খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৮
Published: 15th, May 2025 GMT
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরের খালিশপুরের বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক রায়হান নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–এর নগর যুগ্ম সম্পাদক পরিচয় দিয়ে আরও কয়েকজন যুবককে নিয়ে বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পির বাড়িতে যান। তাঁরা বাপ্পিকে ‘পতিত সরকারের দোসর’ আখ্যা দিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করার হুমকি দেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে চাঁদাবাজদের ধাওয়া দিয়ে আটক করেন। খবর পেয়ে খালিশপুর থানা–পুলিশ গিয়ে রায়হানসহ আটজনকে আটক করে। এ সময় কয়েকজন পালিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন যুবক এসে বাপ্পিকে আওয়ামী লীগের দোসর বলে গালাগাল করতে থাকেন এবং টাকা দাবি করেন। গন্ডগোল শুরু হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাঁদের ধরে ফেলেন। এর আগেও বাস্তুহারা কলোনি উচ্ছেদ ঠেকানোর নামে রায়হান এলাকার মানুষের কাছ থেকে চার লাখ টাকা নিয়েছিলেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাপ্পির স্ত্রী বাদী হয়ে আজ বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছেন। মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। আটজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘কুত্তা শাকিল’ গ্রেপ্তার
বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও ১০ মামলার আসামি শাকিল মাহমুদ ওরফে ‘কুত্তা শাকিল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গত রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল শাজাহানপুরের জোকা এলাকার আব্দুল জলিল কেরানীর ছেলে এবং বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি। তিনি আলোচিত ক্যাডার হত্যাসহ দেড় ডজন মামলার আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর সহযোগী।
আরো পড়ুন:
ইটনায় ইউএনওর বাসভবনে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১
প্রবাসীর পরিত্যক্ত ঘরে মিলল ৩০ হাতবোমা
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে শাকিল মাহমুদ ওরফে কুত্তা শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। শাকিলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারধর, চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, নারীর শ্লীলতাহানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে।’’
ঢাকা/এনাম/রাজীব