অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আজ বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন নেই এবং নিবন্ধন সনদ নবায়ন করেনি এমন যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশে অবৈধভাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন করা ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করা যাবে না। কেউ তা করলে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩; বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ অবস্থায় অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনাকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে জরুরিভিত্তিতে নিবন্ধন আবেদন দাখিল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদেরও জরুরিভিত্তিতে সনদ নবায়নের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস থ

এছাড়াও পড়ুন:

অভিষেকের বিশ্ব রেকর্ড গড়া ম্যাচও বৃষ্টির পেটে, সিরিজ ভারতের

সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার জিততেই হতো। কিন্তু, বৃষ্টির বাধায় ম্যাচই খেলতে পারলেন না তারা। ফলে, ভারত ২-১ ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়ার মাটিতে জিতল টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজের শেষ ম্যাচে খেলা হয়েছিল মাত্র ৪.৫ ওভার। ব্রিসবেনে আগে ব্যাটিংয়ে নেমে ৫২ রান ‍তুলেছিল ভারত। অভিষেক ১৩ বলে ১টি করে ছক্কা ও চারে ২৩ এবং শুভমান গিল ১৬ বলে ৬টি চারে ২৯ রান করেন।

আরো পড়ুন:

বক্তব্য রাখার সময় ড. ইউনূসের সতর্ক থাকা উচিত: ভারত

বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সামরিক স্থাপনা নির্মাণ ভারতের

ছোট ইনিংস খেলার পথে অভিষেক গড়েছেন বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ১ হাজার রান করার রেকর্ড গড়েছেন ভারতের এই বিস্ফোরক ওপেনার। এজন্য তার লেগেছে ৫২৮ বল। তিনি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে।

ডেভিড গত সপ্তাহে হোবার্টে ৩৮ বলে ৭৪ রানের ইনিংস খেলার পথে ৫৬৯ বলে টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলকে পৌঁছান। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ৫৭৩ বল খেলে তালিকায় তিন নম্বরে আছেন। এছাড়া, ইনিংসের হিসেবে ২৮ ইনিংসে অভিষেক ১ হাজার রান পূর্ণ করেছেন, যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। তার চেয়ে ১ ইনিংস কম খেলে ১ হাজার রান পূর্ণ করেছেন বিরাট কোহলি।

১৬৩ রান করে সিরিজ সেরা হয়েছেন অভিষেক। পাঁচ ম্যাচ সিরিজের দুটি ম্যাচই বৃষ্টিতে পণ্ড হয়েছিল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জিতে এগিয়ে যায়। পরের দুই ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচ পণ্ড হয়ে যাওয়ায় ভারত জিতল সিরিজ।

ঢাকা/ইয়াসিন/রফিক

সম্পর্কিত নিবন্ধ