে মারতে পারব না। আইন হাতে নেওয়া যায় না। অনুরোধ, বাবা হত্যার বিচার যেন ঠিকভাবে হয়।’
নিহত সোহাগের মেয়ে সোহানা (১৪) বলে, ‘বাবা অনেক কষ্ট করে ৫ থেকে ৬ বছর আগে আমাদের ব্যবসা দাঁড় করিয়েছেন। কিছুদিন আগে সন্ত্রাসীরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় হুমকি দিয়েছে। গোডাউনে তালা দিয়েছে। ওই তালা খুলতে গিয়ে বাবা নৃশংসভাবে খুন হন।’
সোহাগের স্ত্রী লাকী বেগম বলেন, ‘স্বামীর ঘর-বাড়ি, ব্যাংক ব্যাল্যান্স কিছুই নাই। ভাড়া বাসায় থেকে ছেলে-মেয়েকে লেখাপড়া করিয়েছি। আমি গৃহিণী, কোনো আয় রোজগার নাই। কোথায় থাকব, কি করব, কিছুই জানি না। সন্তানদের ভবিষ্যৎ বলতে আর কিছু নাই।’
এর আগে শুক্রবার সকালে জানাজা শেষে সোহাগের নানা বাড়ি বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়া গ্রামে মায়ের পাশে দাফন করা হয়েছে। শনিবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, অসংখ্য নারী-পুরুষ বাড়িত আসছেন, সোহাগের স্ত্রী, ছেলে-মেয়েসহ বোনদের সান্ত্বনা দিচ্ছেন।
এদিকে বিকেল সোয়া ৫টায় সোহাগ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, এনসিপি ও গণঅধিকার পরিষদ। বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেস ক্লাব চত্বরে যৌথ সমাবেশ করে সংগঠনগুলো।
এ সময় বক্তারা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা মনে করেছে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। অথচ ক্ষমতায় যাওয়ার আগেই হত্যা, চাঁদাবাজি, দখল বাণিজ্য শুরু করেছে। এসব বন্ধ না করলে জনগণ আওয়ামী লীগের মতো তাদেরও প্রত্যাখ্যান করবে। এসব নির্মমতা দেখতে আমরা জুলাই আন্দোলন করিনি, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো হয়নি। এক বছরের ব্যবধানে একই পরিস্থিতি দেখছি। বিএনপির সাহস থাকলে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সোহাগ হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসতো।’
সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মো. মহিবুল্লাহ্ হারুন, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাশেমী, সাবেক সভাপতি ও কেওড়াবুনিয়া পীর মাওলানা মো. অলিউল্লাহ্, ইসলামী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মামুন, গণঅধিকার পরিষদের মো. মাইনুল ইসলাম প্রমুখ।