বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলেন তাসমিত আফিয়াত। একদিন তাঁকে স্টাইল গুরু নামে এনটিভির একটা রিয়েলিটি শোর বাছাইপর্বে নিয়ে গেলেন মা। লাইনে দাঁড়িয়ে নিজের চেয়ে বয়সে বড়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দেখে ঘাবড়ে গেলেন তাসমিত। বাড়ি ফিরে যাওয়ার জন্য মাকে জোরাজুরি করতে লাগলেন। মা বললেন, ‘হেরে গেলে আমি তোমাকে নিয়ে যাব। তবে তোমাকে প্রতিযোগিতা ফেস করে যেতে হবে।’ ২০১১ সালের সেই দিন তাসমিতের মা যদি তাঁকে নিয়ে বাড়ি ফিরে যেতেন, এই লেখার সূত্রপাত তাহলে হয়তো হতো না!

বিচারকেরা তাসমিতকে প্রশ্ন করেছিলেন, ‘হোয়াট ইজ ফ্যাশন?’ উত্তরে তাসমিত তেমন কিছু না ভেবেই বলেছিলেন, ‘ফ্যাশন ইজ হোয়াট ইউ সি ইন মি।’ বিচারকেরা যেন এই উত্তরেরই অপেক্ষায় ছিলেন। তাঁরা দাঁড়িয়ে গেলেন, হাততালি দিলেন। এই প্রতিযোগিতায় মাত্র ২ ঘণ্টার ভেতর বিভিন্ন কনসেপ্টে পোশাকের ডিজাইন করে, বানিয়ে তা মডেলকে পরিয়ে র‍্যাম্পে উপস্থাপন করতে হয়েছিল। পরপর বেশ কয়েক দিন প্রতিযোগীদের ভেতর সেরা হয়েছিলেন সবার ছোট তাসমিত।

এক যুগ ধরে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন তাসমিত.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড জ ইন

এছাড়াও পড়ুন:

দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তর স্মৃতিবিজড়িত ভবন

২ / ৯ভবনটি পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা

সম্পর্কিত নিবন্ধ