রেস্তোরাঁ, ক্যাফে, বিমানবন্দর, রেলস্টেশন বা হোটেলের মতো স্থানে সবার ব্যবহারের জন্য উন্মুক্ত বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক থাকে। এ নেটওয়ার্ক ব্যবহার করে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই। আইফোনসহ নিজেদের বিভিন্ন প্রযুক্তিপণ্যে সহজে পাবলিক ওয়াই-ফাই সংযোগ চালুর জন্য আইওএস অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। সুবিধাটি চালু হলে যেকোনো পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে একবার লগইন করলেই তা ব্যবহারকারীর অন্যান্য অ্যাপল যন্ত্রে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ফলে প্রতিটি যন্ত্রের জন্য আলাদাভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হতে হবে না।

প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, কোনো ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলেই ব্যবহারকারীদের একই অ্যাপল আইডিতে সাইন ইন করা অন্য সব যন্ত্রে সেই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। ফলে আইফোন, আইপ্যাড বা ম্যাক কম্পিউটার থেকে আলাদাভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কে লগইন করতে হবে না। এতে সময় বাঁচবে ও ভোগান্তিও কমবে। আইওএস ১৯ অপারেটিং সিস্টেমে এ সুবিধা যুক্ত করতে পারে অ্যাপল।

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে নতুন সুবিধা যুক্তের পাশাপাশি আইওএস ১৯ অপারেটিং সিস্টেমে আইফোনের ইন্টারফেস ও ক্যামেরা অ্যাপেও পরিবর্তন আনতে পারে অ্যাপল। এ ছাড়া প্রথমবারের মতো আইফোনে যুক্ত হতে পারে ‘স্টেজ ম্যানেজার’ সুবিধা। বর্তমানে এ সুবিধা শুধু আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে ব্যবহারের সুযোগ মিলে থাকে।

অ্যাপল প্রতিবছরের মতো এবারও জুন মাসে তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি)’ আইওএস ১৯ অপারেটিং সিস্টেমের ঘোষণা দিতে পারে। জুলাই মাসে প্রকাশ হতে পারে এর পরীক্ষামূলক সংস্করণ আর চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত করা হবে সেপ্টেম্বর মাসে।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র অ য পল আইফ ন

এছাড়াও পড়ুন:

১৫ দিনের ব্যবধানে নতুন আইওএস হালনাগাদ করল অ্যাপল, কেন

নতুন মডেলের আইফোন ও আইওএস অপারেটিং সিস্টেম আনার পর থেকে বেশ ভালোই ঝামেলায় পড়েছে অ্যাপল। নতুন মডেলের আইফোনে বিভিন্ন সুবিধা কাজ না করার পাশাপাশি গত ১৫ সেপ্টেম্বর বাজারে আসা ‘আইওএস ২৬’ অপারেটিং সিস্টেমে একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। তাই মাত্র ১৫ দিনের ব্যবধানে গতকাল মঙ্গলবার ত্রুটিগুলোর সমাধান করে ‘আইওএস ২৬.০.১’ সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

আইফোন ব্যবহারকারীদের হালনাগাদ সংস্করণটি ব্যবহারের পরামর্শ দিয়ে অ্যাপল জানিয়েছে, আইওএসের হালনাগাদ সংস্করণটিতে হঠাৎ ওয়াই-ফাই ও ব্লটুথ সংযোগ বিচ্ছিন্নের ত্রুটিসহ মোবাইল নেটওয়ার্ক না পাওয়ার সমস্যার সমাধান করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু নিরাপত্তাত্রুটিও দূর করা হয়েছে।

বাজারে আসার পরপরই নতুন আইফোনের অ্যাপল ইন্টিলিজেন্স কাজ না করার পাশাপাশি ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি অ্যাপল। তবে আইওএস ২৬.০.১ সংস্করণ নামানোর পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে না বলে জানিয়েছেন বেশ কয়েকজন ব্যবহারকারী।

আরও পড়ুনআইফোনের নতুন মডেলে ত্রুটি, ভোগান্তিতে ব্যবহারকারীরা৩০ সেপ্টেম্বর ২০২৫

আইওএস ২৬ অপারেটিং সিস্টেমের সবচেয়ে আলোচিত সুবিধা হচ্ছে ‘লিকুইড গ্লাস ইফেক্ট’। তবে এই ইফেক্টের কারণে সহজে বার্তা পড়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। কাচের মতো স্বচ্ছ এই ইফেক্ট অ্যাপ আইকন, হোমস্ক্রিন ও লকস্ক্রিনে যুক্ত থাকায় সেগুলো ব্যবহারেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

সূত্র: ডেইলি মেইল

সম্পর্কিত নিবন্ধ

  • ১৫ দিনের ব্যবধানে নতুন আইওএস হালনাগাদ করল অ্যাপল, কেন
  • হোয়াটসঅ্যাপে একাধিক নতুন সুবিধা চালু