যুবদল নেতা শামীম হত্যা মামলায় কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে রোববার ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই)  রুকনুজ্জামান।

এর আগে শনিবার বিকেলে রাজধানীর জিগাতলা এলাকা থেকে শামীমাকে গ্রেপ্তার করে  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

রোববার দুপুরে সাবেক এই সংসদ সদস্যকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই ফেরদৌস আলম। শামীমার পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে শামিমাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়, একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডাকে। ওই মহাসমাবেশে চলানো হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পাথরঘাটায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ

বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে দুইটি মাথাসহ ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

বুধবার (১ অক্টোবর) চরদুয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপ্তারখাল এলাকা থেকে এই মাংস জব্দ হয় বলে নিশ্চিত করেছেন নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম।

আরো পড়ুন:

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি

গোপালগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চালক নিহত

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাপ্তারখাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুইটি মাথাসহ তিনটি বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত পাচারকারীরা পালিয়ে যায়।

নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম বলেন, “পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। পরে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে জব্দ করা হরিণের মাংস বিকেলে কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। এই ঘটনায় বন বিভাগ বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলা করেছে।” 

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে বন বিভাগ। তদন্ত শুরু হয়েছে।” 

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • খাগড়াছড়িতে হত্যা ও হামলার ঘটনায় ৩ মামলা
  • পাথরঘাটায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ