খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৮
Published: 15th, May 2025 GMT
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরের খালিশপুরের বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক রায়হান নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–এর নগর যুগ্ম সম্পাদক পরিচয় দিয়ে আরও কয়েকজন যুবককে নিয়ে বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পির বাড়িতে যান। তাঁরা বাপ্পিকে ‘পতিত সরকারের দোসর’ আখ্যা দিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করার হুমকি দেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে চাঁদাবাজদের ধাওয়া দিয়ে আটক করেন। খবর পেয়ে খালিশপুর থানা–পুলিশ গিয়ে রায়হানসহ আটজনকে আটক করে। এ সময় কয়েকজন পালিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন যুবক এসে বাপ্পিকে আওয়ামী লীগের দোসর বলে গালাগাল করতে থাকেন এবং টাকা দাবি করেন। গন্ডগোল শুরু হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাঁদের ধরে ফেলেন। এর আগেও বাস্তুহারা কলোনি উচ্ছেদ ঠেকানোর নামে রায়হান এলাকার মানুষের কাছ থেকে চার লাখ টাকা নিয়েছিলেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাপ্পির স্ত্রী বাদী হয়ে আজ বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছেন। মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। আটজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১৪০০ বছরের মধ্যে প্রথম নারী আর্চবিশপ নিয়োগ দিলো চার্চ অফ ইংল্যান্ড
চার্চ অফ ইংল্যান্ড সারা মুল্লালিকে ক্যান্টারবেরির পরবর্তী আর্চবিশপ হিসেবে মনোনীত করেছে। এক হাজার ৪০০ বছরের পুরনো এই পদে প্রথমবারের মতো কোনো নারীকে নিয়োগ দেওয়া হলো। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সারার এই নিয়োগের ফলে আফ্রিকার রক্ষণশীল অ্যাংলিকানদের সমালোচনার মুখে পড়েছে চার্চ অফ ইংল্যান্ড। কারণ অ্যাংলিকানরা নারী বিশপের বিরোধিতা করেন।
মুল্লালি বিশ্বব্যাপী আট কোটি ৫০ লাখ অ্যাংলিকানদের আনুষ্ঠানিক প্রধানও হবেন। তার পূর্বসূরীদের মতো রক্ষণশীলদের মধ্যে - বিশেষ করে আফ্রিকায়, যেখানে কিছু দেশে সমকামিতা নিষিদ্ধ এবং সাধারণত পশ্চিমে আরো উদার খ্রিস্টানদের মধ্যে বিভেদ দূর করার ক্ষেত্রে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন মুল্লালি।
ক্যান্টারবেরি ক্যাথেড্রালে তার প্রথম ভাষণে ৬৩ বছর বয়সী সাবেক নার্স যৌন নির্যাতন কেলেঙ্কারি এবং চার্চকে প্রভাবিত করে এমন বিষয়গুলো এবং বৃহস্পতিবার ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার পর ইহুদি-বিদ্বেষের নিন্দা করেছেন।
বিশ্বব্যাপী রক্ষণশীল অ্যাংলিকান গির্জাগুলোর দল গ্যাফকন এক বিবৃতিতে মুল্লালির নিয়োগের তাৎক্ষণিক সমালোচনা করে জানিয়েছে, এটি দেখায় যে চার্চের ইংরেজ শাখা ‘নেতৃত্ব দেওয়ার সক্ষমতা হারিয়েছে।’
২০১৮ সাল থেকে লন্ডনের বিশপ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মুল্লালি। এর আগে তিনি চার্চের অভ্যন্তরে বেশ কিছু উদারনৈতিক কাজ করেছেন, যার মধ্যে রয়েছে নাগরিক অংশীদারিত্ব এবং সমকামী দম্পতিদের জন্য আশীর্বাদ প্রদান।
ঢাকা/শাহেদ