বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। দীর্ঘ দিন ধরে লিভারের রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। কয়েক দিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরই মাঝে খবর ছড়িয়েছে, অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে পারছেন না ফরিদা পারভীন। 

সত্যি কী অর্থনৈতিক সংকটে পড়েছেন ফরিদা পারভীন? এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী।  

অর্থ সংকটে উন্নত চিকিৎসা পাচ্ছেন না ফরিদা পারভীন। এ খবর জানতে পেরে কষ্ট পেয়েছেন শিল্পী। তা জানিয়ে ইমাম জাফর নোমানী বলেন, “যারা বিভিন্ন কথা ছড়াচ্ছেন তারা আম্মাকে কতটা সম্মান ও ভালোবাসেন তা আমার জানা নেই। তারা যদি সত্যি আম্মাকে সম্মান করতেন তাহলে এভাবে সম্মান নষ্ট করতেন না। বিভ্রান্তিকর নিউজগুলো যখন তার সামনে আসে তখন বেশি অসুস্থ হয়ে পড়েন। এ সংবাদগুলোর প্রভাব সরাসরি আম্মার ওপরেও পড়ছে। সে তো এগুলো নিতে পারছেন না। তার আত্মসম্মানের জায়গাটা তিনি খুব ভালোভাবে উপলব্ধি করেন। অসুস্থ অবস্থায় পরিচিত কারো থেকে এ ধরণের কথা জানতে পারলে বেশি অসুস্থ হয়ে যান।”

আরো পড়ুন:

হাসপাতালে ফরিদা পারভীন

এন্ড্রু কিশোরের মতো শিল্পী যুগে যুগে আসে না: সাবিনা ইয়াসমিন

ফরিদা পারভীন অসুস্থ হওয়ার পর সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যোগাযোগ করেছে। তা স্মরণ করে ইমাম জাফর নোমানী বলেন, “২০১৯ সাল থেকে ওনার (ফরিদা পারভিন) কিডনির সমস্যা। অনেকদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। ডায়ালাইসিস শুরু হওয়ার পর থেকে তার শরীরটা খারাপ। এখন সবরকম চিকিৎসা চলছে। ওনার অসুস্থতার কথা জানার পর উপদেষ্টারা অনেকেই যোগাযোগ করেছেন। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাদের বলা হয়েছে, আর্থিক সহায়তা লাগবে কিনা? মন্ত্রণালয় থেকে সাহায্য করতে চাওয়ার বিষয় জানতে পারলে আমার আম্মা (ফরিদা পারভীন) কোনো অনুদান নিতে রাজি হননি।”

সরকার যে অনুদান দিতে চেয়েছেন, তা দুস্ত শিল্পীদের দেওয়ার কথা বলেছেন ফরিদা পারভীন। এ তথ্য উল্লেখ করে ইমাম জাফর নোমানী বলেন, “মা জানিয়েছেন চিকিৎসার খরচ বহন করার মতো সক্ষমতা আমার পরিবারের আছে। তিনি (ফরিদা পারভীন) প্রস্তাব দিয়েছেন, সরকার যে অনুদানটা তাকে দিতেন সেটা অসহায় ও দুস্ত শিল্পী যারা আছেন তাদেরকে দেওয়ার জন্য বলেছেন। আর্থিক অনুদান না নেওয়ার বিষয়টা খুব সম্মানের সঙ্গে অস্বীকৃতি জানিয়েছেন।” 

অর্থনৈতিক স্বচ্ছলতার কথা জানিয়ে ইমাম জাফর নোমানী বলেন, “আমাদের জায়গা থেকে আম্মার চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য যথেষ্ট সামর্থ্য আছে। তাছাড়া আমরা যদি ব্যয়ভার বহন নাও করি, আম্মা তার নিজের অর্থ দিয়ে নিজের চিকিৎসা করার সামর্থ্য রাখেন।” 

এরই মধ্যে কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে ফরিদা পারভীনের জন্য অর্থ সংগ্রহের কাজ করছে— এ খবরও পেয়েছে ইমাম জাফর নোমানী। এ বিষয়ে তার পরিষ্কার বক্তব্য—“আম্মার চিকিৎসার জন্য কোনো ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই। এ ধরনের কোনো আবেদন আম্মা বা আমাদের পক্ষ থেকে করা হয়নি।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম ম র র জন য আর থ ক অন দ ন

এছাড়াও পড়ুন:

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দি‌য়ে দ‌লটির প্রেসি‌ডিয়াম সদস‌্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাস‌চিব নিযুক্ত করা হ‌য়ে‌ছে।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নতুন মহাসচিব নি‌য়োগ দেন ব‌লে দ‌লের সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম‌্যান জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছেন। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

আরো পড়ুন:

প‌বিত্র আশুরা: জাতীয় পার্টির আলোচনা ও দোয়া

অন্যায়ের বিরুদ্ধে জীবনবাজী রেখে লড়াই করতে শেখায় আশুরা: জিএম কা‌দের

 

 

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ