রেস্তোরাঁ, ক্যাফে, বিমানবন্দর, রেলস্টেশন বা হোটেলের মতো স্থানে সবার ব্যবহারের জন্য উন্মুক্ত বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক থাকে। এ নেটওয়ার্ক ব্যবহার করে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই। আইফোনসহ নিজেদের বিভিন্ন প্রযুক্তিপণ্যে সহজে পাবলিক ওয়াই-ফাই সংযোগ চালুর জন্য আইওএস অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। সুবিধাটি চালু হলে যেকোনো পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে একবার লগইন করলেই তা ব্যবহারকারীর অন্যান্য অ্যাপল যন্ত্রে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ফলে প্রতিটি যন্ত্রের জন্য আলাদাভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হতে হবে না।

প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, কোনো ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলেই ব্যবহারকারীদের একই অ্যাপল আইডিতে সাইন ইন করা অন্য সব যন্ত্রে সেই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। ফলে আইফোন, আইপ্যাড বা ম্যাক কম্পিউটার থেকে আলাদাভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কে লগইন করতে হবে না। এতে সময় বাঁচবে ও ভোগান্তিও কমবে। আইওএস ১৯ অপারেটিং সিস্টেমে এ সুবিধা যুক্ত করতে পারে অ্যাপল।

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে নতুন সুবিধা যুক্তের পাশাপাশি আইওএস ১৯ অপারেটিং সিস্টেমে আইফোনের ইন্টারফেস ও ক্যামেরা অ্যাপেও পরিবর্তন আনতে পারে অ্যাপল। এ ছাড়া প্রথমবারের মতো আইফোনে যুক্ত হতে পারে ‘স্টেজ ম্যানেজার’ সুবিধা। বর্তমানে এ সুবিধা শুধু আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে ব্যবহারের সুযোগ মিলে থাকে।

অ্যাপল প্রতিবছরের মতো এবারও জুন মাসে তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি)’ আইওএস ১৯ অপারেটিং সিস্টেমের ঘোষণা দিতে পারে। জুলাই মাসে প্রকাশ হতে পারে এর পরীক্ষামূলক সংস্করণ আর চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত করা হবে সেপ্টেম্বর মাসে।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র অ য পল আইফ ন

এছাড়াও পড়ুন:

ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, এক ব্যক্তি গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ায় মো. আলমগীরকে (৫২) গ্রেপ্তার করেছে  পুলিশ। 

শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর ফটিকছড়ি উপজেলার জাফরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহসিন বাড়ির মৃত চুন্ন মিয়ার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আলমগীর রক্তমাখা একটি ধারালো ছুরি হাতে নিয়ে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন। 

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। ভিডিও’র সূত্র ধরে শুক্রবার রাতে আলমগীরকে আটক করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পেছনে কোনো উসকানি কিংবা ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আলমগীরের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিশ্লেষণ করা হবে।

সম্পর্কিত নিবন্ধ