বাণিজ্যযুদ্ধের আবহের মধ্যেই মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি বেড়েছে ১৪ শতাংশ। মূলত ট্রাম্প পাল্টা শুল্ক আরোপ করবেন—এ আশঙ্কায় যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা মার্চ মাসে বিপুল পরিমাণে পণ্য আমদানি করেছেন। সে কারণে বাণিজ্যঘাটতি রেকর্ড উচ্চতায় উঠেছে।

সেই সঙ্গে বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি-মার্চ সময়ে যে দেশটির জিডিপির সংকুচিত হয়েছে, তার পেছনেও এই বিপুল পরিমাণ আমদানির প্রভাব আছে বলে সংবাদে বলা হয়েছে। মেক্সিকো, ভিয়েতনামসহ ১০টি দেশ থেকে যুক্তরাষ্ট্র রেকর্ড পরিমাণ পণ্য আমদানি করলেও চীন থেকে আমদানি গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্চ মাসে দেশটির সামগ্রিক বাণিজ্যঘাটতি ১৪ শতাংশ বেড়ে ১৪০ দশমিক ৫ বিলিয়ন বা ১৪ হাজার ৫০ কোটি ডলারে পৌঁছেছে। যদিও রয়টার্সের জরিপে জানা গিয়েছিল, বাণিজ্যঘাটতি ১৩৭ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে।

যুক্তরাষ্ট্র মার্চ মাসে ৪১৯ বিলিয়ন বা ৪১ হাজার ৯০০ কোটি ডলারের পণ্য আমদানি করে; এটি সর্বকালীন রেকর্ড। গত মাসে তারা রপ্তানি করেছে ২৭৮ দশমিক ৫ বিলিয়ন বা ২৭ হাজার ৮৫০ কোটি ডলারের পণ্য। সামগ্রিকভাবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি ছিল ৯১৮ দশমিক ৪ বিলিয়ন বা ৯১ হাজার ৮৪০ কোটি ডলার। ২০২৩ সালের তুলনায় এই ঘাটতি বেড়েছে ১৭ শতাংশ।

ট্রাম্প মূলত বাণিজ্যঘাটতির হ্রাসের কথা বলে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছেন।

এদিকে আমদানি বৃদ্ধির সঙ্গে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের রপ্তানিও বেড়েছে। গত মাসে রপ্তানি শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ২৭৮ দশমিক ৫ বিলিয়ন বা ২৭ হাজার ৮৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে পণ্য রপ্তানি শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ১৮৩ দশমিক ২ বিলিয়ন বা ১৮ হাজার ৩২০ কোটি ডলারে উন্নীত হয়েছে, ২০২২ সালের জুলাই মাসের পর যা সর্বোচ্চ। রপ্তানি পণ্যের মধ্যে শিল্পপণ্য ও উপকরণের বিক্রি বেড়েছে। এ ছাড়া গাড়ি, ইঞ্জিন ও যন্ত্রাংশের রপ্তানিও বেড়েছে। তবে মূলধনি পণ্যের রপ্তানি কমেছে, বেসামরিক বিমান রপ্তানি কমেছে ১৮০ কোটি ডলার।

পণ্য বাণিজ্যের ঘাটতি ১১ দশমিক ২ শতাংশ বেড়ে রেকর্ড ১৬৩ দশমিক ৫ বিলিয়ন বা ১৬ হাজার ৩৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে।

গত মাসে দেশটি জানিয়েছে, বাণিজ্যঘাটতির কারণে প্রথম প্রান্তিকে দেশটির জিডিপির ৪ দশমিক ৮৩ শতাংশীয় পয়েন্ট হ্রাস পেয়েছে। সে কারণে বছরের প্রথম প্রান্তিকে জিডিপি সংকোচন হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ।

বিশ্লেষকেরা বলছেন, সামগ্রিকভাবে বিনিয়োগকারীরা মার্কিন অর্থনীতিতে আস্থা হারাচ্ছেন। সে কারণে তাঁরা মার্কিন ডলারে কেনা বন্ড ও শেয়ার ছেড়ে দিয়ে অন্য মুদ্রায় রূপান্তরিত করছেন। প্রমাণ হিসেবে তাঁরা বলছেন, মার্চ মাসে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমে যাওয়া। আরেকটি নজির হলো, ২০২৪ সালের নভেম্বর মাসে মার্কিন নির্বাচনের পর বিনিয়োগকারীরা অফশোরে স্বর্ণ ও রুপার বুলিয়নে (বিশুদ্ধ ভৌত সোনা, যা সাধারণত বার (খণ্ড), ইনগট (ধাতুপিণ্ড) বা কয়েনের আকারে থাকে।) বিনিয়োগ বাড়িয়েছেন।

মূলত ট্রাম্পের বাণিজ্যনীতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত হয় ছ দ শট র র কর ড আমদ ন

এছাড়াও পড়ুন:

প্রভাতী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচ

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান এবং ভাইস-চেয়ারম্যান মারুফ সাত্তার আলী পুনর্নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩ আগস্ট) পরিচালনা পরিষদের ১৪১তম সভায় তাদের নির্বাচিত করা হয়। প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৪ সালের সমাপ্ত অর্থবছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব সবার সম্মতিতে অনুমোদিত হয়। এ সময় কোম্পানির ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ করে ২০২৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এ সভায় অনলাইনে যুক্ত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান মারুফ সাত্তার আলী, পরিচালক শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, আব্দুর রহমান আনসারী, হাবিবুর রহমান, কিশোয়ার আমিন এফসিএ, অডিটর এ কেএম আমিনুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, কোম্পানি সচিব মোহাম্মদ মোতাহের হোসেনসহ শেয়ার হোল্ডাররা।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • চার মাস পর মূল্যস্ফীতি আবার বাড়ল, জুলাইয়ে মূল্যস্ফীতি ৮.৫৫%
  • ট্রাম্প শুল্ক: বাংলাদেশ জিতল না হারল
  • হাসিনার পতনের এক বছর: ‘বিপ্লব বিক্রি হচ্ছে’ নাকি আশার আলো আছে
  • ফনিক্স ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
  • দিল্লি সকালেও আঁচ করতে পারেনি, দিন শেষে ভারতে পালাতে বাধ্য হবেন শেখ হাসিনা
  • শুল্কনীতি নিয়ে ট্রাম্পের হুমকিকে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলল ভারত
  • বিশ্বে ছাত্রদের নেতৃত্বে শীর্ষ ১০টি আন্দোলন
  • ৫ আগস্ট চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে: বাঁধন
  • আশা আর অচলাবস্থার দোলাচলে দেশ 
  • প্রভাতী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচ