নাটোরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
Published: 20th, June 2025 GMT
নাটোরে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদের মধ্যে আশঙ্কাজনক একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেল সোয়া ৫টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- সিএনজি চালিত অটোরিকশার চালক নাটোর সদর উপজেলার হারিগাছা গ্রামের মো.
আরো পড়ুন:
ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
মানিকগঞ্জে বাসচাপায় ট্রাকচালক নিহত
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির এসআই মো. আবুল কালাম জানান, শুক্রবার বিকেলে একটি সিএনজিচালিত অটোরিকশা রাজশাহী থেকে যাত্রী নিয়ে নাটোরের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দেয় সিরাজগঞ্জ থেকে আসা রাব্বি পরিবহন নামে একটি বাস। এ ঘটনায় অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পথে অটোরিকশা চালক বাবু মারা যান। আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর যাত্রী নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরো জানান, নিহত একজন এবং আহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তর কাজ চলছে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা/আরিফুল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত দ ইজন
এছাড়াও পড়ুন:
বিয়ে করেছেন প্রিয়াঙ্কা জামান
বিয়ে করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। তার বরের নাম রাকিবুল হাসান। গত ৯ নভেম্বর পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসান পেশায় ব্যবসায়ী (টেক্টটাইল ইঞ্জিনিয়ার)। বিয়ের পরের দিন নবদম্পতি ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন।
আরো পড়ুন:
ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে নায়ক হয়েছি: শুভ
দীপিকার লিভারের ২২ শতাংশ কেটে ফেলা হয়েছে
এ বিষয়ে প্রিয়াঙ্কা জামান গণমাধ্যমে বলেন, “রাকিবের সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয়। অল্প দিনের পরিচয়ে তাকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি সে কেমন মানুষ, তার মানসিকতা কেমন এবং আগামীতে আমাকে কতটা আগলে রাখতে পারবে। সবকিছু বিবেচনা করে তাকে বিয়ে করেছি। মূল কথা, বিগত দিনে যেমন মানুষের স্বপ্ন দেখেছি, রাকিব ঠিক তেমনি একজন মানুষ।”
স্বামীর মুগ্ধতা প্রকাশ করে প্রিয়াঙ্কা জামান বলেন, “নারী জীবনের স্বপ্নই থাকে জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষ পাওয়া, রাকিব ঠিক তাই। রাকিবও আমাকে পেয়ে ভীষণ খুশি, আমি তার বিনয়ে মুগ্ধ, তার যত্নে মুগ্ধ। বিয়ের পরের দিন ওমরাহ হজ পালনের জন্য রওনা হই। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং বাকিটা জীবন সুখে-দুঃখে একসঙ্গে কাটাতে পারি। আগামী জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।”
প্রেম নয়, পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা-রাকিব। এ তথ্য জানিয়ে রাকিব বলেন, “একটি অনুষ্ঠানে প্রথম প্রিয়াঙ্কাকে দেখি, প্রথম দেখে তাকে ভীষণ ভালো লেগেছিল। এরপর আমাদের মধ্যে দু-তিনবার দেখা হয়েছে। প্রেমের সম্পর্কে না গিয়ে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিই, যা পরবর্তীতে পারিবারিকভাবে সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব খুশি।”
ছোট ও বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা জামান। এখন তার অভিনীত দুটো ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো হলো—‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’, ‘তবুও প্রেম দামি’।
ঢাকা/শান্ত