মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশগুলোর জোট ‘ব্রিকস’-এর বিরুদ্ধে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন। 

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘কোনো দেশ ব্রিকসের আমেরিকাবিরোধী নীতিকে সমর্থন করলে তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই কথার কোনো হেরফের হবে না। এই বিষয়ে মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ!”

আরো পড়ুন:

টেক্সাসে বন্যায় মৃত বেড়ে ৭৮, নিখোঁজ ৪১

টেক্সাসে বন্যায় ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু

এই মন্তব্যে ঠিক কোন নীতিকে ‘আমেরিকাবিরোধী’ হিসেবে চিহ্নিত করছেন ট্রাম্প, সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি তিনি। তবে, তার এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জল্পনা। ব্রিকস সম্প্রসারণ এবং তেল, মুদ্রা বা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করাই কি ট্রাম্পের এই প্রতিক্রিয়ার কারণ কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে রবিবার (৬ জুলাই) শুরু হয়েছে দুই দিনব্যাপী ১৭তম ব্রিকস সম্মেলন। এ সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর নেতারা। 

রবিবার বিকেলে ব্রিকসের বিবৃতিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানানো হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নাম না নিয়েই একতরফা শুল্ক চাপানোর বিষয় নিয়েও নিন্দা জানানো হয়েছে। 

এর কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প সতর্ক করে বলেন, ব্রিকসে যোগদান করতে চাওয়া দেশগুলোর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। 

ব্রিকস দেশগুলো বর্তমানে বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা এবং বিশ্বের অর্থনৈতিক উৎপাদনের ৪০ শতাংশ প্রতিনিধিত্ব করে। ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ব্রিকস প্রতিষ্ঠা করে। জোটটি পরে দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করে এবং গত বছর মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে। বর্তমানে ৩০টিরও বেশি দেশ পূর্ণ সদস্য বা অংশীদার হিসেবে ব্রিকসে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।

জোটের সদস্য সংখ্যা বাড়ানোর ফলে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে কথা বলতে ব্রিকসের কূটনৈতিক ওজন বেড়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি জোরদার করেছে ব্রিকস। পাশাপাশি ক্রমবর্ধমান বাণিজ্য দ্বন্দ্ব ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে জোটটিকে কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে।

ট্রাম্প আগে থেকেই ব্রিকসকে নিয়ে সমালোচনামুখর। দীর্ঘদিন ধরেই তিনি বলে আসছেন, এই জোট তৈরি হয়েছে সদস্য দেশগুলোর আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে।

ট্রাম্পের ১০ শতাংশ অতিরিক্তি শুল্ক আরোপের হুমকির জবাবে ব্রিকসের সদস্য দেশগুলোর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটা যদি কার্যকর হয়, তাহলে বেশ কয়েকটি উদীয়মান অর্থনীতির দেশকে বড় চাপে পড়তে হতে পারে। বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে জড়িত এবং একইসঙ্গে ব্রিকসেও যুক্ত।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র য ক তর ষ ট র শ ল ক আর প সদস য

এছাড়াও পড়ুন:

বরগুনায় ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৩

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাথরঘাটা উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম (৪০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং বেতাগী উপজেলার বাসিন্দা শেফালী বেগম (৬৬) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ এ। এছাড়া নতুন করে আরো ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।  

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২২ জন। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৪৬ জন, পাথরঘাটা উপজেলায় ১১ জন, বামনা উপজেলায় ৩ জন এবং আমতলী, তালতলী ও বেতাগী উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন। 

আরো পড়ুন:

বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি ৩১৭

ডেঙ্গু প্রতিরোধে মানিকগঞ্জ কারাগারে মশক নিধন অভিযান

জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২০৬ জন। তাদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৪৫ জন। 

বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ রাইজিংবিডি-কে দুই জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। 
 

ঢাকা/ইমরান/বকুল

সম্পর্কিত নিবন্ধ