সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমিলা জামানসহ ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের সাবেক (ইউসিবি) ২০ জন পরিচালক ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ২৬টি বিও হিসাব (বেনিফিশিয়ারি ওনার্স) অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.

জাকির হোসেন ৯ জুলাই এ আদেশ দেন।

সাইফুজ্জামানের স্ত্রী রুকমিলা জামান ছাড়া অ্যাকাউন্ট অবরুদ্ধ হওয়া ইউসিবি ব্যাংকের সাবেক ১৯ পরিচালক হলেন- বজল আহমেদ, আনিসুজ্জামান চৌধুরী, আক্তার মতিন চৌধুরী, এম এ সবুর, ইউনুস আহমেদ, এম এ কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, সায়েদ মোহাম্মদ নুরুদ্দিন, রুকসানা জামান, আফরুজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মোহাম্মদ শাহ আলম, প্রফেসর ড. মো. জোনায়েদ শফিক, ড. কনক কান্তি সেন, ড. অপরূপ চৌধুরী, তৌহিদ শিপার রফিকুজ্জামান ও আরিফ কাদরী।

দুদক সূত্রে জানা যায়, অবরুদ্ধ হওয়া এসব বিও হিসাবে রুকমিলা জামানের ৩১ লাখ ৯৩০টি, বশির আহমেদের ৩১ লাখ ১৮ হাজার ৩৮৫, সাবেক মন্ত্রীর ভাই আনিসুজ্জামান চৌধুরীর ৪৩ লাখ ৩৮ হাজার ৯৭৩টি, তার স্ত্রী রুকসানা জামানের ৩১ লাখ ৩ হাজার ৮৯টি, এম এ সবুরের ৩৩ লাখ ৬৭ হাজার ১০৮টি, বজল আহমেদের ২৫ লাখ ৮৫ হাজার ৬৪২টি, নুরুল ইসলাম চৌধুরীর ৩১ লাখ ১ হাজার ৩৭৬টি, আসিফুজ্জামান চৌধুরীর ৪৩ লাখ ৭৩ হাজার ৪৬৬টি শেয়ার রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, সাইফুজ্জামান সংশ্লিষ্ট সাতটি প্রতিষ্ঠানের বিও হিসাব আদালতের আদেশের আওতায় এসেছে। সেগুলো হলো- ভলকার্ট ট্রেডিং, লিজেন্ডারি এসেট ম্যানেজমেন্ট, স্পেলেন্ডেড ট্রেডিং, আরামিট থাই এলমিনিয়াম, অর্ডেন্ট এসেট মেনেজমেন্ট, নাহার মেটালস ও এরোমেটিক প্রোপার্টিস। এসব প্রতিষ্ঠান সাইফুজ্জামান চৌধুরী বা তার পরিবারের মালিকানাধীন অথবা ঘনিষ্ঠদের মাধ্যমে পরিচালিত হয় বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

২০১৪ সালে আওয়ামী লীগ ফের সরকার গঠন করলে ইউসিবি ব্যাংক পরিচালনার সঙ্গে যুক্ত হন সাইফুজ্জামান চৌধুরীর পরিবার। ২০১৮ সালে পুরোপুরিভাবে ব্যাংকটির দায়িত্ব নেয় তার পরিবার। নিজে মন্ত্রী হওয়ার পর স্ত্রী রুকমিলা চৌধুরীকে বানান ব্যাংকের চেয়ারম্যান। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরবর্তী সময়ে ১২টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অন্যতম ইউসিবি ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা ছাড়াই ঘুরে দাঁড়াতে শুরু করে ব্যাংকটি। মাত্র দেড় মাসেই এক লাখেরও বেশি নতুন গ্রাহক সংগ্রহ করে তারা, বাড়ে আমানতের পরিমাণও। এরই মধ্যে পুঁজিবাজারেও বাড়ে ব্যাংকটির শেয়ারের দাম। 

 

উৎস: Samakal

কীওয়ার্ড: স ইফ জ জ ম ন চ ধ র শ য় রব জ র র ৩১ ল খ অবর দ ধ পর চ ল র কম ল আহম দ ইউস ব

এছাড়াও পড়ুন:

‘বাবা বলে গেছেন, তাড়াতাড়ি ফিরে আসবেন’

‘বাবা হাসি মুখে বলে গেছেন, তাড়াতাড়ি ফিরে আসবেন। কিন্তু আর জীবিত ফিরে আসেননি।’ শনিবার সকালে বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়া গ্রামে গেলে এ সব কথা বলে সোহান (১০)। সে ঢাকার মিটফোর্ডে নৃশংস হত্যার শিকার লাল চাঁদ ওরফে সোহাগের ছেলে।

বাবার কবরের পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে সোহান আরও বলে, ‘পাথর দিয়ে বাবাকে যেভাবে মারা হয়েছে, আমরা তো সেভাবে মারতে পারব না। আইন হাতে নেওয়া যায় না। অনুরোধ, বাবা হত্যার বিচার যেন ঠিকভাবে হয়।’

নিহত সোহাগের মেয়ে সোহানা (১৪) বলে, ‘বাবা অনেক কষ্ট করে ৫ থেকে ৬ বছর আগে আমাদের ব্যবসা দাঁড় করিয়েছেন। কিছুদিন আগে সন্ত্রাসীরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় হুমকি দিয়েছে। গোডাউনে তালা দিয়েছে। ওই তালা খুলতে গিয়ে বাবা নৃশংসভাবে খুন হন।’

সোহাগের স্ত্রী লাকী বেগম বলেন, ‘স্বামীর ঘর-বাড়ি, ব্যাংক ব্যাল্যান্স কিছুই নাই। ভাড়া বাসায় থেকে ছেলে-মেয়েকে লেখাপড়া করিয়েছি। আমি গৃহিণী, কোনো আয় রোজগার নাই। কোথায় থাকব, কি করব, কিছুই জানি না। সন্তানদের ভবিষ্যৎ বলতে আর কিছু নাই।’

এর আগে শুক্রবার সকালে জানাজা শেষে সোহাগের নানা বাড়ি বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়া গ্রামে মায়ের পাশে দাফন করা হয়েছে। শনিবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, অসংখ্য নারী-পুরুষ বাড়িত আসছেন, সোহাগের স্ত্রী, ছেলে-মেয়েসহ বোনদের সান্ত্বনা দিচ্ছেন। 

এদিকে বিকেল সোয়া ৫টায় সোহাগ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, এনসিপি ও গণঅধিকার পরিষদ। বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেস ক্লাব চত্বরে যৌথ সমাবেশ করে সংগঠনগুলো।

এ সময় বক্তারা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা মনে করেছে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। অথচ ক্ষমতায় যাওয়ার আগেই হত্যা, চাঁদাবাজি, দখল বাণিজ্য শুরু করেছে। এসব বন্ধ না করলে জনগণ আওয়ামী লীগের মতো তাদেরও প্রত্যাখ্যান করবে। এসব নির্মমতা দেখতে আমরা জুলাই আন্দোলন করিনি, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো হয়নি। এক বছরের ব্যবধানে একই পরিস্থিতি দেখছি। বিএনপির সাহস থাকলে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সোহাগ হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসতো।’ 

সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মো. মহিবুল্লাহ্‌ হারুন, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাশেমী, সাবেক সভাপতি ও কেওড়াবুনিয়া পীর মাওলানা মো. অলিউল্লাহ্‌, ইসলামী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মামুন, গণঅধিকার পরিষদের মো. মাইনুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ