খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার (৫৫) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজনের ভাষ্য, জমিজমাসংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। কয়েক দিন ধরে একটি সন্ত্রাসী চক্র দিলীপ কুমার সরকারের কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। আজ সকাল ১০টার দিকে বাড়ি থেকে হেঁটে স্কুলে যাওয়ার পথে মসজিদের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একটি গুলি তাঁর বাঁ পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

তুহিনুজ্জামান বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধ এবং চাঁদা দাবির জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দিলীপ কুমার সরকার বর্তমানে শঙ্কামুক্ত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘কুত্তা শাকিল’ গ্রেপ্তার

বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও ১০ মামলার আসামি শাকিল মাহমুদ ওরফে ‘কুত্তা শাকিল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল শাজাহানপুরের জোকা এলাকার আব্দুল জলিল কেরানীর ছেলে এবং বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি। তিনি আলোচিত ক্যাডার হত্যাসহ দেড় ডজন মামলার আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর সহযোগী।

আরো পড়ুন:

ইটনায় ইউএনওর বাসভবনে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১

প্রবাসীর পরিত্যক্ত ঘরে মিলল ৩০ হাতবোমা

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে শাকিল মাহমুদ ওরফে কুত্তা শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। শাকিলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারধর, চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, নারীর শ্লীলতাহানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে।’’

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ