প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা শুরু
Published: 24th, May 2025 GMT
২০২৪-২৫ অর্থবছরের ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। আজ শনিবার সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা যোগ দিয়েছেন।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের সভায় ১০টি প্রকল্প (নতুন ও সংশোধিত) অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
আজকের একনেক বৈঠকের পর কোনো সংবাদ ব্রিফিং হবে না বলে আগেই জানানো হয়েছে। তবে নিয়মিত সভার পর সমসাময়িক বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নাপোলির শিরোপা জয়ে যেভাবে ছিলেন ম্যারাডোনাও
মৌসুমের শেষ লিগ ম্যাচ। প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক পয়েন্টে এগিয়ে থাকলেও নিশ্চিত নয় শিরোপা। শেষ ম্যাচটা যেকোনো মূল্যে জিততেই হবে। সামান্য একটা ভুল শেষ করে দিতে পারে সব স্বপ্ন। এমন পরিস্থিতিতে শুধু খেলাটাই যথেষ্ট নয়, প্রয়োজন অলৌকিক কোনো শক্তিরও। আর দলটির নাম যদি নাপোলি হয়, তবে তাদের অলৌকিক শক্তির নাম নিঃসন্দেহে ডিয়েগো ম্যারাডোনা।
ফুটবলের সব সমীকরণ একদিকে আর ম্যারাডোনা–নাপোলি জোড় অন্যদিকে। এমনকি নাপোলির তিনটি প্রতীকেরও একটি হচ্ছেন ম্যারাডোনা। অন্য দুটি হচ্ছে পিৎজা এবং ফুটবল। কিন্তু নেপলসের ফুটবলকে আবার ম্যারাডোনা ছাড়া কল্পনা করা যায় না। সে অর্থে নাপোলির প্রতীক আসলে দুটি পিৎজা এবং ম্যারাডোনা।
নাপোলির দেয়াল, বিলবোর্ড, বাড়িঘর কিংবা দোকানপাট—সবটাই যখন ম্যারাডোনাময়, তখন এমন স্বর্গীয় রাতে ম্যারাডোনা মাঠে থাকবেন না. তা হয় নাকি? ছিলেন কালও, গ্যালারিতে এবং মাঠেও। প্রশ্ন হচ্ছে, ২০২০ সালের নভেম্বরে যিনি অন্যলোকে পাড়ি জমিয়েছেন, তিনি কীভাবে কাল মাঠে ছিলেন?
আরও পড়ুনম্যারাডোনা, নাপোলি এবং এক অমর ভালোবাসার গল্প ৩০ অক্টোবর ২০২৪উত্তরটা অবশ্য যাঁরা কাল মাঠে বসে বা টেলিভিশনের পর্দায় কিংবা অন্য কোনো উপায়ে খেলাটা দেখেছেন, তাঁরা ঠিকই বুঝতে পেরেছেন ম্যারাডোনার উপস্থিতি। অন্তত দুইবার তো বটেই। প্রথমবার ম্যারাডোনা ফিরেছিলেন স্কট ম্যাকটমিনের ওপর ভর করে, আর পরেরবার রোমেলু লুকাকুর মধ্য দিয়ে।
গতকাল রাতে ইতালিয়ান সিরি ‘আ’তে একই সময়ে মাঠে নেমেছিল শিরোপাপ্রত্যাশী দুই দল ইন্টার মিলান ও নাপোলি। ক্যালিয়ারির বিপক্ষে জিতলে কোনো হিসাব ছাড়া চ্যাম্পিয়ন নাপোলি, কিন্তু পয়েন্ট হারোনোর সুযোগ নেই। তেমনটা হলে নিজেদের ম্যাচে ইন্টার জিতলে ট্রফি উঠবে তাদের হাতেই।
ম্যারাডোনাকে যেভাবে স্মরণ করেছে নেপলসবাসী