ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে থাকার পরও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ফাহামিদুল ইসলামের। এবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফাহামিদুলকে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্যাম্পে যোগ দিতে আজ ইতালির রোম থেকে সকাল ৯টার দিকে ঢাকায় পা রাখেন তিনি।

ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। সিরি ডিতে ‘জি’ গ্রুপে রয়েছে ক্লাবটি। এর আগে ফাহামিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগোরনা ও লিভোরনোতে।

গত ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহামিদুল। তাঁকে রেখেই ঢাকায় ফিরেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকেরা।

আরও পড়ুনফাহামিদুলকে ডেকেছে বাফুফে, এবার দলে জায়গা হবে তো১৬ মে ২০২৫

১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটিতে স্বাগতিকেরা জিতলে শীর্ষে ওঠার পথে অনেকখানি এগিয়ে যাবেন রাকিব-তপুরা। সেই লক্ষ্যে ৩০ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। তার আগে আজ-কালের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে পারে বাফুফে।

বাংলাদেশ দলে সুযোগ হবে তো ফাহমিদুলের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উড়োজাহাজের বোমা নিষ্ক্রিয় করে যেভাবে নিরাপদে নেওয়া হয় যাত্রীদের

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার সকালে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। কোনো উড়োজাহাজে বোমা বা বোমাসদৃশ বস্তু পাওয়া গেলে যাত্রীদের নিরাপদে সরিয়ে দেওয়া এবং বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন হবে, তার অনুশীলন হয়।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী, ছিনতাই, অগ্নিনিরাপত্তা ও বোমা হামলার নানা ঝুঁকি মোকাবিলার সক্ষমতা মূল্যায়নের জন্য প্রতি দুই বছর পরপর এই মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী বেসামরিক বিমানবন্দরের উচ্চতর সক্ষমতার জন্য মহড়ার মাধ্যমে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হয়। মহড়ার মূল উদ্দেশ্য যেকোনো জরুরি অবস্থায় বিমানবন্দরের সব সংশ্লিষ্ট সংস্থার মধ্যে বাস্তবসম্মত কাজের ইঙ্গিত প্রদান ও সুপরিকল্পিত প্রস্তুতি যাচাই। এ ছাড়া এই মহড়া সবার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

মহড়ায় দুবাই থেকে আসা একটি উড়োজাহাজে বোমা রয়েছে, এমন খবর পাওয়ার পর কীভাবে তা নিরাপদ করা হয়, তা দেখানো হয়। প্রথমে বোমা নিষ্ক্রিয়করণ দল উড়োজাহাজ থেকে দুটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এরপর উড়োজাহাজের যাত্রীসহ ক্রুদের নিরাপদে সরিয়ে আনা হয়।

মহড়ায় বক্তব্য দেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূইঁয়া । আজ দুপুরে

সম্পর্কিত নিবন্ধ