আইফোনে পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে নতুন সুবিধা আসছে
Published: 14th, May 2025 GMT
রেস্তোরাঁ, ক্যাফে, বিমানবন্দর, রেলস্টেশন বা হোটেলের মতো স্থানে সবার ব্যবহারের জন্য উন্মুক্ত বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক থাকে। এ নেটওয়ার্ক ব্যবহার করে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই। আইফোনসহ নিজেদের বিভিন্ন প্রযুক্তিপণ্যে সহজে পাবলিক ওয়াই-ফাই সংযোগ চালুর জন্য আইওএস অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। সুবিধাটি চালু হলে যেকোনো পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে একবার লগইন করলেই তা ব্যবহারকারীর অন্যান্য অ্যাপল যন্ত্রে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ফলে প্রতিটি যন্ত্রের জন্য আলাদাভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হতে হবে না।
প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, কোনো ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলেই ব্যবহারকারীদের একই অ্যাপল আইডিতে সাইন ইন করা অন্য সব যন্ত্রে সেই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। ফলে আইফোন, আইপ্যাড বা ম্যাক কম্পিউটার থেকে আলাদাভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কে লগইন করতে হবে না। এতে সময় বাঁচবে ও ভোগান্তিও কমবে। আইওএস ১৯ অপারেটিং সিস্টেমে এ সুবিধা যুক্ত করতে পারে অ্যাপল।
পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে নতুন সুবিধা যুক্তের পাশাপাশি আইওএস ১৯ অপারেটিং সিস্টেমে আইফোনের ইন্টারফেস ও ক্যামেরা অ্যাপেও পরিবর্তন আনতে পারে অ্যাপল। এ ছাড়া প্রথমবারের মতো আইফোনে যুক্ত হতে পারে ‘স্টেজ ম্যানেজার’ সুবিধা। বর্তমানে এ সুবিধা শুধু আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে ব্যবহারের সুযোগ মিলে থাকে।
অ্যাপল প্রতিবছরের মতো এবারও জুন মাসে তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি)’ আইওএস ১৯ অপারেটিং সিস্টেমের ঘোষণা দিতে পারে। জুলাই মাসে প্রকাশ হতে পারে এর পরীক্ষামূলক সংস্করণ আর চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত করা হবে সেপ্টেম্বর মাসে।
সূত্র: ইন্ডিয়া টুডে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র অ য পল আইফ ন
এছাড়াও পড়ুন:
দলের দুই পক্ষের বিরোধ মেটাতে যাচ্ছিলেন সালিস বৈঠকে, পথে দুর্ঘটনায় মৃত্যু বিএনপি নেতার
দলের দুটি পক্ষের মধ্যে হাতিহাতি ও সংঘর্ষের ঘটনায় বিরোধ মীমাংসায় ডাকা হয়েছিল সালিস বৈঠক। সে বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ফেনীর পরশুরামের বিএনপি নেতা পারভেজ মজুমদার (৫৮)। পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক সহযোগী।
পারভেজ মজুমদার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে নিজকালিকাপুর গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিস বৈঠকে উদ্যোগ নেওয়া হয়। সালিসে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও তাঁর সহযোগী মোহাম্মদ হারুন মোটরসাইকেলে নিজকালিকাপুর থেকে পরশুরাম যাচ্ছিলেন। তাঁদের বহন করা মোটরসাইকেলটি সুবার বাজার-পরশুরাম সড়কের কাউতলী রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পারভেজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথে তাঁর মৃত্যু হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা পারভেজ মজুমদারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা।