রাজশাহীতে ‘মরণ রাস্তার মোড়’–এ গোলচত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন
Published: 6th, May 2025 GMT
রাজশাহী নগরের দুর্ঘটনাপ্রবণ বারো রাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি।
মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
রাজশাহীর ছোট বনগ্রাম এলাকার বারো রাস্তার মোড়ে চারটি প্রধান সড়ক মিলিত হয়েছে। এলাকাবাসীর ভাষায়, এটি এখন ‘মরণ রাস্তার মোড়’। প্রতি মাসে এখানে গড়ে ১০ থেকে ১৫টি দুর্ঘটনা ঘটে। গত ১৪ জানুয়ারি এই মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহলদার নিহত হন। সর্বশেষ গত শুক্রবার একটি বাস একটি মোটরসাইকেলকে হিঁচড়ে নিয়ে যায়। এর প্রতিবাদে স্থানীয় লোকজন সড়কে আগুন জ্বেলে বিক্ষোভ করেন।
আজ মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী সবুজ সংহতির সদস্যসচিব নাজমুল হোসেন, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রমসহ অনেকে।
বক্তারা বলেন, বিমান চত্বর থেকে বিহাস পর্যন্ত চার লেনবিশিষ্ট সড়কের গুরুত্বপূর্ণ এই মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে। তাঁরা দ্রুত গোলচত্বর ও স্পিডব্রেকার নির্মাণ এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
বক্তাদের দাবির মধ্যে রয়েছে বারো রাস্তার মোড়ে দ্রুত গোলচত্বর নির্মাণ, সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন ও ডিজিটাল সিগন্যাল চালু, সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা ও জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ।
এদিকে স্মারকলিপি পেয়ে বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি বারো রাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণের আশ্বাস দেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাওলানা রঈস হত্যা: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ও গাজীপুরের এক মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রঈস উদ্দিনকে গণপিটুনি দিয়ে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে আহলে সুন্নত ওয়াল জামাত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনাসহ বিভিন্ন সংগঠন।
চট্টগ্রাম:
সোমবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন, সল্টগোলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে আহলে সুন্নত ওয়াল জামাত ও ইসলামী ছাত্রসেনা।
পরে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী লাঠিচার্জ করে ও টিয়ারশেল ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে।
রাঙামাটি:
সোমবার সকালে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন পার্বত্য ইমাম পরিষদের রাঙামাটি শাখার নেতাকর্মীরা।
মানববন্ধনে তারা বলেন, মাওলানা রঈস উদ্দিন হত্যার পর ১০ দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করেনি। এ ঘটনায় একদিকে যেমন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে, তেমনই ইমামদের প্রতি সরকারের বিমাতাসুলভ আচরণও প্রকাশ পায়।
পার্বত্য ইমাম পরিষদের আহ্বায়ক আলহাজ মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে ও সদস্য মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, রাঙামাটি সিনিয়র মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম নঈমী, কাঁঠালতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সেকান্দর হোসেন রেজভী, আমানতবাগ জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. আখতার হোসেন চৌধুরী, বালুখালী জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম, কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা জাকির হোসাইন, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ফোরকান উদ্দিন রাব্বানী, স্বর্ণটিলা জামে মসজিদের ইমাম হাফেজ ইউনুস, তবলছড়ি গরীব উল্লাহ শাহ (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা সেলিম উদ্দিন, সাঁওতাল পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, ডিসি বাংলো মসজিদের ইমাম মাওলানা রোকন উদ্দিন, শুটকিপট্টি মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন, চম্পকনগর জামে মসজিদের ইমাম হাফেজ মো. বেলাল উদ্দিন প্রমুখ।
গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রঈস উদ্দিনকে শিশু বলাৎকারের অভিযোগে গাছে বেঁধে মারধর করে একদল লোক। সকাল ১০টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরে কারাগারে মারা যান তিনি।
ঢাকা/রেজাউল/শঙ্কর/রফিক