ছায়ানট মিলনায়তনে সেদিন বৈশাখী উৎসবের আয়োজন করেছিল শান্তি ক্যানসার ফাউন্ডেশন। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘নাগরদোলা’। বৈশাখী উৎসবের রঙে নিজেদের রাঙিয়ে হাজির হয়েছিলেন নানা বয়সী মানুষ। শিশুদের ঝলমলে উপস্থিতি নজর কেড়েছিল। গানে গানে শুরু হওয়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্তি ক্যানসার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা.

পারভীন শাহিদা আখতার। উদ্বোধনী বক্তব্যে লড়াকু মানুষের জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এই চিকিৎসক বলেন, ‘এই উৎসব জীবনের সৌন্দর্য, শক্তি ও সাহসকে উদ্‌যাপন করার আয়োজন। এটি শুধু উৎসব নয়; বরং আলোয় ফেরার প্রতীক।’

বক্তব্য শেষে আবৃত্তিও করেছেন ক্যানসার–যোদ্ধাদের জন্য।

আয়োজনটি কেন আলাদা

ক্যানসার আক্রান্ত মানুষ, তাঁদের পরিবার ও ক্যানসার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীদের নিয়েই শান্তি ক্যানসার ফাউন্ডেশনের কর্মকাণ্ড। ফাউন্ডেশনের সঙ্গে আরও রয়েছেন জনহিতকর কাজে আগ্রহী মানুষ। সবার অংশগ্রহণে জীবনের বহুমাত্রিক গল্প ফুটে উঠেছিল মঞ্চে। পেশাদার শিল্পী ছাড়া সেদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই ক্যানসার আক্রান্ত মানুষেরা। যেখানে সমাজের অধিকাংশ মানুষ মনে করেন, ক্যানসার মানে জীবনের পরিসমাপ্তি কিংবা জরাগ্রস্ত হয়ে ধুঁকে ধুঁকে বেঁচে থাকা, সেখানে নতুন এক বৈশাখে ক্যানসার রোগীদের নিয়ে এমন উৎসব এক ভিন্নতর ভাবনার প্রকাশই বটে।

সমবেত কণ্ঠে গান

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ বন র

এছাড়াও পড়ুন:

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৬০

ভারতের গোয়া রাজ্যের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬০ জন। সেখানকার শিরগাঁওয়ের একটি মন্দিরে বার্ষিক লৈরাই দেবী যাত্রা (মিছিল) চলার সময় এ ঘটনা ঘটে। আহতদের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। খবর-এনডিটিভি

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ভিড়ের গতিবিধি নজরে রাখার জন্য ড্রোনও রাখা হয়েছিল। তবে পদদলিত হওয়ার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনার পর সকালে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন, দুই পুরুষ ও দুই নারীসহ নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা জরুরি সেবা ১০৮ এর মাধ্যমে পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রতি বছর উত্তর গোয়ার শিরগাও গ্রামে লৈরাই দেবী যাত্রা উৎসব উদযাপিত হয়। যাকে ঘিরে এই উৎসব সেই দেবী লৈরাইকে দেবী পার্বতীর একটি রূপ এবং সাত বোন দেবীর একজন বলে বিশ্বাস করা হয়। এ উৎসবের বিশেষত্ব হচ্ছে ঐতিহ্যবাহী ‘ধোঁদাচি যাত্রা’ সেখানে ভক্তরা খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যান।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘মাস্তুল’ স্পেনে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ হিসেবে মনোনীত
  • কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত
  • লাইপজিগের বিপক্ষে ড্র, শিরোপা উদযাপনের অপেক্ষায় কেইন
  • মস্কোর পর এবার স্পেনের চলচ্চিত্র উৎসবে ঢাকার ‘মাস্তুল’
  • কোরিয়ায় নাচবেন প্রিয়াঙ্কা 
  • ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৬০
  • ভারতে মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৬০
  • চট্টগ্রামে শান্তি শোভাযাত্রায় অংশ নিলেন প্রেস সচিব
  • শ্রমিকদের নিয়ে ইবিতে স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসব