গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের সময়সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। ২০২৫ সালের আসর শুরু হচ্ছে ১০ জুলাই, যেখানে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল। প্রত্যেক দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল সরাসরি মুখোমুখি হবে ১৮ জুলাইয়ের ফাইনালে।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১০ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর দলটি মাঠে নামবে ১৩ জুলাই হোবার্ট হ্যারিকেনস, ১৬ জুলাই দুবাই ক্যাপিটালস এবং ১৭ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে।

প্রথম আসরের মতো এবারও কোনো প্লে-অফ নেই। সোজাসুজি লিগের পয়েন্ট টেবিল থেকেই নির্ধারিত হবে ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী। আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি ম্যাচের ভেন্যু, নির্দিষ্ট সময় ও সম্প্রচার সূচি পরে জানানো হবে।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে রংপুর রাইডার্স। ২০২৪ সালের প্রথম আসরে নুরুল হাসান সোহানের নেতৃত্বে শিরোপা জিতেছিল দলটি। সৌম্য সরকার ও কামরুল ইসলাম রাব্বির মতো পারফর্মাররাও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ