কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত
Published: 3rd, May 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম বৃহৎ আয়োজন ‘এআই অলিম্পিয়াড ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল টাওয়ারে দিনব্যাপী এই আয়োজন হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট যৌথভাবে এ আয়োজন করে।
সারা দেশ থেকে ৭০০–এর বেশি শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমী অংশ নেন এ উৎসবে। সকাল ৯টায় উৎসবের উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো.
বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও ইয়ুথ প্রোগ্রামের ইভেন্টস অ্যান্ড অ্যাকটিভেশন প্রধান সমন্বয়ক মো. মুনির হাসান, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আখতার হোসেন।
আয়োজনে সার্বিক বিবরণ তুলে ধরেন অলিম্পিয়াডের কনভেনর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাস।
প্রধান অতিথির বক্তব্যে সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল একটি প্রযুক্তি নয়, এটি জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই অলিম্পিয়াড তরুণদের সেই হাতিয়ার নির্মাণের পথে এগিয়ে নেবে।’ তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজনের সঙ্গে আইসিটি বিভাগ সরাসরি যুক্ত হয়ে সহযোগিতা করবে।
সবুর খান বলেন, ‘প্রযুক্তির সঙ্গে তরুণ প্রজন্মের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা উদ্যোক্তা হয়ে উঠলে বাংলাদেশে প্রযুক্তির বিকাশ অব্যাহত থাকবে। এই অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি জাতীয় পর্যায়ে এআই সচেতনতা তৈরির একটি রূপান্তরমূলক প্রক্রিয়া।’
আয়োজনে তিনটি কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ, নৈতিকতা এবং সম্ভাবনার নানা দিক আলোচিত হয়। শিক্ষার্থীরা তিনটি স্তরে (প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) প্রকল্প জমা দেন। প্রকল্পের বিচার করেন ড্যাফোডিলের কম্পিউটার, কম্পিউটিং ও সফটওয়্যার বিভাগের ৩৬ জন শিক্ষক।
সেরা দল নির্বাচিত হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। টারশিয়ারি বিভাগে চ্যাম্পিয়ন হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ‘উইসডোমিক, প্রথম রানারআপ হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিসার’ এবং দ্বিতীয় রানারআপ হয় ড্যাফোডিলের ‘ওসমান’ দল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত অল ম প য় ড
এছাড়াও পড়ুন:
৫ আগস্ট বন্ধ থাকবে পোশাক কারখানা
আগামীকাল ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ থাকবে।
পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি-বিজিএমইএ তাদের সদস্যদের বিশেষভাবে অনুরোধ করেছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশের জন্য এই দিনটি সাধারণ ছুটি হিসেবে পালন করার জন্য।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সচিব অবসরপ্রাপ্ত মেজর মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ছুটির ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫ এর বিধি ১১০ মোতাবেক প্রতি বছর বছরের শুরুতে ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করা হয়। তবে সরকার বছরের মাঝামাঝি সময়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সাধারণ ছুটি ঘোষণা করায় উক্ত ছুটি উৎসব ছুটির অন্তর্ভুক্ত ছিল না। তাই শ্রম আইন অনুযায়ী কারখানাগুলোর জন্য উক্ত ছুটি বাধ্যতামূলক নয়। তবুও, বিজিএমইএ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকল পোশাক শিল্প কারখানাগুলোকে সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।
গত ২ জুলাই সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-আদালতে ছুটি নির্ধারণ করে।
ঢাকা/নাজমুল/ইভা