গরমে ঘর ও ঘরের বাইরের পশুপাখির জন্যও ভাবছেন তো
Published: 12th, May 2025 GMT
‘তীব্র গরম সবার জন্যই ভীষণ কষ্টের। আমাদের মাথার ওপর ছাদ আছে, ঘরে ফ্যান আছে, হাতের নাগালে পানি আছে। পথে এসব নেই। অনেক এলাকায়ই পানির তেমন উৎস নেই, ছায়া দেওয়ার মতো গাছের অভাবও প্রকট। এ সময় বাড়ির ছোট্ট সদস্য কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির যেমন বাড়তি যত্ন প্রয়োজন, তেমনি পথশিশু, রিকশাচালক বা দিনমজুরেরাও যে কষ্টে আছেন, তা ভুলে যাই কী করে? তাঁদের প্রতিও আমাদের দায়িত্ব আছে। একইভাবে পথের প্রাণীদের জন্যও কিছু করতে হবে আমাদেরই। পৃথিবী তো কেবল মানুষেরই নয়।’ এমনটাই বলছিলেন শিক্ষক, প্রশিক্ষক এবং প্রাণী অধিকারকর্মী ড.
ফারজানা শম্পা।
বাড়ির নিচে পথচারীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা যেতে পারে এ সময়। একটা পাশে পথের প্রাণীর জন্যও পানি এবং সামান্য কিছু খাবার রাখা যেতে পারে। তবে প্রাণীদের জন্য রেখে দেওয়া পাত্রের পানি বদলে দেওয়া উচিত রোজই। পরিষ্কার করে দেওয়া উচিত পাত্রটা। তাতে পানিও খাওয়ার উপযোগী থাকে আর মশা জন্মানোর ভয়ও থাকে না। খাবার দেওয়ার পরও একইভাবে জায়গাটা পরিষ্কার করে নেওয়ার ব্যাপারে গুরুত্ব দিলেন ড. ফারজানা শম্পা। বারান্দা বা ছাদেও পাখিদের জন্য পানি রেখে দেওয়া যেতে পারে। একটু ছায়ার খোঁজে আসা প্রাণীরা ভয় বা আঘাত পায়, এমন কিছু করা উচিত নয় কারও।
আরও পড়ুনকীভাবে বুঝবেন আপনার পোষা বিড়াল বা কুকুরটির ওজন বেশি?১৩ নভেম্বর ২০২৪যে দায়িত্ব এড়ানো যাবে নাবাড়িতে অনেকেই প্রাণী পোষেন। তাঁদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এই প্রাণীরা পুরোপুরি আমাদের ওপর নির্ভরশীল। ওদের যত্ন–আত্তি প্রসঙ্গে জানালেন ফারমিলিয়ন ভেটেরিনারি ক্লিনিকের প্রাণিচিকিৎসক ডা. ফাতিহা ইমনূর।
পোষা প্রাণীর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখুন তার নাগালের মধ্যেই। দু-তিন বেলা পানি বদলে দেওয়াও জরুরি। তা ছাড়া পানিতে ময়লার হালকা স্তর পড়লেও সঙ্গে সঙ্গে পানি বদলে দিন। পাত্রটি পরিষ্কার করুন রোজ। ওরস্যালাইন বা গ্লুকোজ-পানি দেবেন না। কেবল বমি বা পাতলা পায়খানা হলে সামান্য ওরস্যালাইন দেওয়া যায়। কোন প্রাণীকে কতটুকু স্যালাইন দেওয়া যায়, তা জেনে নিন চিকিৎসকের কাছে।
বিড়াল-কুকুরদের শুকনা খাবার কম দিতে চেষ্টা করুন। এক বেলার বেশি শুকনা খাবার না দেওয়াই ভালো। সেদ্ধ ঝোলজাতীয় খাবার সবচেয়ে ভালো। সামান্য লবণ দিতে পারেন সেদ্ধ করার সময়। অন্য কোনো মসলা দেবেন না। কখনো কখনো প্যাকেটজাত বা টিনজাত খাবার দিলে ভেজা খাবার (ওয়েট ফুড) বেছে নিন।
ওয়েট ফুড এবং রান্না করা খাবার নষ্ট হয় গরমে। তাই ফ্রিজে রাখুন। তবে ওয়েট ফুড গরম করা যায় না। তাই খাওয়ানোর খানিকক্ষণ আগে বের করে নিন।
গরমের সময় মাঝেমধ্যে প্রাণীদের মাথায় ভেজা হাত বুলিয়ে দিন, শরীর আর থাবা মুছে দিন নরম ভেজা কাপড় দিয়ে। খরগোশের ক্ষেত্রে অন্তত তিন-চারবার অবশ্যই এমনটা করুন। যেকোনো প্রাণীর শরীর গরম হলেও এই পদ্ধতিতে প্রাথমিক চিকিৎসা দিন। তবে ঠান্ডা পানি নয়, স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করবেন সব সময়। কখনোই যেন কানে পানি না ঢোকে, সেদিকে খেয়াল রাখুন।
গরমে সব পশুপাখিকে তিন-চার দিন অন্তর গোসল করিয়ে দিন। শ্যাম্পু করাতে হলে ওদের উপযোগী শ্যাম্পু ব্যবহার করবেন। ওরা যদি এসির হাওয়ায় থাকার সুবিধা পায়, তাহলে পাঁচ-সাত দিন অন্তর গোসল করানোই যথেষ্ট। সে ক্ষেত্রে রোজ একাধিকবার গা-মাথা ভেজানোর প্রয়োজনও নেই।
কিছু বিদেশি প্রাণীর লম্বা লোম থাকে। চিকিৎসকের পরামর্শ নিয়ে লোম ছাঁটানো যেতে পারে।
যেসব প্রাণী মেঝেতে বসে থাকে, তাদের বসার জায়গাগুলো রোজ দু-তিনবার পানি দিয়ে মুছে দেওয়া ভালো।
খেয়াল রাখুন, প্রাণী যেন কোনো ফ্যানের নাগাল না পায়।
প্রাণীদের বাইরে নিতে হলে এমন সময় বেছে নিন, যখন তাপমাত্রা তুলনামূলক কম।
প্রাণীকে গাড়িতে একা রেখে কোথাও যাবেন না।
আরও পড়ুনআপনার পোষা বিড়ালকে কি শুকনা খাবার দিচ্ছেন?৩১ অক্টোবর ২০২৪অসুস্থতা যখন ভাবনার বিষয়তাপপ্রবাহে প্রাণীদেরও হিটস্ট্রোক হতে পারে বলে জানালেন ডা. ফাতিহা ইমনূর। বাড়িতে বা এলাকায় কোনো প্রাণী খাওয়াদাওয়ায় আগ্রহ হারালে কিংবা অসুস্থতার অন্য কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এলাকাভিত্তিক উদ্যোগে পথের প্রাণীদেরও টিকা দিয়ে রাখা ভালো। তাতে প্রাণী এবং মানুষ সবাই নিরাপদ থাকবে। তবে গরমে কোনো প্রাণীর টিকা দেওয়ার আগে প্রাণিচিকিৎসকের সঙ্গে আলাপ করে নেওয়া প্রয়োজন।
আরও পড়ুনঅতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখবেন যেভাবে২৮ এপ্রিল ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ক ৎসক র র জন য আম দ র
এছাড়াও পড়ুন:
‘বিদায় দেওয়ার সময় গাড়ির ভেতর ঘুমানোর কথা বলেছিল’
রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তারা নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা। তারা হাসপাতালটিতে গিয়েছিলেন এক রোগীকে আনতে। প্রাইভেটকারটির মালিক জোবায়ের আল মাহমুদ সৌরভ এ তথ্য জনান।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোমাতলি দৌলতার বাড়ির মৃত আব্দুল হাকিমের ছেলে মো. মিজান এবং খিলপাড়া ইউনিয়নের লটপটিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. জাকির। তিনি প্রাইভেটকারটির চালক ছিলেন।
আরো পড়ুন: মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে ২ মরদেহ
আরো পড়ুন:
পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় টিনশেড ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার
জাকির ও মিজান বন্ধু বলে জানান প্রাইভেটকারের মালিক জোবায়ের আল মাহমুদ সৌরভ। মোবাইলে জোবায়ের জানান, তিনি তার স্ত্রীর বড় ভাইকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে গত শনিবার রাতে ঢাকায় যান। এ সময় গাড়িতে জাকিরের সঙ্গে তার বন্ধু মিজানও ওঠেন। স্ত্রীর বড় ভাইকে বিমানবন্দরে নামিয়ে দেওয়ার পর গত রবিবার ভোরে বিমানবন্দর থেকে তারা গাড়ি নিয়ে মালিবাগ এলাকায় পৌঁছান।
এরপর জাকির তাকে মালিবাগ থেকে নোয়াখালীগামী একটি বাসে তুলে দেন। তারা হাসপাতালে যান রোগী আনতে। রোগী নিয়ে তাদের নোয়াখালীর চাটখিল উপজেলায় যাওয়ার কথা ছিল।
জোবায়ের আল মাহমুদ বলেন, “বিদায় দেওয়ার সময় জাকির বলেছিলেন, বেলা ১১টার দিকে রোগীকে ছাড়পত্র দেবে, ততক্ষণ তারা দুইজন গাড়িতেই ঘুমাবেন। আমি পৌনে ১১টার দিকে জাকিরকে ফোন দিয়েও পাইনি। পরে রাত ৮টা পর্যন্ত আরো কয়েকবার ফোনে কথা বলার চেষ্টা করেছি, তিনি কল ধরেননি।”
মঙ্গলবার (১২ আগস্ট) রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোবারক উল্লাহ বলেন, “মিজান আমার ঘনিষ্ঠ বন্ধু। তার কোনো শত্রু নেই। প্রায় ১০ বছর আগে তিনি মাটি ও বালুর ব্যবসা করতেন। অবিবাহিত ছিলেন। দুলাভাই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ৩০টি ডাব নিয়ে মিজান প্রাইভেটকারে করে তাকে দেখতে গিয়েছিলেন। কীভাবে এই ঘটনা ঘটল, তা আমরা বুঝতে পারছি না।”
হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে। গেটে নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসায় বলা হয়, গাড়িতে রোগী আছে। গাড়িটি বের না হওয়ায় গতকাল সোমবার নিরাপত্তাকর্মীরা গাড়ির কাছে গিয়ে ভেতরে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, নিহতদের একজন জাকির, যিনি গাড়ির চালক ছিলেন। তিনি ড্রাইভারের সিটে মৃত অবস্থায় ছিলেন, আরেকজন মিজান তার পাশে ছিলেন। তারা একই এলাকার বাসিন্দা এবং এক স্বজনকে দেখতে হাসপাতালে এসেছিলেন।
তিনি জানান, প্রাথমিকভাবে হত্যার আশঙ্কা খুব কম, তবে কোনো কিছু উড়িয়ে দেওয়া হচ্ছে না। সঠিক কারণ জানতে বিশেষজ্ঞ মতামতের অপেক্ষা করা হচ্ছে।
ডিসি মাসুদ আলম জানান, বেজমেন্টে সাফোকেশন ও প্রচণ্ড গরমের কারণে মরদেহে পচন ধরে। গাড়িটি টয়োটা ফিল্ডার-এক্স মডেলের, মালিক জোবায়ের আহমেদ সৌরভ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী জানান, নিহত দুইজনের বাড়ি চাটখিল উপজেলায়। গাড়ির মালিক সৌরভের বাড়িও চাটখিল। আমরা তথ্যসহ সব বিবরণ রমনা থানায় পাঠানো হয়েছে, তারা আইনগত ব্যবস্থা নিচ্ছে।
ঢাকা/সুজন/মাসুদ