আইফোনে পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে নতুন সুবিধা আসছে
Published: 14th, May 2025 GMT
রেস্তোরাঁ, ক্যাফে, বিমানবন্দর, রেলস্টেশন বা হোটেলের মতো স্থানে সবার ব্যবহারের জন্য উন্মুক্ত বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক থাকে। এ নেটওয়ার্ক ব্যবহার করে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই। আইফোনসহ নিজেদের বিভিন্ন প্রযুক্তিপণ্যে সহজে পাবলিক ওয়াই-ফাই সংযোগ চালুর জন্য আইওএস অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। সুবিধাটি চালু হলে যেকোনো পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে একবার লগইন করলেই তা ব্যবহারকারীর অন্যান্য অ্যাপল যন্ত্রে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ফলে প্রতিটি যন্ত্রের জন্য আলাদাভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হতে হবে না।
প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, কোনো ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলেই ব্যবহারকারীদের একই অ্যাপল আইডিতে সাইন ইন করা অন্য সব যন্ত্রে সেই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। ফলে আইফোন, আইপ্যাড বা ম্যাক কম্পিউটার থেকে আলাদাভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কে লগইন করতে হবে না। এতে সময় বাঁচবে ও ভোগান্তিও কমবে। আইওএস ১৯ অপারেটিং সিস্টেমে এ সুবিধা যুক্ত করতে পারে অ্যাপল।
পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে নতুন সুবিধা যুক্তের পাশাপাশি আইওএস ১৯ অপারেটিং সিস্টেমে আইফোনের ইন্টারফেস ও ক্যামেরা অ্যাপেও পরিবর্তন আনতে পারে অ্যাপল। এ ছাড়া প্রথমবারের মতো আইফোনে যুক্ত হতে পারে ‘স্টেজ ম্যানেজার’ সুবিধা। বর্তমানে এ সুবিধা শুধু আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে ব্যবহারের সুযোগ মিলে থাকে।
অ্যাপল প্রতিবছরের মতো এবারও জুন মাসে তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি)’ আইওএস ১৯ অপারেটিং সিস্টেমের ঘোষণা দিতে পারে। জুলাই মাসে প্রকাশ হতে পারে এর পরীক্ষামূলক সংস্করণ আর চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত করা হবে সেপ্টেম্বর মাসে।
সূত্র: ইন্ডিয়া টুডে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র অ য পল আইফ ন
এছাড়াও পড়ুন:
একাদশে স্পেশাল কোটায় শিক্ষার্থী ভর্তিতে নতুন নির্দেশনা
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে স্পেশাল কোটা (এসকিউ) কোটায় আবেদন করার বিষয়টি শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ থেকে নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। ১০ থেকে ১৬ আগস্টের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে এ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রোববার (১০ আগস্ট) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে স্পেশাল কোটা (এসকিউ) কোটায় আবেদন করা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনুমোদন ১৬ আগস্টে বিকেল ৫টার মধ্যে ওয়েবসাইটের https://xiclassadmission.gov.bd (লগইন) প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগইন করে এ কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনএসএসসিতে ফলাফল পুনর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২৮৬, ফেল থেকে পাস ২৯৩১০ আগস্ট ২০২৫নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক (এসকিউ) কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের নিশ্চায়ন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
এদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিতে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রথম ধাপে অনলাইনে একাদশে ভর্তির আবেদনের শেষ দিন ছিল আজ সোমবার (১১ আগস্ট)।