কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম বৃহৎ আয়োজন ‘এআই অলিম্পিয়াড ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল টাওয়ারে দিনব্যাপী এই আয়োজন হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট যৌথভাবে এ আয়োজন করে।

সারা দেশ থেকে ৭০০–এর বেশি শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমী অংশ নেন এ উৎসবে। সকাল ৯টায় উৎসবের উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো.

সবুর খান।

বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও ইয়ুথ প্রোগ্রামের ইভেন্টস অ্যান্ড অ্যাকটিভেশন প্রধান সমন্বয়ক মো. মুনির হাসান, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আখতার হোসেন।

আয়োজনে সার্বিক বিবরণ তুলে ধরেন অলিম্পিয়াডের কনভেনর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাস।

প্রধান অতিথির বক্তব্যে সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল একটি প্রযুক্তি নয়, এটি জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই অলিম্পিয়াড তরুণদের সেই হাতিয়ার নির্মাণের পথে এগিয়ে নেবে।’ তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজনের সঙ্গে আইসিটি বিভাগ সরাসরি যুক্ত হয়ে সহযোগিতা করবে।

সবুর খান বলেন, ‘প্রযুক্তির সঙ্গে তরুণ প্রজন্মের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা উদ্যোক্তা হয়ে উঠলে বাংলাদেশে প্রযুক্তির বিকাশ অব্যাহত থাকবে। এই অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি জাতীয় পর্যায়ে এআই সচেতনতা তৈরির একটি রূপান্তরমূলক প্রক্রিয়া।’

আয়োজনে তিনটি কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ, নৈতিকতা এবং সম্ভাবনার নানা দিক আলোচিত হয়। শিক্ষার্থীরা তিনটি স্তরে (প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) প্রকল্প জমা দেন। প্রকল্পের বিচার করেন ড্যাফোডিলের কম্পিউটার, কম্পিউটিং ও সফটওয়্যার বিভাগের ৩৬ জন শিক্ষক।

সেরা দল নির্বাচিত হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। টারশিয়ারি বিভাগে চ্যাম্পিয়ন হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ‘উইসডোমিক, প্রথম রানারআপ হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিসার’ এবং দ্বিতীয় রানারআপ হয় ড্যাফোডিলের ‘ওসমান’ দল।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত অল ম প য় ড

এছাড়াও পড়ুন:

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৬০

ভারতের গোয়া রাজ্যের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬০ জন। সেখানকার শিরগাঁওয়ের একটি মন্দিরে বার্ষিক লৈরাই দেবী যাত্রা (মিছিল) চলার সময় এ ঘটনা ঘটে। আহতদের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। খবর-এনডিটিভি

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ভিড়ের গতিবিধি নজরে রাখার জন্য ড্রোনও রাখা হয়েছিল। তবে পদদলিত হওয়ার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনার পর সকালে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন, দুই পুরুষ ও দুই নারীসহ নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা জরুরি সেবা ১০৮ এর মাধ্যমে পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রতি বছর উত্তর গোয়ার শিরগাও গ্রামে লৈরাই দেবী যাত্রা উৎসব উদযাপিত হয়। যাকে ঘিরে এই উৎসব সেই দেবী লৈরাইকে দেবী পার্বতীর একটি রূপ এবং সাত বোন দেবীর একজন বলে বিশ্বাস করা হয়। এ উৎসবের বিশেষত্ব হচ্ছে ঐতিহ্যবাহী ‘ধোঁদাচি যাত্রা’ সেখানে ভক্তরা খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যান।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘মাস্তুল’ স্পেনে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ হিসেবে মনোনীত
  • লাইপজিগের বিপক্ষে ড্র, শিরোপা উদযাপনের অপেক্ষায় কেইন
  • ক্যানসার আক্রান্ত মানুষদের নিয়ে অন্য রকম এক বৈশাখী উৎসব
  • মস্কোর পর এবার স্পেনের চলচ্চিত্র উৎসবে ঢাকার ‘মাস্তুল’
  • কোরিয়ায় নাচবেন প্রিয়াঙ্কা 
  • ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৬০
  • ভারতে মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৬০
  • চট্টগ্রামে শান্তি শোভাযাত্রায় অংশ নিলেন প্রেস সচিব
  • শ্রমিকদের নিয়ে ইবিতে স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসব