হয়রানিমূলক মামলা দিয়ে কণ্ঠরোধ করা যাবে না
Published: 18th, May 2025 GMT
তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের মুক্তির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের গণমাধ্যমকর্মীরা। গতকাল রোববার শহরের চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে এমন দাবি তোলেন তারা। এ সময় বক্তারা জিসানের বিরুদ্ধে করা মামলাকে হয়রানিমূলক হিসেবে উল্লেখ করে বলেন, এমন মামলা সাংবাদিকদের নামে আগেও দেওয়া হয়েছে। কিন্তু তাতে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যায়নি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা.
এ ঘটনায় ১২ মে রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই রিপন মৃধা বাদী হয়ে মামলা করেন। এতে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়। মামলায় ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়। এদিন রাতেই শহীদনগরের বাসা থেকে গ্রেপ্তার হন ‘প্রেস নারায়ণগঞ্জ’র প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জিসান (২১), তাঁর বাবা মো. হানিফ (৫০) ও হানিফের চাচাতো ভাই ফুড ব্লগার শওকত মিথুন (৩৬)।
রোববারের মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার দিন তারা সেখানে ছিলেন না। গণমাধ্যমকর্মীরা খোঁজ নিয়ে জেনেছেন, বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত শহীদনগরের শাকিল নামে এক ব্যক্তি মামলা-বাণিজ্য করার জন্য ওই তিনজনের নাম মামলায় যুক্ত করেছে। ঠিক এমন বাণিজ্য এই শহরে আগে ওসমান পরিবার করেছে। তারা এখন বিতাড়িত, কিন্তু তাদের অভাব পূরণে ব্যস্ত অন্যান্য রাজনৈতিক নেতারা।
সাংবাদিক নেতারা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, এইসব হয়রানিমূলক মামলা আগেও দেওয়া হয়েছে। কিন্তু তাতে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যায়নি।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রনেতারা ছাত্র-জনতার অভ্যুত্থানে সাংবাদিক জিসান ও ফুড ব্লগার শওকত মিথুনের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, জুলাই আন্দোলনের মিছিলগুলোতে ছিলেন জিসান। এ অভ্যুত্থানে অনেক কনটেন্ট ক্রিয়েটর ও ব্লগাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা বাংলাদেশ ও ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিয়েছেন। জিসানের চাচা শওকত মিথুন আন্দোলনে সহযোগিতা করেছেন, ভিডিও বানিয়েছেন, খাবার-পানি বিতরণ করেছেন।
প্রেস নারায়ণগঞ্জ সম্পাদক ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতি সিপলু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম প্রমুখ। সঞ্চালনা করেন সাবিত আল হাসান।
এতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, প্রথম আলো বন্ধুসভার নারায়ণগঞ্জের সহসভাপতি জহিরুল ইসলাম, গবেষক মাহবুব সুমন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কাজ না করেই অর্ধেক টাকা তুলে নেন ঠিকাদার
সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। এমনকি ওই সড়কের কাজ না করেই অর্ধেক টাকা উঠিয়ে নেওয়ার অভিযোগ করেন তারা। গতকাল সোমবার দুপুরে সদর ইউনিয়নের সূর্য নারায়ণপুর এলাকার কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। তারা সড়কটির কাজ যথাযথভাবে করার দাবি জানান।
স্থানীয় সূত্র জানায়, সূর্য নারায়ণপুরের আব্দুর রশিদের বাড়ি থেকে বক্তারটেক পর্যন্ত ২৮০ ফুট দীর্ঘ রাস্তাটিতে ইট বিছিয়ে (সলিং) ৮ ফুট চওড়া করার কথা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অধীনে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় এ কাজের প্রাক্কলন ধরা হয়েছে ২ লাখ ৮০ হাজার টাকা। সদর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আল আমিন পালোয়ান এ কাজের ঠিকাদার। কিন্তু এলাকাবাসী সড়কটিতে নিম্নমানের ইট ব্যবহার ও বালু না দিয়েই কাজ শুরুর অভিযোগ করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আল আমিন পালোয়ান একই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক। যে কারণে গত সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাৎ করেছেন। গণঅভ্যুত্থানের পর একাধিক মামলায় আসামি হয়ে পালিয়ে যান। কিন্তু সম্প্রতি এলাকায় এসে ওই সড়কের কাজ না করেই অর্ধেক টাকা উঠিয়ে নিয়েছেন। নিম্নমানের সামগ্রী বসানোর প্রতিবাদ করলে এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদা দাবির গুজব ছড়িয়েছেন তিনি। এমনকি নানা মাধ্যমে আল আমিন হুমকিও দিচ্ছেন।
সেখানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মঈনুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার কাজল, মো. রানা শেখ প্রমুখ। তাদের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আল আমিন পালোয়ানের নম্বরে কল দিয়েও সংযোগ মেলেনি।
কাপাসিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাস্নীম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরেজমিন পরিদর্শনে যেতে বলেছেন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।