‘মাস্তুল’ স্পেনে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ হিসেবে মনোনীত
Published: 3rd, May 2025 GMT
বাংলা সিনেমা–সংশ্লিষ্টদের জন্য খবরটি আনন্দের। আসন্ন সেপ্টেম্বরে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’।
১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানিয়েছেন, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার পাওয়ার পর মাস্তুল এখন আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রশংসা পাচ্ছে। তিনি আরও জানান, ‘ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছি এবং সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে রওনা হব।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক চলচ চ ত র স প ট ম বর
এছাড়াও পড়ুন:
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৬০
ভারতের গোয়া রাজ্যের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬০ জন। সেখানকার শিরগাঁওয়ের একটি মন্দিরে বার্ষিক লৈরাই দেবী যাত্রা (মিছিল) চলার সময় এ ঘটনা ঘটে। আহতদের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। খবর-এনডিটিভি
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ভিড়ের গতিবিধি নজরে রাখার জন্য ড্রোনও রাখা হয়েছিল। তবে পদদলিত হওয়ার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনার পর সকালে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন, দুই পুরুষ ও দুই নারীসহ নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা জরুরি সেবা ১০৮ এর মাধ্যমে পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
প্রতি বছর উত্তর গোয়ার শিরগাও গ্রামে লৈরাই দেবী যাত্রা উৎসব উদযাপিত হয়। যাকে ঘিরে এই উৎসব সেই দেবী লৈরাইকে দেবী পার্বতীর একটি রূপ এবং সাত বোন দেবীর একজন বলে বিশ্বাস করা হয়। এ উৎসবের বিশেষত্ব হচ্ছে ঐতিহ্যবাহী ‘ধোঁদাচি যাত্রা’ সেখানে ভক্তরা খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যান।