রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার থেমে থেমে বৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাতটার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও রাজধানীর আকাশ মেঘলা। কোথাও হালকা বৃষ্টিও হচ্ছে। সেই সঙ্গে আছে বিকট শব্দ করে বজ্রপাত।

আজ দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে উত্তর–পূর্বাঞ্চলের সিলেটে। এটি এ মাসেরও সর্বোচ্চ বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর গত রোববার সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টায় দেশজুড়ে ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছিল। সে অনুযায়ী আগামীকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি আজ বলেন, এ সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় সিলেট ১৯৩ দশমিক ৫ মিলিমিটার। এটি এ মাসে দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

চলতি মে মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে অবশ্য কিছু কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। তবে তাতে তাপ খুব বেশি কমেনি। গতকাল সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে।

গত রোববার আবহাওয়া অফিস রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছিল। যদি ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়। আর বৃষ্টির পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলে তা অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়।

আবহাওয়া অফিস বলছে, আকাশে সঞ্চারণশীল মেঘের সক্রিয়তার কারণেই এমন বৃষ্টি হচ্ছে।

আজ বৃষ্টির কারণে শেরপুরসহ বিভিন্ন এলাকায় নদীতে পানি বেড়েছে। তবে শেরপুরে প্রবাহিত পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।

আগামীকাল দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে, এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সতর ক

এছাড়াও পড়ুন:

ঢাকার পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি বাতিল করলে ভারত

ঢাকা ভিত্তিক ‘পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের’ সঙ্গে সহযোগিতামূলক চুক্তি বাতিল করেছে ভারতের আহমেদাবাদ ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি)। 

মঙ্গলবার এক বিবৃতিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এনআইডি জানিয়েছে, ‘জাতীয় অগ্রাধিকার এবং ভাবাবেগের স্বার্থে’ তারা ঢাকা ভিত্তিক পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি বাতিল করেছে। 

বিবৃতিতে বলা হয়, কয়েক বছর আগে এনআইডি এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট উভয়ই পারস্পরিক উপযোগী শিক্ষামূলক কার্যক্রমের জন্য একটি সহযোগিতামূলক চুক্তি করে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে জাতীয় অগ্রাধিকারের সর্বোচ্চ স্বার্থে এবং জাতীয় ভাবাবেগের সঙ্গে সংহতি প্রকাশ করে সেই চুক্তি বাতিল করা হয়েছে। নৈতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এনআইডি সেই সহযোগিতামূলক চুক্তির সমাপ্তি প্রক্রিয়া করেছে।

ভারতের শীর্ষস্থানীয় ডিজাইন ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম এনআইডি। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে শিল্প, যোগাযোগ, টেক্সটাইল এবং আইটি ইন্টিগ্রেটেড ডিজাইনের জন্য সেরা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হিসেবে প্রশংসিত। এটি ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক একটি বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা সংস্থা হিসেবেও স্বীকৃত।

অন্যদিকে ১৯৯৮ সালে শুরু হওয়া ‘পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট’ নামক প্রতিষ্ঠানটি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ফটোগ্রাফি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি, চলচ্চিত্র এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ