রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সালেহা বেওয়া (৭৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১০টার দিকে নগরের মহিষবাথান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালেহা হড়গ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সালেহা বেওয়া রেলওয়ের জমিতে বসবাস করতেন। বয়সজনিত কারণে তিনি কানে কম শুনতেন। ঘটনার সময় তিনি রেললাইনের পাশেই বসে ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী একটি মেইল লোকাল ট্রেন যাওয়ার সময় হুইসেল দেয়। কিন্তু সালেহা শুনতে পাননি। ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’

আরো পড়ুন:

বিরামপুরে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, ছেলে হাসপাতালে

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ওসি বলেন, ‘‘স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’’

ঢাকা/কেয়া/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।

বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান

সম্পর্কিত নিবন্ধ