দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ মে) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১১ শতাংশ।
শনিবার (১০ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.
এর আগের সপ্তাহের (২৭ থেকে ৩০ এপ্রিল) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৪০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৪০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও অপরিবর্তীত ছিল।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.৬৫ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.০৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৪১ পয়েন্ট, সিমেন্ট খাতে ৯.৮০ পয়েন্টে, টেক্সটাইল খাতে ৯.৯৪ পয়েন্টে, আর্থিক খাতে ১০.০৫ পয়েন্টে, প্রকৌশল খাতে ১০.২৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১০.৫৬ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১০.৯৬ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১২.২৯ পয়েন্টে, আইটি খাতে ১৫.১৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৬.৩৩ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.২০ পয়েন্ট, বিবিধ খাতে ১৭.৮৭ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ১৯.২০ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ১৯.৪৪ পয়েন্টে, পাট খাতে ২৩.৬৯ পয়েন্টে, ট্যানারি খাতে ৩৬.০৬ পয়েন্টে এবং সিরামিক খাতে ৫৩.২৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড এসইর প ই র শ ও
এছাড়াও পড়ুন:
সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে
জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।
এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?
প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।
প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।
কালও রান করতে পারেননি শামীম