রেস্তোরাঁ, ক্যাফে, বিমানবন্দর, রেলস্টেশন বা হোটেলের মতো স্থানে সবার ব্যবহারের জন্য উন্মুক্ত বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক থাকে। এ নেটওয়ার্ক ব্যবহার করে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই। আইফোনসহ নিজেদের বিভিন্ন প্রযুক্তিপণ্যে সহজে পাবলিক ওয়াই-ফাই সংযোগ চালুর জন্য আইওএস অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। সুবিধাটি চালু হলে যেকোনো পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে একবার লগইন করলেই তা ব্যবহারকারীর অন্যান্য অ্যাপল যন্ত্রে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ফলে প্রতিটি যন্ত্রের জন্য আলাদাভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হতে হবে না।

প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, কোনো ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলেই ব্যবহারকারীদের একই অ্যাপল আইডিতে সাইন ইন করা অন্য সব যন্ত্রে সেই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। ফলে আইফোন, আইপ্যাড বা ম্যাক কম্পিউটার থেকে আলাদাভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কে লগইন করতে হবে না। এতে সময় বাঁচবে ও ভোগান্তিও কমবে। আইওএস ১৯ অপারেটিং সিস্টেমে এ সুবিধা যুক্ত করতে পারে অ্যাপল।

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে নতুন সুবিধা যুক্তের পাশাপাশি আইওএস ১৯ অপারেটিং সিস্টেমে আইফোনের ইন্টারফেস ও ক্যামেরা অ্যাপেও পরিবর্তন আনতে পারে অ্যাপল। এ ছাড়া প্রথমবারের মতো আইফোনে যুক্ত হতে পারে ‘স্টেজ ম্যানেজার’ সুবিধা। বর্তমানে এ সুবিধা শুধু আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে ব্যবহারের সুযোগ মিলে থাকে।

অ্যাপল প্রতিবছরের মতো এবারও জুন মাসে তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি)’ আইওএস ১৯ অপারেটিং সিস্টেমের ঘোষণা দিতে পারে। জুলাই মাসে প্রকাশ হতে পারে এর পরীক্ষামূলক সংস্করণ আর চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত করা হবে সেপ্টেম্বর মাসে।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র অ য পল আইফ ন

এছাড়াও পড়ুন:

ওটিপি না আসায় এনআইডি সেবায় বিঘ্ন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বিঘ্নিত হচ্ছে। এনআইডি সার্ভারে লগইনের (প্রবেশ) সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এই সমস্যা হচ্ছে।
ওটিপি না আসায় নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এনআইডি সার্ভারে প্রবেশ করতে পারছেন না। তাই সেবা দেওয়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটছে।

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সিস্টেম ম্যানেজার (কারিগরি-এনআইডি) মুহাম্মদ আশরাফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘণ্টা দু-একের মধ্যে ওটিপি সার্ভিস সমস্যার সমাধান হয়ে যাবে।’
এর আগে আজ বেলা ১২টার দিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, এনআইডি সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) প্রয়োজন হয়। সেই ওটিপি না আসার কারণে ইসির কর্মকর্তারা সার্ভারে প্রবেশ করতে পারছেন না। তবে ছবি তোলা, বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চলমান আছে। ওটিপি সমস্যার সমাধান হলে সব কার্যক্রম আবার শুরু হবে।

এ এস এম হুমায়ুন কবীর আরও বলেন, ‘আমাদের সার্ভার বন্ধ নয়। আমরা এনআইডি কার্যক্রম পরিচালনা করার একটি ওটিপি সার্ভিস কিনেছি। সেটি যাদের কাছে থেকে নিয়েছি, তাদের সিস্টেমে একটা সমস্যা হয়েছে। তারা সেটি মেরামত করছে। মেরামত হয়ে গেলে চালু হয়ে যাবে।’

বর্তমানে দেশের প্রায় সাড়ে ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। ১৮৬টি সরকারি-বেসরকারি সংস্থা ইসি থেকে এনআইডি সেবা নিয়ে থাকে।

সম্পর্কিত নিবন্ধ

  • সাড়ে ৮ ঘণ্টা পর সচল হলো এনআইডি কার্যক্রম, সেবা মিলবে বুধবার সকাল থেকে
  • ওটিপি না আসায় এনআইডি সেবায় বিঘ্ন
  • পাসওয়ার্ড থেকে পাসকিতে স্বয়ংক্রিয় রূপান্তর–সুবিধা চালু করছে গুগল