রাজধানীর ধানমন্ডির বাসা থেকে কর্মস্থল কারওয়ান বাজারে আসতে লিপি সরকার বের হয়েছিলেন বেলা তিনটার একটু আগেই। তিনি কারওয়ান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁর কাজ বিকেলের শিফটে। বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে মেঘ আসে। শুরু হয় মেঘের গর্জন। সঙ্গে বৃষ্টি আসে ঝমঝমিয়ে। লিপি দ্রুত একটি দোকানে গিয়ে আশ্রয় নেন। প্রায় ২০ মিনিট পর বৃষ্টি একটু কমলে সিএনজিচালিত অটোরিকশায় করে গন্তব্যের দিকে রওনা দেন তিনি। মাঝের বিরতিতে যা হলো, অফিসে নির্ধারিত সময়ে আসতে পারলেন না। তাতে তাঁর আক্ষেপ থাকলেও স্বস্তি ছিল।

লিপি বলছিলেন, ‘অফিসে দেরি হয়েছে বৃষ্টির জন্য। কিন্তু কিছুটা স্বস্তি তো মিলল। তাতেই খুশি আমি।’

রাজধানীবাসী অনেকে হয়তো এমন স্বস্তি পেয়েছেন আজ। কারণ, দুই দিন হলো তীব্র তাপে নাকাল নগরবাসী। গতকাল মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আর্দ্রতা ছিল প্রচুর। তাতে অসহনীয় হয়ে উঠেছিল অবস্থা। এরই মধ্যে বৃষ্টির সুবাতাস। এতে রাজধানীর তাপ কমেছে অনেকটাই।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ রাজধানীতে ২৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ নেহাত কম নয়। এই বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। তিনি প্রথম আলোকে বলছিলেন, ‘আজ দুপুর পর্যন্ত যথেষ্ট গরম ছিল। বৃষ্টির পর তা কমে গেছে অনেকটাই। আগামীকালও নগরীর তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে।’

গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির পর তা আরও কমেছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কানে হাজির টম...

২ / ৭‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ ছবির ফটোকলে সিনেমার অভিনয়শিল্পীরা। এএফপি

সম্পর্কিত নিবন্ধ