ইন্টারন্যাশনাল বোম্ব ডেটা সেন্টার ওয়ার্কিং গ্রুপের (আইবিডিসিডব্লিউজি) পূর্ণ সদস্যপদ পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডেটা সেন্টার। সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত আইবিডিসিডব্লিউজির বার্ষিক সম্মেলনে সদস্যপদ পেয়েছে ডিএমপি। বাংলাদেশ ছাড়াও কানাডা, জাপান ও সংযুক্ত আরব আমিরাত নতুন সদস্যপদ পেয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বব্যাপী আইইডি/বোমা শনাক্তকরণ, বিশ্লেষণ এবং বিস্ফোরক প্রতিরোধ কার্যক্রমে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করার সুযোগ পাবে। এটি দেশের নিরাপত্তা ও কারিগরি সক্ষমতার প্রতি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের আস্থা ও স্বীকৃতির প্রতিফলন।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের দুই কর্মকর্তা—সহকারী পুলিশ কমিশনার মো.

মাহমুদুজ্জামান এবং উপপরিদর্শক মো. রফিক উদ্দিন। তাঁরা বিস্ফোরক হুমকির পরিস্থিতি, আধুনিক আইইডি ট্রেন্ড এবং আইইডি শনাক্তকরণ, নিষ্ক্রিয়করণ ও পরবর্তী তদন্তে গৃহীত কৌশল নিয়ে আলোচনা করেন, যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইবিডিসিডব্লিউজি হলো একটি বৈশ্বিক সহযোগিতামূলক প্ল্যাটফর্ম, যা বিশ্বের বিভিন্ন দেশের বোম্ব ডেটা সেন্টার, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্য, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আধুনিক বোমা ও বিস্ফোরক হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ এখন এই আন্তর্জাতিক নেটওয়ার্কে সক্রিয় অবদান রাখতে পারবে এবং নীতিনির্ধারণে অংশ নিতে পারবে।

ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ইতিমধ্যে শতাধিক সফল বোমা নিষ্ক্রিয়করণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযানের মাধ্যমে দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ইউনিট বিশ্বমানের একটি দক্ষ এবং পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ষ ক র য করণ সদস যপদ প ব স ফ রক ড এমপ র সদস য ইউন ট

এছাড়াও পড়ুন:

অতিতে চামড়া জোর করে নেওয়া হয়ছে, এবার হওয়ার কোনো সুযোগ নেই : ডিসি

‎আসন্ন পবিত্র ঈদুল আজহার কোরবানিকৃত পশুর চামড়া স্থানীয় পর্যায়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে নিরবিচ্ছিন্নভাবে লবণ সরবারহ ও প্রাপ্তি নিশ্চিতকরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত। ‎বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়

‎‎এসময় জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা লবণ মালিক ও চামড়া ব্যবসায়িকগণ উপস্থিত ছিলেন।

‎এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,আমাদের মুসলামান ধর্মের সবচাইতে বড় উৎসবগুলো আছে তার মধ্যে একটি অন্যতম উৎসব আমরা সেই উৎসবে। ‎আমাদের ধর্ম যে রীতি আছে সেখানে আমাদের যেত্যাগের যে ইতিহাস আছে আমরা সেই ইতিহাস 

‎সেই রীতি অনুযায়ী আমরা পশু জবাই দিয়ে থাকি আজকে আমরা সবাই মিলে সেই পশুর কিভাবে পশুর চামড়া গুলো কিভাবে আমরা সুন্দরভাবে ম্যানেজমেন্টটা আওতায় নিয়ে আসবো পশুর চামড়াগুলো আমার সংরক্ষণ করবো। আমাদের  লবণের কোনো ঘাটতি নেই।

‎ আর জায়গা বিষয়টি  হচ্ছে নিধারিত স্থান সংরক্ষণের জায়গায়  ৭ থেকে ১০ দিন সর্বোচ্চ ১০ দিন  সেখানে আপনাদের চামড়া গুলোর রাখতে পারবেন।

এসময় তিনি আরো বলেন,  যেহেতু চামড়া আমাদের একটি মূল্যবান সম্পদ আমরা বিদেশে চামড়া এক্সপোর্ট করে থাকি এবং এই চামড়া থেকে আমাদের দেশেরও অনেক শিল্প-কারখানা আছে।

আমাদের অনেকে চামড়া শিল্পের সাথে কাজ করে থাকে সুতরাং এই যে কাঁচামাল এটি যেন কোনভাবে আমাদের নষ্ট না হয় সচেতন হয়ে আমরা সুন্দরভাবে এই চামড়া ব্যবস্থাপনাটা করতে চাই।
‎ কেউ কোনরকম কোন অশুদ্ধ উপায় অবলম্বন না করে সেটিও আমরা  লক্ষ্য রাখবো।
‎  
‎ অনেক সময় চাঁদাবাজে মতন ঘটনা ঘটে জোর করে চামড়া  নিয়ে থাকে। সেগুলো যদি কারো মাথায় থেকে থাকে বলব এগুলো ভুলে যান। এই ধরনের কোন ঘটনা আমরা করতে দিব না এ ধারণার কাজ যে করবে আমরা  তার বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নিবো।

অতীতে ‎চামড়া জোর করে নেওয়া হয়েছে এ ধরনের কালচার আমরা বিভিন্ন সময় দেখেছি এবং এটা আর হবে না । হওয়ার কোনো সুযোগ নাই।

সম্পর্কিত নিবন্ধ

  • নিউইয়র্ক প্রবাসী মাহিনের ভাষা এখন ‘ডেটা-অ্যালগরিদম’
  • ১৩৩ সিসি ক্যামেরায় বাড়ল পদ্মা সেতুর নিরাপত্তা
  • অতিতে চামড়া জোর করে নেওয়া হয়ছে, এবার হওয়ার কোনো সুযোগ নেই : ডিসি
  • ডেন্টাল অ্যানাটমিতে ডা. মুশফিক ও ডা. ইমনের অনন্য অর্জন
  • নড়াইলে হকার্স মার্কেটে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ
  • নড়াইলে হকার্স মার্কেটের অর্ধশতাধিক দোকান উচ্ছেদ
  • চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক প্রশস্তকরণের কাজ শুরু
  • কোরবানি–সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে ১৭ সদস্যের কমিটি