জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল ও সদস্যসচিব হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম।

আজ বুধবার রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৫৮ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসিম আল তারিক, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আহসান লাবিব, মুখ্য সংগঠক নকিব আল মাহমুদ, মুখপাত্র নাদিয়া রহমান আছেন।

নবগঠিত কমিটির সদস্যসচিব আবু তৌহিদ মো.

সিয়াম প্রথম আলোকে বলেন, ‘যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জুলাই গণ-অভ্যুত্থানের ওপর ভিত্তি করে তৈরি হওয়া একটি ছাত্রসংগঠন, সেহেতু আমরা সর্বদা জুলাই আন্দোলনে আহত এবং শহীদ যোদ্ধাদের যে বাংলাদেশ গড়ার সংকল্প, প্রত্যয় সেটাকে স্মরণ করে কাজ করতে চাই। বাংলাদেশের ছাত্ররাজনীতির যে পুরোনো সংস্কৃতি, যে পুরোনো সন্ত্রাসী কার্যক্রম, সেটা থেকে বের হয়ে নতুন বাংলাদেশে নতুন রাজনীতি করতে চাই। ১৯৪৭ থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানসহ বাংলাদেশের সব লড়াই-সংগ্রামের যোদ্ধাদের স্মরণ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস যসচ ব

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্সে মাস্টার্স, আবেদন শেষ ২০ আগস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগে ফল-২০২৫ সেশনে এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্টে মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এটি একটি উইকেন্ড প্রোগ্রাম।

যাঁরা আবেদন করতে পারবেন—

১. আবেদনকারীর সংশ্লিষ্ট যেকোনো সাবজেস্ট/ডিসিপ্লিনে কমপক্ষে অনার্সসহ ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি অথবা ৩ বছরের অনার্স এবং ১ বছরের মাস্টার্স ডিগ্রি।

২. শিক্ষাক্রমে কোনো তৃতীয় বিভাগ/ক্লাস অথবা সিজিপিএ ২.৫ এর (অথবা সমমান) নিচে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

৩. সংশ্লিষ্ট বিষয়ে একাডেমিক ডিগ্রি অথবা পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৪. আবেদনপত্র অনলাইন অথবা বিভাগীয় কার্যালয়ে সরাসরি জমা দেওয়া যাবে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পরিবর্তে উচ্চশিক্ষায় ভারতীয়রা কেন ঝুঁকছেন বাংলাদেশ–সিঙ্গাপুর–উজবেকিস্তান–রাশিয়ার দিকে৪ ঘণ্টা আগেকোর্সের বিস্তারিত—

১.কোর্সের সময়কাল: ১ বছর, ৩ সেমিস্টার,

২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার (অর্ধদিবস)।

ভর্তির বিস্তারিত তথ্য—

১. আবেদনপত্রের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।

২. ভর্তি পরীক্ষা: ২২ আগস্ট ১৮ এপ্রিল ২০২৫, সকাল ১০টায়।

৩. ফলাফল প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫।

৪. মেধাতালিকা থেকে ভর্তি: ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট ২০২৫।

৫.অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি: ২৭ আগস্ট থেকে ২৮ আগস্ট ২০২৫।

৬. ওরিয়েন্টেশন: ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার।

বিস্তারিত তথ্য জানতে ঢু মারুন ওয়েবসাইটে।

আরও পড়ুনঅস্ট্রেলিয়ার আরটিপি বৃত্তি, টিউশন ফি মওকুফ, উপবৃত্তি-ভ্রমণ ভাতাসহ নানা সুযোগ ৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • মানুষকে বাদ দিয়ে জুলাইয়ের চেতনা ধরে রাখা যাবে না
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্সে মাস্টার্স, আবেদন শেষ ২০ আগস্ট
  • জাহাঙ্গীরনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
  • বাংলাদেশে নতুন প্রজাতির ব্যাঙ
  • ‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’
  • জুলাই ডকুমেন্টরিতে ‘ফুটেজ’ না থাকায় জাবি ছাত্রদল নেতার হট্টগোল