সাইফুজ্জামানসহ ইউসিবি ব্যাংকের সাবেক ২০ পরিচালকের ২৬ বিও হিসাব অবরুদ্ধের আদেশ
Published: 12th, July 2025 GMT
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমিলা জামানসহ ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের সাবেক (ইউসিবি) ২০ জন পরিচালক ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ২৬টি বিও হিসাব (বেনিফিশিয়ারি ওনার্স) অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.
সাইফুজ্জামানের স্ত্রী রুকমিলা জামান ছাড়া অ্যাকাউন্ট অবরুদ্ধ হওয়া ইউসিবি ব্যাংকের সাবেক ১৯ পরিচালক হলেন- বজল আহমেদ, আনিসুজ্জামান চৌধুরী, আক্তার মতিন চৌধুরী, এম এ সবুর, ইউনুস আহমেদ, এম এ কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, সায়েদ মোহাম্মদ নুরুদ্দিন, রুকসানা জামান, আফরুজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মোহাম্মদ শাহ আলম, প্রফেসর ড. মো. জোনায়েদ শফিক, ড. কনক কান্তি সেন, ড. অপরূপ চৌধুরী, তৌহিদ শিপার রফিকুজ্জামান ও আরিফ কাদরী।
দুদক সূত্রে জানা যায়, অবরুদ্ধ হওয়া এসব বিও হিসাবে রুকমিলা জামানের ৩১ লাখ ৯৩০টি, বশির আহমেদের ৩১ লাখ ১৮ হাজার ৩৮৫, সাবেক মন্ত্রীর ভাই আনিসুজ্জামান চৌধুরীর ৪৩ লাখ ৩৮ হাজার ৯৭৩টি, তার স্ত্রী রুকসানা জামানের ৩১ লাখ ৩ হাজার ৮৯টি, এম এ সবুরের ৩৩ লাখ ৬৭ হাজার ১০৮টি, বজল আহমেদের ২৫ লাখ ৮৫ হাজার ৬৪২টি, নুরুল ইসলাম চৌধুরীর ৩১ লাখ ১ হাজার ৩৭৬টি, আসিফুজ্জামান চৌধুরীর ৪৩ লাখ ৭৩ হাজার ৪৬৬টি শেয়ার রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সাইফুজ্জামান সংশ্লিষ্ট সাতটি প্রতিষ্ঠানের বিও হিসাব আদালতের আদেশের আওতায় এসেছে। সেগুলো হলো- ভলকার্ট ট্রেডিং, লিজেন্ডারি এসেট ম্যানেজমেন্ট, স্পেলেন্ডেড ট্রেডিং, আরামিট থাই এলমিনিয়াম, অর্ডেন্ট এসেট মেনেজমেন্ট, নাহার মেটালস ও এরোমেটিক প্রোপার্টিস। এসব প্রতিষ্ঠান সাইফুজ্জামান চৌধুরী বা তার পরিবারের মালিকানাধীন অথবা ঘনিষ্ঠদের মাধ্যমে পরিচালিত হয় বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
২০১৪ সালে আওয়ামী লীগ ফের সরকার গঠন করলে ইউসিবি ব্যাংক পরিচালনার সঙ্গে যুক্ত হন সাইফুজ্জামান চৌধুরীর পরিবার। ২০১৮ সালে পুরোপুরিভাবে ব্যাংকটির দায়িত্ব নেয় তার পরিবার। নিজে মন্ত্রী হওয়ার পর স্ত্রী রুকমিলা চৌধুরীকে বানান ব্যাংকের চেয়ারম্যান। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরবর্তী সময়ে ১২টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অন্যতম ইউসিবি ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা ছাড়াই ঘুরে দাঁড়াতে শুরু করে ব্যাংকটি। মাত্র দেড় মাসেই এক লাখেরও বেশি নতুন গ্রাহক সংগ্রহ করে তারা, বাড়ে আমানতের পরিমাণও। এরই মধ্যে পুঁজিবাজারেও বাড়ে ব্যাংকটির শেয়ারের দাম।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ইফ জ জ ম ন চ ধ র শ য় রব জ র র ৩১ ল খ অবর দ ধ পর চ ল র কম ল আহম দ ইউস ব
এছাড়াও পড়ুন:
সমালোচনা ভুলে ৩৮ বছরের ছোট নায়িকার সঙ্গে চিরঞ্জীবীর রোমান্স
ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। হাঁটুর বয়েসি নায়িকা শ্রুতি হাসানের সঙ্গে ‘ওয়ালটেয়ার ভিরিয়া’ সিনেমায় জুটি বেঁধে রোমান্স করতে দেখা গিয়েছে তাকে। তারও আগে ‘আচার্য’ সিনেমায় কাজল আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন এই তারকা অভিনেতা। এবার ৩৮ বছরের ছোট এক নায়িকার সঙ্গে পর্দায় রোমান্স করবেন চিরঞ্জীবী।
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, চিরঞ্জীবীর পরবর্তী সিনেমা ‘মেগা ১৫৮’। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমা নির্মাণ করবেন পরিচালক ববি কলি। সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন মালবিকা মোহনান। সবকিছু ঠিক থাকলে ৩২ বছর বয়সি মালবিকা ৭০ বছরের চিরঞ্জীবীর সঙ্গে রোমান্স করবেন। তাদের মাঝে বয়সের ব্যবধান ৩৮ বছরের।
আরো পড়ুন:
কানতারা টু: ‘রাজকন্যা কঙ্কাবতী’ রুক্মিণীকে কতটা জানেন?
তামান্নাকে নিয়ে আন্নু কাপুরের ‘অশ্লীল’ মন্তব্য
‘মেগা ১৫৮’ সিনেমা প্রযোজনা করবেন কেভিএন প্রোডাকশন। আগামী ৫ নভেম্বর পূজা-আর্চনার মধ্য দিয়ে সিনেমাটির যাত্রা শুরু করবেন নির্মাতারা। তবে ২০২৬ সালের জানুয়ারিতে দৃশ্যধারণের কাজ শুরু হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
চিরঞ্জীবীর হাতে এখন চারটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। অন্যদিকে, তামিল ভাষার ‘সরদার টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মালবিকা। তেলেগু ভাষার ‘রাজা সাব’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রভাস।
ঢাকা/শান্ত